লিফো'র আগমনকে মনে প্রাণে চাচ্ছি।

2012/5/21 Md Ashickur Rahman Noor <ashickur.n...@gmail.com>

> অনিরুদ্ধ উবুন্টু বাংলাদেশ মেইলিং লিস্টে নেই। আজকে লিনাক্সদেশ ফোরাম এবং লিফো
> একত্রিত হওয়া নিয়ে যা আলোচনা চলছিলো লিস্টে, তা তাকে বললাম। সে চেয়েও সরাসরি
> লিস্টে মেইল করতে পারছে না, কারন লিস্টটি মডারেটেড করা, একজন নতুন সদস্য
> সাবস্ক্রাইপ করতে চাইলে কিছুদিন সময় নেয়। লিনাক্সদেশ ফোরাম এবং লিফো একত্রিত
> করার কাজটি এখন বেশি গুরুত্বপুর্ন হওয়ার মনে হয় সে এই মেইলটি ফর্য়ার্ড করতে
> বলেছে।   আমাকে মেইল টি ফর্য়ার্ড করতে বলায় আমি ফর্য়ার্ড করছি।
>
> স্ক্রিনশট : http://ubuntuone.com/2lN6Hah0aTJRNdeHfQhKYQ
>
> অ:ট:
>
> অনিরুদ্ধ এখন লিস্টে নেই, কারন মডারেশন। তাই লিস্টে কেউ তাকে কিছু বললে তাকে
> cc করে ইমেইলটি করবেন। তাহলে সে ইমেইল টি পাবে। ইমেইল এড্রেস:
> anirud...@adhikary.net
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
> 2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
> Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla
> Reps<http://reps.mozilla.org>
> 01199151550
>
>
> 2012/5/21 Aniruddha Adhikary <anirud...@adhikary.net>
>
> >
> > ---------- Forwarded message ----------
> > From: Aniruddha Adhikary <anirud...@adhikary.net>
> > Date: 2012/5/21
> > Subject: লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা
> > To: ubuntu-bd@lists.ubuntu.com
> >
> >
> > প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই, আমি অনিরুদ্ধ অধিকারী। বর্তমানের চালু টপিক
> > "লিনাক্সদেশ" প্রজেক্টটি আমি শুরু করেছিলাম। আসলে বলতে হয় আমি শুরু করতে
> বাধ্য
> > হয়েছিলাম। সেই সঙ্গে জেনে রাখা ভালো বর্তমানে আমি রাইফেলস পাবলিক কলেজে দশম
> > শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।
> >
> > ==========
> >
> > যারা লিফোর সদস্য ছিলেন তারা জানেন লিফোতে মাঝে দুয়েকটা "কালো ভেড়া" কি
> > করেছিল। তার পরিণতিও আমরা জানি। লিফো বন্ধ হয়ে যাবার পর লিনাক্স
> ব্যবহারকারীরা
> > সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে, সাহায্য পাবার একটুকুনও ঠাঁই বাকি ছিল না। আমি রাসেল
> > ভাইকে কতবার ফোন করে বলেছিলাম লিফো চালু করতে, তা আমি, উনি এবং আমার মোবাইল
> > অপারেটর জানে। কিন্তু, তিনি তা করতে চাননি। পরে একরকম জেদ করেই উনার সঙ্গে
> > যোগাযোগ করাই বন্ধ করে দিয়েছিলাম, প্রচন্ড রাগ হয়েছিল ওনার ওপর, আর হবেই না
> > কেন? যে লিফোতে আমার ব্রাউজারের হোমপেজ সেট করা ছিল, স্কুল থেকে বাসায় ফিরেই
> > যে সাইটের "সক্রিয় টপিক" লিংকে ক্লিক করতাম, সেটি থেকেও নেই!
> >
> > আমি ফেসবুকে চ্যাটে আস্তে আস্তে বুঝতে পারি, ব্যবহারকারীরা ফেসবুক চ্যাটে
> > ঠিকভাবে সাহায্য পাচ্ছে না। ফেসবুকে কয়েকটা গ্রুপও ছিল, কিন্তু গ্রুপের
> > কন্টেন্ট তো আর গুগলে সার্চ করে পাওয়া যায় না। যখন রাসেল ভাইকে বার বার বলার
> > পর দেখলাম উনি চালু করবেন না, আমি সিদ্ধান্ত নিই নিজেই আবার কমিউনিটিকে
> > কিকস্টার্ট মারার। তবে, আমার পরিকল্পনা যে সফল হয় নি তারই পরিচয় আজ
> > লিনাক্সদেশের আস্থা নিয়ে গুরুদের সংশয়।
> >
> > আমি যখন ফোরামটি নতুন করে চালু করতে চাই, তখন আমাকে ডোমেইন ও হোস্টিং বাবদ
> > দুই হাজার টাকা খরচ করতে হয়েছিল। স্কুলের ট্রান্সপোর্ট থেকে নাম কাটিয়ে,
> > ইন্টারনেট সংযোগের স্পীড কমিয়ে ও আমার পুরনো পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিনগুলো
> > দোকানে বিক্রি করে সে অর্থ যোগাড় করি। একদিন, সাহস করে PunBB নামক ফোরাম
> > ইঞ্জিন দিয়ে ফোরামটি চালু করি, এবং কমিউনিটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বড় ভাইদের
> > সন্ধানে বের হই। পরে গুগল মারফর জানতে পারি, অধিকাংশ ভাইয়েরা আপ্র তে আছেন।
> > ওখানে গিয়ে আমি একটি পোস্ট দিই এবং চেনা, জানা ভাইয়াদের একটা করে মেইল ড্রপ
> > করি। কিন্তু, আমার কাজের ধারায় কোন সমস্যার কারণে আমি আপ্রতে স্প্যামার
> হিসেবে
> > চিহ্নিত হই, এবং ফোরামের হেডারে বড় করে লিনাক্সদেশের স্প্যামিং নিয়ে নোটিশ
> > সাটানো হয়। একজন কিশোরের কাছে এ ধরণের একটা ধাক্কা কতটা আবেগপ্রবণ হয়ে ধরা
> > দিতে পারে, তা হয়তোবা আপনাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না।
> >
> > আমি অফিসিয়ালী একজন স্প্যামার হলাম, ফেসবুকে অনেকেই আমাকে অপমান করল, কিন্তু
> > তার পরেও কয়েকজন মানুষ আমার ডাকে সাড়া দিলেন। সবার প্রথমে ফোরামে নিবন্ধিত
> হন
> > আশিকূর নূর ভাইয়া, এরপর আসেন রিং, রাব্বি হোসেন, অনুপদা, আশিফ শাহো সহ আরও
> > অনেকে। কিন্তু, যেসকল বড় ভাইকে (নাম উল্লেখ করছি না) আমি সত্যিকার অর্থে
> > ফেলুদার মত করে দেখতাম, তাদের কেউই আমাকে কিছু বলেননি, সরাসরি কোন সাহায্যে
> > এগিয়ে আসেননি, এমনকি ইমেইলের কোন প্রত্যুত্তরও দেননি। এত সব ধাক্কার পরেও
> আমি
> > সরে যায় নি, এ পর্যায়ে আসার পরেও আমাকে সাপোর্ট দেয়ার জন্য আমার বাল্যবন্ধু
> > হিরককে ধন্যবাদ।
> >
> > আমি বুঝতে পারলাম, লিনাক্সদেশের জন্মই হয়েছে স্প্যামের মধ্য দিয়ে! জন্মই তার
> > আজন্ম পাপ, এ পাপের জন্যই হয়তোবা বড় ভাইয়েরা "ইগো" রক্ষার্থে আসতে চাচ্ছেন
> না।
> > ততদিনে ফোরাম ইঞ্জিন, ফোরামের চেহারা সবই অদল বদল হয়ে গিয়েছে। আমি আশিকূর
> নূর
> > ভাইয়াকে বললাম বড়দের আবার অনুরোধ করতে, আমি আমার কৃতকর্মের জন্য পাবলিকলি
> > ক্ষমা চেলাম, তাতেও হলো না। যে কমিউনিটির জন্য কয়েকমাস টানা কষ্ট করেছি, এত
> > অপমান সহ্য করেও সামনে এগিয়ে যাবার স্বপ্ন দেখেছি, সে কমিউনিটি আমাকে
> > প্রত্যাখান করেছে। এমনকি অনেকে এও বলেছেন, লিনাক্সদেশ চালু করবো বলে লিফো
> বন্ধ
> > করার পেছনে আমি নাকি কাজ করেছি! হায় বিধাতা!
> >
> > আমি পূর্বেই উল্লেখ করেছি, লিনাক্সদেশের সঙ্গে জড়িত হবার জন্য কমিউনিটির বড়
> > ভাইদের কাছে আমি রীতিমত কাকুতি মিনতি করেছি। আমার কাছে যারা ছিল এই
> কমিউনিটির
> > হিরো, তাদের কেউই সাড়া দেয়নি। সাড়া দিয়েছিল আশিকূর নূর, ইচ্ছে ঘুড়ি, জামাল
> > উদ্দিন এবং রিং ভাই। আমি জানি, আশিকূর নূর এবং রিং ভাইয়ের প্রতি অনেকেরই
> অজানা
> > এ্যালার্জি আছে, (দ্বিতীয় ব্যক্তিটির প্রতি আমিও সত্যিকার অর্থে খুশি নই)
> > তবুও, তারা আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, আর কেউতো দাঁড়ায়নি! (উবুন্টু
> > বাংলাদেশের শাহরিয়ার তারিক ভাই আমাদের একজন পরামর্শক, তিনি সম্প্রতি নিবন্ধন
> > করেন এবং আমার এ অনুরোধটি রাখেন।) এই প্যারায় আমার কথার সারাংশ হল,
> লিনাক্সদেশ
> > লিফো মার্জ সংক্রান্ত একটি টপিকে এক বড়ভাই বলেছেন ফোরামটি একটি বিশেষ
> সংগঠনের
> > নিয়ন্ত্রণাধীন বলে মনে হয়। একটা কথা না বললেই নয়, প্রশাসনের ছয় জনের মধ্যে
> > দুইজন একটি বিশেষ সংগঠনের সঙ্গে যুক্ত। পূর্বের বলা কথাটি আবারও বলছি, কেন
> > আমার হিরোরা সাড়া দেয়নি?
> >
> > আমি বাংলায় বরাবরই A+ মিস করি, কিন্তু কি জানি, কি করে এত বড় একটা মেইল লিখে
> > ফেললাম! মনের কথাগুলো অনেকসময় কালো মেঘের মত জমাট বাঁধে, ছেড়ে না দিয়ে উপায়
> > থাকে না। হয়তোবা তাই এতকিছু লিখেছি। কেউ মনে কষ্ট পেয়ে থাকলে দুঃখিত।
> > কমিউনিটির মারামারি দেখে মনটা হাজারীবাগের উন্মুক্ত ড্রেনের মধ্যে দিয়ে বয়ে
> > যাওয়া কালো পানির ঢেউয়ের মত হয়ে গেছে।
> >
> > --
> > Aniruddha Adhikary
> > Administrator
> > Linux Community Forum <http://forum.linuxdesh.org>
> >
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to