সাজেদ ভাই, অশেষ ধন্যবাদ।

সকল কে ঈদের শুভেচ্ছা...  :-)

`জামিল


Sajed Chowdhury wrote:

ওপেনসোর্স সংগ্রামে অঙ্কুর

​মো: গোলাম মোস্তফা জামান ভূইঁয়া

​বাংলাদেশে যে কয়টি ওপেনসোর্স ডেভেলপমেন্ট স্বেচ্ছাসেবী সংস্থা আছে, এর
মধ্যে অঙ্কুর একটি উল্লেখযোগ্য সংস্থা। মজার ব্যপার হচ্ছে, এটি'র
বেশিরভাগ কার্যক্রমই ঘটে ইন্টারনেটের মাধ্যমে। অঙ্কুরের সদস্যগণ ছড়িয়ে
আছে উত্তর আমেরিকা, বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন স্থানে। সবাই নিজ নিজ
অবস্থান থেকে পরিশ্রম করে যাচ্ছেন, ওপেন সোর্সের বিভিন্ন সফটওয়্যার,
স্ক্রিপ্ট ডেভেলপের জন্য। কাজ করতে করতেই সবার যোগাযোগ ঘটে ইন্টারনেটের
মাধ্যমে; ওখানেই আলোচনা হয় এবং ওখানেই বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। তাই
অঙ্কুরের বাস্তব কোন অফিস নেই, নেই কোন অনর্থক আর্থিক ও প্রশাসনিক
জটিলতা।

​অঙ্কুর লিন্যাক্স অপারেটিং সিস্টেমের জন্য এর বিভিন্ন স্তরে বাংলা ভাষা
ব্যবহারের পথ প্রশ্বস্ত করেছে। বর্তমানে এটি লিন্যাক্সের বিভিন্ন জনপ্রিয়
এ্যাপ্লিকেশন যেমন: জিনোম, কেডিই, ওপেনওফিস ইত্যাদির ইন্টারফেস অনুবাদের
কাজ করে চলেছে। এছাড়াও ইউনিকোডভিত্তিক ওপেনটাইপ ফন্ট এবং বাংলাভাষা
কেন্দ্রিক বিভিন্ন সফটওয়্যার তৈরির সাথেও এর সদস্যগণ জড়িত।

অঙ্কুরের বিভিন্ন প্রজেক্ট:

ডেবিয়ার-ফিডোরা-ম্যানড্রিভা-সুসি অনুবাদকরণ:

লিন্যাক্স ডেভেলপের জন্য বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান লিন্যাক্সের বিভিন্ন
সংস্করণ প্রকাশ করেছে। প্রয়োজন অনুযায়ী সফটওয়্যারের বিভিন্ন অংশ
পরিমার্জিত বা পরিবর্তিত করা হয়েছে। দেখা গেছে, উক্ত সংস্করণগুলো
অঞ্চলভিত্তিক তাদের প্রয়োজন অনুযায়ী জনপ্রিয় হয়েছে। এর মধ্যে অন্যতম
প্রধান একটি কারণ হচ্ছে অঞ্চলভিত্তিক ভাষা ব্যবহারকরণ। আর তাই বাঙালীদের
কাছে ওপেনসোর্সভিত্তিক লিন্যাক্স অপারেটিং সিস্টেম জনপ্রিয় করার জন্য
অঙ্কুরও এগিয়ে এসেছে।

​ডেবিয়ান, ফিডোরা, ম্যানড্রিভা ও সুসি হলো চারটি প্রতিষ্ঠান যারা
সিডি/ডিভিডি আকারে লিন্যাক্স অপারেটিং সিস্টেম প্রকাশ করে। এই
প্রকাশনাগুলো "লিন্যাক্স ডিস্টিবিউশন" নামেও পরিচিত। চার প্রতিষ্ঠানের
প্রকাশিত লিন্যাক্স ডিস্ট্রিবিউশনগুলোর রয়েছে চার রকম স্বাদ। প্রত্যেক
প্রতিষ্ঠান তাদের লিন্যাক্স ডিস্ট্রিবিউশনের সাথে দিয়ে থাকে নিজস্ব কিছু
সফটওয়্যার; যার মধ্যে থাকে ইন্সটলার, সিস্টেম ব্যবস্থাপনা ইত্যাদি ধরনের।
এরকম সফটওয়্যারগুলো অনুবাদের ক্ষেত্রে অনুবাদের কাজ দ্রুত এগিয়ে চলেছে।
সুতরাং লিন্যাক্স ব্যবহারের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন যেটাই হোক না কেন,
বাংলা ভাষার সঙ্গ ছাড়া হওয়ার ভয় নেই আর।

​গনোম ও কেডিই বাংলা অনুবাদ:

গনোম ও কেডিই হচ্ছে লিন্যাক্সে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় ডেস্কটপসমূহ।
বলাবাহূল্য, লিন্যাক্স অপারেটিং সিস্টেমে ডেস্কটপ পরিবর্তন করার সাথে
সাথে এর আচার-আচরনও পরিবর্তিত হয়ে যায়। উক্ত ডেস্কটপ ব্যবস্থাপনার সাথে
যুক্ত থাকে আরও অনেকগুলো সফটওয়্যারের সমষ্টি। এগুলোর মধ্যে রয়েছে ফাইল
ব্যবস্থাপক, ওয়েব ব্রাউজার, অডিও-ভিডিও প্লেয়ার ইত্যাদিসহ একজন কম্পিউটার
ব্যবহারকারীর নিত্যদিনের প্রয়োজনীয় প্রায় সকল সফটওয়্যার। যেগুলোকে হ্যাক
করে বঙ্গানুবাদের কাজ করে চলেছে অঙ্কুর। এখানে একটি কথা বলে নেয়া ভালো;
হ্যাক এবং ক্র্যাক এই দুটি শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। ক্র্যাক হচ্ছে
কোন সফটওয়্যারের সিকিউরিটি ভেদ করে তার গোপন তথ্য জেনে নিয়ে ক্ষতি করা
এবং হ্যাক হচ্ছে কোন সফওটয়্যারের সোর্স কোডকে পরিবর্তিত বা পরিমার্জিত
করা। আর তাই হ্যাক ভালো অর্থে যেমন ব্যবহৃত হতে পারে, আবার খারাপ অর্থেও।

গনোম বাংলা অনুবাদের প্রকল্পের সূচনা ২০০৩ সালের জানুয়ারি মাসের শেষ
সপ্তাহে। প্রকল্পের তানিম আহমেদ [EMAIL PROTECTED] মেইলিং লিস্টে
জানুয়ারি মাসের ২৪ তারিখে এক ঘোষণার মাধ্যমে কেন্দ্রীয় গনোম প্রকল্পের
নিকট গনোম বাংলা অনুবাদ প্রকল্প নিবন্ধিকরণের কথা জানান ও দলে দলে সকলকে
এই প্রকল্পে যোগদানের অনুরোধ জানান। উক্ত প্রকল্পের মূল লক্ষ্য ছিলো
গনোম-কোর অর্থাৎ গনোমের মূল অংশ অনুবাদ করা। সর্বপ্রথম যে ফাইলটি
অনুবাদের মাধ্যমে প্রকল্প নিবন্ধন করা হয়, তা ছিলো GLib​। ঐ সময় গনোম
2.1.x​ সংস্করণের কাজ চলছিল। অন্যদিকে, কেডিই বাংলা অনুবাদ প্রকল্পের
সূচনা হয় ২০০৩ সালের শেষ সময়ে। এই ক্ষেত্রেও আগের মেইলিং লিষ্টে সবাইকে
একইভাবে অনুরোধ করা হয়।

ওপেন অফিস বাংলা অনুবাদ:

ওপেন অফিস হচ্ছে একটি অফিস স্যুট; যেমনটা মাইক্রোসফটের এমএস অফিস। এর
মধ্যে ওয়ার্ড প্রসেসর, প্রেডশিট, প্রেজেন্টেশন সফটওয়্যার ইত্যাদি রয়েছে।
অন্যভাবে বলা যায়, মাইক্রোসফট অফিসের বিকল্প একটি সফটওয়্যার হচ্ছে ওপেন
অফিস; যা বিনা পয়সায় পাওয়া যায়। এখন পর্যন্ত এর মেনুগুলো শুধু অনুবাদ
চলছে; ভবিষ্যতে এর সাথে বাংলা স্পেল চেকার যোগ করার ইচ্ছে আছে বলে
জানিয়েছেন অঙ্কুরের সদস্যরা। বর্তমানে এর ২.০ ভার্সনটি পাওয়া যাচ্ছে। যে
কেউ htp://ankurbangla.org/projects/ooo/​ থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

একই সাথে এগিয়ে চলেছে তাদের মুক্ত বাংলা প্রজেক্ট। বাংলা লেখার জন্য
দরকার আদর্শ ফন্ট। ইউনিকোড ভিত্তিক খুব কম বাংলা ফন্টই আছে যা দ্বারা
প্রফেশনাল কাজ করা যায়। এর মাঝে অনেকগুলো চড়া দামে কিনে নিতে হয়। আর তাই
এখানেও অঙ্কুর এগিয়ে এসেছে। মুক্তি, আকাশসহ অনেক বাংলা ফন্ট তারা তৈরি
করেছে, যা অনেক বাংলা ওয়েবপেজ তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।

অনুবাদক:

ভালো একটি অনুবাদক সফটওয়্যারের প্রয়োজন ছিলো একেবারে বাংলা কম্পিউটিংয়ের
গোড়া থেকে। আর তাই অঙ্কুরের গোলাম মোর্তাজা হোসেন তৈরি করছেন "অনুবাদক"
নামক একটি সফটওয়্যার যা দ্বারা ইংরেজি লেখাকে বাংলায় অনুবাদ করা যায়।
অদূর ভবিষ্যতে এই সফটওয়্যারের কাজ সম্পন্ন হলে বঙ্গানুবাদের কাজ অনেক সহজ
হবে বলে আশা করা যায়।

লাইভ সিডি:

অঙ্কুর তাদের পথ চলায় তৈরি করেছে অঙ্কুর লাইভসিডি ২.১০ (কুয়াশা)। মূলতঃ
তাদের অনুবাদিত সফটওয়্যারগুলো প্রদর্শনের জন্যই তারা এটি ছেড়েছে। এটি
আসলে একটি লিন্যাক্স অপারেটিং সিস্টেম, যা সরাসরি সিডি থেকে চলে। সবচেয়ে
মজার বিষয় হচ্ছে, এটি চালানোর জন্য হার্ডডিস্কে কোন কিছু ইন্সটল করতে হবে
না। শুধু মাদারবোর্ডের বায়াস থেকে প্রথম বুট সিরিয়ালে সিডি/ডিভিডি রমকে
দেখিয়ে দিলেই হয়। কম্পিউটার চালু হবার সময় সরাসরি লিন্যাক্স মুডে চলে
যায়। ঠিক একইভাবে অঙ্কুরের সিডিটি চালু হয় বাংলা ইন্টারফেসসহ।

লাইভ সিডি'র সমস্যাও রয়েছে। একটি হার্ডডিস্কে যে পরিমান সফটওয়্যার রাখা
যায়, একটি লাইভ সিডিতে সেই পরিমমান সফটওয়্যার রাখা সম্ভব হয় না।
স্থানাকূল্যের বিশাল একটা পার্থক্য থাকে। আবার একমাত্র সিডি/ডিভিডি রম
থেকে চলে বলে এটি অনেক ধীর গতির হয়। দ্রুত করা করা সম্ভব হয় না। সবচেয়ে
বিব্রতকর ব্যপারটি হচ্ছে, ডেটা সিডিতে প্রচুর পরিমানে কমান্ড দেয়ার কারনে
সিডি-রম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

সেচ্ছাসেবী:

অঙ্কুর একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এর চালকা শক্তিই হচ্ছে
স্বেচ্ছাসেবীবৃন্দ। নতুন স্বেচ্ছাসেবীদেরকে সবসময়ই স্বাগত জানায় অঙ্কুর।
এখানে যোগ দিতে হলে যে, প্রোগ্রামার হতে হবে এমন কোন কথাই নেই। বাংলা
ভাষায় মোটামুটি ভালো জ্ঞান এবং যথেষ্ঠ সময় থাকলে অংশগ্রহণ করা যায় এর
অনুবাদ প্রকল্পে। আঁকাআঁকিতে সুন্দর হাত থাকলে যোগ দেয়া যায়, 'মুক্ত
বাংলা ফন্ট' প্রকল্পে। আর যদি সাহিত্যে উত্সাহ না থাকে, তবে যোগ দেয়া যায়
'বাংলা আর্কাইভ' প্রকল্পে।

বর্তমানে অঙ্কুরে জামিল আহমেদ (লাইভ-সিডি, অনুবাদ, ওয়েবসাইট
ব্যবস্থাপনা), তানিম আহমেদ (প্রকল্প প্রতিষ্ঠাতা, মূখ্য সমন্বয়কারী),
দীপায়ন সরকার (আর্কাইভ, অনুবাদ, CVS​ ব্যবস্থাপনা) ছাড়াও আছেন আরও অনেকে।

​শেষ

অঙ্কুর একটি ইন্টারনেট ভিত্তিক সংগঠন বিধায় এর মূল ঘাটি হচ্ছে
htp://www.ankurbangla.org​ এবং htp://www.benglalinux.org​। সকলপ্রকার
প্রকল্পের সমন্বয় সাধন এবং কম্পিউটারে বাংলা ভাষার প্রয়োগ সংক্রান্ত যে
কোন বিষয়ে আলোচনার জন্য রয়েছে [EMAIL PROTECTED] মেইলিং লিস্ট। এসব
মেইলিং লিস্টে যোগদানের জন্য রয়েছে



-------------------------------------------------------
This SF.net email is sponsored by: Splunk Inc. Do you grep through log files
for problems?  Stop!  Download the new AJAX search engine that makes
searching your log files as easy as surfing the  web.  DOWNLOAD SPLUNK!
http://ads.osdn.com/?ad_idv37&alloc_id865&op=click
_______________________________________________
Bengalinux-core mailing list
Bengalinux-core@lists.sourceforge.net
https://lists.sourceforge.net/lists/listinfo/bengalinux-core

Reply via email to