Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-29 Thread Tiger Jalil
এই থ্রেড এর উত্তাপ কমেছে। সকলেই শান্ত হয়েছে।
এই ফাঁকে ঈর্ষা করার মতো একটি ছবি দিয়ে যাই:
http://photos1.meetupstatic.com/photos/event/2/6/b/f/highres_20109919.jpeg

(কৃতজ্ঞতা: আশিকুর নুরের মাধ্যমে পাওয়া ছবি)

2011/10/22 Md Ashickur Rahman Noor 

> আমি আছি।
> --
> Dedicated Linux Forum in
> Bangladesh<
> http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> Thank you
> Md Ashickur Rahman
> Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
> 01611151550
>
>
>
>
> 2011/10/22 M. Adnan Quaium 
>
> > ৮টা থেকে সাড়ে ১০ টা হলেও উইকডেগুলোতে আসতে পারব কীনা বলতে পারছিনা, তবে
> > উইকঅ্যান্ডগুলোতে হয়তো আসা যাবে। :)
> >
> > 2011/10/22 Shahriar Tariq 
> >
> > > ২২ অক্টোবর, ২০১১ ১:৩৬ am এ তে, maSnun  লিখেছে:
> > >
> > > > আমরা কি একটা নির্দিষ্ট সময় (যেমন রাত ৮টা থেকে ৯টা) নিয়ম করে সবাই  IRC
> > তে
> > > > আড্ডা মারতে পারি ?
> > > >
> > >
> > > আমিও একমত তবে আমার মতো যারা অফিস থেকে ফিরেন দেরীতে তারা প্রস্তাব দিবে
> ৮টা
> > > থেকে ১০.৩০ :P
> > >
> > > আমি থাকবো কাল থেকে, আসা করি আরও দুই তিনজনকে পাবো
> > > --
> > > Ubuntu Bangladesh
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > >
> >
> >
> >
> > --
> > M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টুতে avertv go 007 fm tv card কিভাবে চালাবো।

2011-06-30 Thread Tiger Jalil
2011/6/26 ZM.Mehdi Hassan 
[...]


> ০৫। স্ক্রিন রিড়ার (অন্ধদের জন্য) ইত্যাদি।
>
[...]

এইটা আছে, দেখুন এখানে: http://live.gnome.org/Orca
অরকা মেইলিং লিস্ট: http://mail.gnome.org/archives/orca-list/ (অন্ধ
ব্যবহারকারী ব্যতীত অন্ধ ডেভেলপারের মেইলও পাবেন)
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] [অফটপিকের] না পাওয়া ইমেইল বিষয়ক আলোচনা

2011-06-25 Thread Tiger Jalil
পিপল লেট ইট গো।

2011/6/25 সাজেদুর রহিম জোয়ারদার 

> প্রিয় মাসনূন
>
> ২৫ জুন, ২০১১ ১২:২২ pm এ তে, maSnun  লিখেছে:
>
> > আচ্ছা এবার আমরা একটু পুরোনো থ্রেডগুলোর দিকে তাকাই । শাবাব ভাই এই থ্রেডে
> তার
> > প্রথম দিককার (সম্ভবত ৩য়) মেইলেই পোস্ট একনলেজমেন্ট চান । সেই সাথে তিনি
> > ডেলিভারি ফেইলিউর নোটিশের কথাও জানতে চান । তিনি লেখেনঃ
> >
> > আর আপনি পোস্ট অ্যাকনলেজমেন্ট মেইল পেয়েছেন কিনা সেটা এখন পর্যন্ত জানান নি।
> > আর
> > > ফুল হেডারও পাঠাননি। স্মল হেডার যেটা আগে দিয়েছেন সেটাতে যে তথ্য আছে সেটা
> > যথেষ্ট নয়। ওই তথ্য দিয়ে খুঁজে আপনার মেইলের দেখা পাওয়া যায় নি সেটা তো আগেই
> > বলেছি। আরো চেক করে দেখুন যে গুগল আপনাকে কোন মেইল ডেলিভারি ফেইলিউর নোটিশ
> > দিয়েছে কিনা।
> >
> > > সূত্রঃ
> https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-June/009257.html
> >
>
> প্রিয় মাসনূন তুমি বোধহয় আমার এই থ্রেডে আমার দেয়া দ্বিতীয় মেইলটা পড়তেই ভুলে
> গিয়েছো। যেখানে শাবাবের প্রশ্নের জবাবে আমি লিখেছিলাম।
>
> ২৪ জুন, ২০১১ ১:২০ pm এ তে, সাজেদুর রহিম জোয়ারদার  >লিখেছে:
>
> > প্রিয় শাবাব
> > ২৪ জুন, ২০১১ ১:১০ am এ তে, Shabab Mustafa  লিখেছে:
> >
> >> @ রিং,
> >> ভাই, বিরাট বড় আবেগপূর্ণ মেইল তো পেলাম, কিন্তু টেকনিক্যালি যে সাহায্যটা
> >> চেয়েছিলাম সেটা কিন্তু পেলাম না। আপনি যদি পোস্ট একনলেজমেন্ট মেইলটা না
> পেয়ে
> >> থাকেন তাহলেই আপনার বুঝে ফেলার কথা যে আপনার মেইলটা লিস্টের কেউ পায় নি,
> তাই
> >> না?
> >
> >
> > আমার কাছে পোষ্ট একনলেজমেন্ট মেইল আসে না আর এই দুটো মেইলের আগে গত দু'মাসে
> > কোন মেসেজই  লিস্টে মিস করে নাই।
> >
>
> এরপরেই আমি "ডেলিভারি ফেইলিউর নোটিশ"র বিষয়ে স্পষ্টতই জানিয়ে দিই যে এটা আমি
> এই
> দুটো মেইলের ব্যাপারে ওরকম কিছুই পাই নি।
>
> রিং ভাইয়া বলতে চাইছেন আমি আপনাকে পেচিয়ে কথা বলেছি । আপনিই মেইল আর্কাইভ দেখে
> > নিন কখন আপনার কাছে একনলেজমেন্ট চাওয়া হয়েছে আর আপনি কি উত্তর দিয়েছেন আর
> আসল
> > উত্তর কখন দিয়েছেন। আপনাকে বোকা বা অসতর্ক আমার প্রমান করার জন্য আমাকে
> দরকার
> > নেই।
>
>
> বুঝে নিন, ভুলটা কার, কখন, কিভাবে কোথায়? আর যদি ভুল না মনে করেন তাহলে তো
> বলতেই হচ্ছে এটা ইচ্ছেকৃত করা এবং দুরভীসন্ধিমূলক।
>
>
> > ব্যাটম্যান মুভির একটা জনপ্রিয় ডায়ালগ আছে - "It's not who I am underneath,
> > what I do that defines me". আপনি চালাক না বোকা, সতর্ক না অসতর্ক তা আপনার
> > কর্মকান্ডই তুলে ধরবে। আমি যে কথাটি বলেছিলাম তা সরল মনেই বলেছিলাম । আপনি
> > সারাদিন ব্যস্ত থাকেন। উবুন্টু বিডি মেইলিং লিস্ট ছাড়াও অনেক মেইলিং লিস্টের
> > সদস্য (উবুন্টুর মূল সাপোর্ট টিম সহ)। এগুলোতে সবসময়ই অজস্র মেইল আসে। তাই
> কিছু
> > জিনিস না খেয়াল করাই স্বাভাবিক। আমরা কেউই দেবতা বা দেবতার কোন রূপ নই যে
> > আমাদের ভুল হবে না। এই চিন্তাধারা থেকেই কথাটি লিখেছিলাম। আপনি যদি কষ্ট
> পেয়ে
> > থাকেন তবে ছোট হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
> >
>
> প্রথমে আপনার মেইলগুলোকে সহজভাবেই নিচ্ছিলাম। কিন্তু যখনই হুটহাট করেই আমার
> কথা
> কোট করা শুরু করলেন এবং সেগুলো সঠিকভাবে না করে শুধুমাত্রই আমার দেয়া জবাব
> গুলো
> কে খুঁটিয়ে খুঁটিয়ে ভুল প্রমানের জন্য তখনই আমি কথাটা উচ্চারনে বাধ্য হয়েছি।
> আমি স্বীকার করি আমি মানুষ এবং আমজনতার চাইতে একটু বেশীই বেখায়ালি, তবে সেগুলো
> তথ্য ও প্রযুক্তি জগতের বাইরে বিষয়গুলোতে। এই জগতটা আমার জীবনের সাথে
> ওতোপ্রতোভাবে জড়ানো জগৎ। আর তাই এখানে ভুল বা সামান্য অসর্তকা মানেই নিজের
> ভালোবাসার অপমৃত্যুকে ডেকে আনা।
>
> আমি সবসময়েই মনে করি এবং নিজেকে নিজে বলতেই থাকি যে,"ভুল গুলো যেনো দ্রুতই
> শুধরে নেয়া যায় সে চেষ্টায় রত হও।" তবে যে ভুল আমি করিনি সেটাকে জোর করে ভুল
> প্রমানের চেষ্টা কিংবা অপপ্রচেষ্টা এর যে কোনটাই আমার কাছে ক্ষমার অযোগ্য এবং
> গর্হিত অপরাধ। আশা করি এরপর নিজের দৃষ্টি / মনের ভুল / বেখেয়াল জনিত
> ত্রুটি/বিচ্যুতি অন্যের উপরে জোর করে চাপাবার চেষ্টা করবেন না।
>
> ধন্যবাদ।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১  >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ  ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ  ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ 
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে কি?

2011-06-20 Thread Tiger Jalil
আপনারা হাতে গোনা কয়েকজন সক্রিয় লোক আছেন যারা লিনাক্সের প্রচার প্রসার করছেন
এবং নতুনদের সাপোর্ট দিচ্ছেন; এই আপনারা নিজেরা বিভক্ত হয়ে কি পাবেন বলে মনে
হয়। একজন আরেকজনে পছন্দ না হলে - ইগনোর করুন। আর লোকজন তো দেখতেই পারছে, কে
সঠিক। গায়ে মানে না আপনি মোড়ল কতদিন টিকবে। কথার ফাঁক ধরে, অপ্রাসঙ্গিক কথা
বাড়ানো বাদ দেন। লিনাক্সের যে বিষয়টি নিয়ে এই থ্রেডে শুরু হয়েছিলো, সেটি কোন
দিকে গেলো?  আমরা কি একটি উপসংহার টানতে পারবো, থ্রেডের জিজ্ঞাসিত বিষয়ের?

2011/6/21 সাজেদুর রহিম জোয়ারদার 

> প্রিয় মাসনূন
>
> ২১ জুন, ২০১১ ৭:২৭ am এ তে, maSnun  লিখেছে:
>
> > রিং ভাইয়া, আপনার কাছে কিছু তথ্যের রেফারেন্স চেয়েছিলাম । অপেক্ষায় আছি ।
> সময়
> > করে একটু কষ্ট করে দিলে বাধিত থাকব ।
> >
>
> আপ্র, প্রফো সহ বিভিন্ন ফোরামে তথ্যগুলোর লিংক পাবে। আরো বিস্তারিত চাইলে একটু
> কষ্ট করে গুগলিং করে নাও। আর শাবাবের অনুবাদ আর সাইটেশনে উইকির এই
> লেখাটা<
> http://bn.wikipedia.org/wiki/%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8_%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%A3
> >দেখতে
> পারো। এখান থেকেও অনেকগুলো লিংক আর রেফারেন্স পাবা।
>
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১  >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ  ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ  ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ 
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে কি?

2011-06-20 Thread Tiger Jalil
মাইক্রোসফট আছে আনন্দে - বাংলাদেশে লিনাক্স এবং ওপেন সোর্স কম্যুনিটি যেভাবে
বিভক্ত হয়েছে, হচ্ছে এবং হবে.. ওদের আর খাটতে হবে না। মাইক্রোসফট ট্রোজান
হর্স সেঁধিয়ে দিয়েছে। এখন শুধু অপেক্ষার পালা।

সাধে কি আর আলেকজান্ডার পালিয়েছিলে। :)


2011/6/21 সাজেদুর রহিম জোয়ারদার 

> প্রিয় শাবাব
>
> ২১ জুন, ২০১১ ১:০৪ am এ তে, Shabab Mustafa  লিখেছে:
>
> > @ রিং
> >
> > 'যাত্রা শুরু হয়েছিলো' শব্দত্রয় দিয়ে আপনি জনপ্রিয়তা বুঝিয়েছেন এই ব্যাখ্যা
> "
> > 'নয়' বলে 'ছয়' বোঝাতে চেয়েছি"-র মতই পলকা।
> >
>
> 'যাত্রা শুরু হয়েছিলো' শব্দত্রয়ের আগে আমি "জনপ্রিয়তার" শব্দটা ভুলবশত বা
> বেখেয়ালে বসাইনি এটাই উল্লেখ করেছিলাম।
>
> আপনি, আমি কেউই স্বর্গদূত নই। ভুল হতেই পারে। আমার মনেহয় ভুল হয়ে গেলে সেটাকে
> > ঘষে ঘষে আরো বেশি প্রতিষ্ঠিত করার চেষ্টা করার চাইতে স্বীকার করে শুধরে
> নেয়াটাই
> > বেশি বুদ্ধিমানের কাজ।
> >
>
> আপনি যে বিষয়টা নিয়ে বারংবার উল্লেখ করতে চাচ্ছেন সেটা উইকিপিডিয়া আর
> মাইক্রোসফটের সাইটে অতি সহজ লভ্য তথ্য। সেটা নজরে পড়ে নাই এতদিনে কিংবা আমি
> জানি না এমন নয়। আর আমি যে কথাটা বলেছি সেটাকে প্রতিষ্ঠিত করার কিছুই নেই। আজো
> বিশ্বে উইন্ডোজ৯৮ চালিত কিছু পিসি পাওয়া যাবে কিন্তু ৯৫ চালিত নয়।
>
>  খুব ইতিবাচক ভাবেই বলছি, আপনার একটা অভ্যাস এর আগেও খেয়াল করেছি। আপনি ডান
> বাম
> > না ভেবেই পট করে বেকায়দা একটা কিছু বলে ফেলেন আর তারপর ইনিয়ে বিনিয়ে না না
> > কায়দায় সেটার ব্যাখ্যা এদিক সেদিক ঘোরাতে থাকেন। এতে আসলে আপনার মুখ রক্ষার
> > চাইতে কালি-ই পড়ে বেশি।
>
>
> আমার কথাটার আবারো ভুল ব্যাখ্যা দাঁড় করানোর জন্য আপনাকে দোষ দিয়ে লাভ নেই।
> আমার জানামতে আমাদের কমিউনিটিতে কিছু মানুষ লেবু কচলাতে খুবই ভালোবাসেন। আর
> সেটা যদি হয় কোনমতে একটু রসালো হয় তো কথাই নেই। কচলানোর সাথে সাথে পারলে একটু
> কাঁটাচামচের খোঁচা যদি দেয়া যায় তো মন্দ না।
>
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১  >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ  ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ  ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ 
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd