"নিজেকে ঠিক এখনই এই লিস্টের সবার মত জ্ঞানী না ভেবে যদি নিজের
জ্ঞানের সত্যিকার সীমারেখাটি উপল্লব্ধি করতে পারেন তাহলেই অনেক সহজে সবার"
Neither me nor Aero challenged or raised any question on Lenin's great
knowledge on Ubuntu and technology. Or his willingness to teach.Neither we
claimed that we know all about Ubuntu. Practically, I know nothing about
Ubuntu. What I asked is all about his attitude!
I never talk with a teacher like individual who have no respect for his or
her ignorant student.

Teacher is a leader . It's his or het responsibility to miantain decorum.
Othewise students might leave the class. And I'm leaving.
I've hundreds of other options. I'll honor Obhroneel's request to check our
Amar Projukti. If I get any such arrogant teacher there I will not be there
either.
That's all !

Sushanta

2010/6/4 Junayeed Ahnaf Nirjhor <zombiegenera...@gmail.com>

> On Fri, 2010-06-04 at 00:51 +0530, Sushanta Kar wrote:
> > এতো ভারি মুস্কিল দেখছি!
> > আমাকে যারা সাহায্য করছেন তাদের সবার প্রতি আমি নিশ্চইয়ই কৃতজ্ঞ। আমি যদি
> কাউকে
> > আঘাত দিয়ে কিছু বলে থাকি, তবে তাঁর জন্যে দুঃখিত।
> > কিন্তু আমি আবার জিজ্ঞেস করব লেনিনকে , আপনি এতো চটে যাচ্ছেন কেন? কোনো
> চিন্তা
> > প্রবাহই সরল রেখাতে এগোয় না! তার প্রাকৃতিক গতিই আঁকাবাঁকা!
> > সে জন্যেই আমাকে যেমন  ধর্য রাখতে হবে , তেমনি আপনি যদি আমাকে শেখাতে চান
> > আপনাকেও ধর্য ধরতে হবে বটে। আর যদি আপনি মনে করেন আমার ব্যবহারে ধর্য ধরা
> > মুস্কিল, তবে বলুন, আমি আর আপনাদের বিরক্ত করছিনা। এমনিতেই আমি উবুন্টু নিয়ে
> > ক্লান্ত। তার উপর এভাবে কথা বললেতো আমরা প্রসঙ্গ থেকে সরে দাঁড়াবোই।
> >
> > "তারপরও ধৈর্য ধরে একে
> > একে সাহায্য করে যাচ্ছেন।"
> > না , লেনিন! কিছু মনে করবেন না, আপনি সে ধর্য ধরে রাখতে পারেন নি। আর এখানে
> > যারা নিজের কাজ ফেলে পরামর্শ দিচ্ছেন , তাদের সে ত্যাগের প্রতি আমার মতো
> > প্রাপকদের যেমন সম্মানবোধ থাকা উচিত, তেমনি যারা দিচ্ছেন তাঁদেরও মনে রাখা
> উচিত
> > যে তাঁরা একটা মিশনে যোগ দিয়েছেন। কাউকে অনুগ্রহ করছেন না। সেরকম হলে
> সাহায্য
> > প্রাপকেরো একটা আত্ম সম্মান বোধ আছে। সে সেই অনুগ্রহ নিতে অস্বীকার করতে
> পারে।
>
>
> দেখুন আপনি এভাবে কেন বলছেন? কেউ তো আর আপনাকে অনুগ্রহ করছে না। সবাই
> আপনাকে সাহায্যই করছে। তবে সবারই তো একটা ধৈর্য্যসীমা আছে, সেটি অতিক্রম
> করা ঠিক না বলেই বোধ করি। প্রথম দিকে আমাকেও অনেক সমালোচনার মুখে পড়তে
> হয়েছে এই মেইলিং লিস্টে। আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়েছি কিন্তু একগুঁয়ে
> হয়ে তর্কে জড়াইনি। কারণ আমি জানি, আমার চেয়ে এখানকার সবার জ্ঞান ই অনেক
> বেশী। নিজেকে ঠিক এখনই এই লিস্টের সবার মত জ্ঞানী না ভেবে যদি নিজের
> জ্ঞানের সত্যিকার সীমারেখাটি উপল্লব্ধি করতে পারেন তাহলেই অনেক সহজে সবার
> সাথে Interact (বাংলা জানি না) করতে পারবেন। কথাটি সত্যি। পরবর্তীতে অভিজ্ঞ
> হয়ে উঠলে বুঝবেন এমন হাস্যকর কথা বলার কোন যুক্তিই নেই।
>
> > "সুতরাং তা উবুন্তুতেই ইনস্টল করলে ভালো
> > হবে তা সাধারণ কমনসেন্স।"
> > কী করে বুঝব? আমিতো এটা দেখছি উইন্ডোজে। উবুন্টূতে নেট খুলছে না। সে যে আমি
> > বারে বারে বলছি। আর আপনি যে বলেছেন ,"।।এটি ক্লিক করে তা
> > ডাউনলোড এবং ইনস্টল করুন। এটি ডাউনলোড হবার পর ডাবলক্লিক করলেই হবে। ইনস্টল
> হবে
> > একা একাই। এরপর, Applications > Internet এই মেনুতে গিয়ে টিমভিউয়ার
> পাবেন।"
> >
> > এখানে Applicatuion>Internet নাহয় উবুন্টু বোঝা গেল। আগের কাজগুলোও যে
> > উবুন্টুতে করতে হবে সেটি কী করে বোঝা যাবে? এখানে আছে ,"ডাউনলোড হবার পর
> > ডাবলক্লিক করলেই হবে। ইনস্টল হবে" ডাউনলোড যদি উইন্ডজে করি, ডাবলক্লিকও
> সেখানেই
> > করব প্রথমে। এটাইত স্বাভাবিক বুদ্ধি।!
>
> না এইটা অস্বাভাবিক বুদ্ধি। আপনি উইন্ডোজে "বেশ অভিজ্ঞ" তাহলে কি জানেন না
> যে উইন্ডোজের ইন্সটলার আসে .exe বা .msi ফরম্যাটে আর উইন্ডোজের ইন্সটলারের
> সাথে একটা আইকন থাকে। আর তার চেয়েও বড় দুইটি বিষয় লেনিন চাচু আগেই বলেছেন,
> "ডেবিয়ান ঘরানার লিনাক্সের জন্য হল .deb ফাইল" আমার ক্ষুদ্র জ্ঞান আমাকে
> বলছে, উইন্ডোজ বলে ডেবিয়ান ঘরানার কোন লিনাক্স ডিস্ট্রিবিউশন অদ্যাবধী বের
> হয় নাই আর বের হবে এমন সম্ভাবনাও নেই। আর আরেকটা কথা, আপনি ডাউনলোড করেছেন
> লিনাক্স ভার্শন আর তা ইন্সটল করার চেষ্টা করছেন উইন্ডোজে। একজন "বেশ
> অভিজ্ঞ" ব্যবহারকারী কখনো এমন করে বলে যানা ছিল না।
>
>
> > ইন্সটল হলে  পরে  যে সাজেদুর ভাই উবুন্টূতে   যেতে বলেছেন আর নেটে যুক্ত হতে
> > বলেছেন সেটি আমি শুরুর মেইলেই বুঝেছি।
> > আরে বাবা, নতুন  কথাগুলো পুরো বুঝতেও তো একটা মানুষের স্বাভাবিকভাবেই একটু
> সময়
> > বেশি লাগতে পারে!
> > সাজেদুর ভাই অনেক চেষ্টা করছেন। তিনি মাঝে কলকাতা এসেও ফোনে কথা বলে সাহায্য
> > করতে চেয়েছিলেন। হয়ে ঊঠেনি।
> > "সুশান্ত কি আপ্র. ফোরামে একই ধরণের
> > পোস্টগুলোতে একবারও চোখ বুলিয়েছেন?"
> > হ্যাঁ,দিয়েছি। এবং অভ্রনীলের থেকে জবাব পেয়ে জবাব দিয়েওছি। কিন্তু সেখানেও
> > মন্তব্য দেবার প্রযুক্তি আমাকে শিখতে হচ্ছে। আমি যেগুলোতে অভ্যস্থ , ( আমার
> > ব্লগ বা কফিহাউস) এটি এর মতো নয়। তা আপনারা যাই বলছেন সবইত আমার কাছে নতুন।
> > প্রত্যকটাইতো আমাকে শিখে শিখে এগুতে হচ্ছে। আপ্র-তে আমি একটা ছবি আপলোড করতে
> > চেয়েও পারিনি।
> > "অন্যের সমালোচনা করার আগে নিজে ক'লাইন সমাধান দিলেন?"
> > এরো, কী দিয়েছেন না জেনেই এই মন্তবইয় করলেন? হা !হা! হা! মন্তব্য
> নিষ্প্রয়োজন।
> > সে এর জানেন আর আমি জানি।
> > শুধু এইটূকু বলি, এরো মাস্টারি আর প্রজ্ঞা সংক্রান্ত কথাগুলো আমাকে মনে রেখে
> > বলেছেন।আমি নিজে এক মাস্টার কিনা। আর এরো জানেন , যারা ছাত্রকে বকে শেখাতে
> চায়
> > তাদের বিরুদ্ধে আমি সরব সোচ্চার। এনিয়ে আমার বেশ কিছু ছাত্রপাঠ্য লেখা লেখি
> > আছে।
> > আপনাকে অনুরোধ করব, আপনি যদি মাথা ঠান্ডা রাখতে না পারেন অনুগ্রহ করে আমাকে
> > অনুগ্রহ করতে আসবেন না।
>
> উনি মাথা ঠান্ডাই রেখেছেন। আপনি ওঁনাকে অযথা আক্রমণ করেছেন। আমাদের উচিত
> জ্ঞানকে সম্মান করা। সেভাবে হলেও লেনিন চাচু আমাদের সকলেরই সম্মানীয়
> ব্যক্তি ওঁনার বিপুল জ্ঞানের কারণে। আশা করি অযথা আর আক্রমণ করবেন না।
>
>
>
> --
> Regards-
> Junayeed Ahnaf Nirjhor
> Documentation Team,
> Linux Mint Bangladesh,
> Bogra.
>
>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Sushnta Kar
সুশান্ত কর
তিনসুকিয়া, আসাম

আমার ব্লগগুলি:
http://sushantakar40.blogspot.com
http://ishankonerkahini.blogspot.com
http://ishankonerkotha.blogspot.com
আমার সম্পাদিত 'প্রজ্ঞান'
http://pragyan06now.blogspot.com
http://sites.google.com/site/pragyan06now

"স্বাজাত্যের অহমিকার থেকে মুক্তি দানের শিক্ষাই, আজকের দিনের প্রধান শিক্ষা"
রবীন্দ্রনাথ
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to