ল্যাপটপে উবুন্টু সেটাপ দিবো। এখানে আর কোন অপারেটিং সিস্টেম থাকবে না।
রুট আর সোয়াপ ঠিক মতই হয়েছে। কিন্তু সমস্যা করছে এক্সটেনডেট পার্টিশন করতে
গিয়ে। ‌‌১০০ গিগার এক্সটেনডেট পার্টিশন করলে সংক্রিয় ভাবে ১০০ গিগার আরেকটি
লজিকাল পার্টিশন হয়ে যাচ্ছে।

এটি কি কোন সমস্যা?

সোয়াপ আর রুট বাদে আমি ৪০০ গিগাকে কিভাবে চারটা পার্টিশন করবো?

-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to