[Ubuntu-BD] কিভাবে ওয়াইফাই রাউটার দিয়ে হোম নেটওয়ার্ক তৈরী করবো।

2013-07-19 Thread sagir khan
আসসালামু আলাইকুম।
আমি ডিএসএল ওয়াইফাই রাউটার দিয়ে নেট চালাই। এই রাউটার দিয়ে উইন্ডোজে আমার
ডেস্কটপ এবং ল্যাপটপ দিয়ে হোম নেটওয়ার্ক তৈরী করে ফাইল শেয়ার করতে পেরেছি।
কিন্তু লিনাক্সে পারছি না।

আমার ল্যাপটপে উবুন্টু ১৩.০৪। এখানে নেটওয়ার্ক এবং শেয়ার ফাইলে ক্লিক করলে
বলছে This feature cannot be enabled because the required packages are not
installed on your system.
এর মানে বুঝতে পারছি না।

আর ডেস্কটপে লিনাক্স মিন্ট ১৪। সেখানে পাবলিক ফা্ইল শেয়ার দেওয়া যাচ্ছে।

-- 

Thanks


Sagir Hussain Khan
Assistant Coordinator (Program)
National Forum of Organizations Working with the Disabled.
Volunteer in FOSS Bangladesh http://www.fossbd.org/.

*If you want to** change the country, you have to change yourself first*
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] কিভাবে ওয়াইফাই রাউটার দিয়ে হোম নেটওয়ার্ক তৈরী করবো।

2013-07-19 Thread Arafat Rahman
ওয়ালাইকুম আসসালাম।
রমাদান মুবারাক।

আমার মনে হয় samba ও smbfs এই দুটো প্যকেজ ইনসটল করলেই হবে। টারমিনালে নিচের
কমান্ড দিয়ে ইনসটল করে নিতে পারেন সহজেই।
*sudo apt-get install samba smbfs*


Best regards,
*
Arafat Rahman*
Web Application Developer
http://arafatbd.net
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd