وَذَكِّرْهُمْ بِأَيَّامِ اللّهِ إِنَّ فِي ذَلِكَ لآيَاتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ “এবং তাদেরকে আল্লাহ্ পাক উনার দিবসসমূহকে স্মরণ করিয়ে দিন, নিশ্চয়ই উক্ত দিবসসমূহের মধ্যে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞদের জন্যে নিদর্শনাবলী (তথা নিয়ামত) রয়েছে।” [সূরা ইবরাহীম: ৫] বিশেষ দিবসের নাম: ‘পবিত্র লাইলাতুল মিরাজ’ হচ্ছে রজব মাসের ২৭ তারিখ রাত্রি। উপলক্ষ্য: মুবারক রাতটিতে আল্লাহ পাক তাঁর প্রিয়তম হাবীব, নবীদের নবী, রসূলদের রসূল, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মি’রাজ শরীফ করান। (সুবহানাল্লাহ) ফযীলত: ‘মি’রাজ’ শব্দের আভিধানিক বা শাব্দিক অর্থ হলো ঊর্ধ্বারোহণ। অর্থাৎ এ মুবারক রাতে আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কা’বা শরীফ থেকে বাইতুল মুক্বাদ্দাস শরীফ এবং সেখান থেকে স্ব- শরীরে এবং জাগ্রত অবস্থায় আল্লাহ পাক-এর সাক্ষাত করে ফিরে আসেন এবং সাক্ষাতকালে আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উম্মতদের জন্য অর্থাৎ আমাদের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামায ফরয করে দেন। মি’রাজ শরীফ-এর রাতে আল্লাহ পাক-এর সাথে তাঁর হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাক্ষাতের বিষয়টিকে যারা বিনা চু-চেরা, কিল-কাল, বিনা প্রশ্নে বিশ্বাস করবে; তারা ঈমানদার হিসেবে গণ্য হবে এবং তারা মর্যাদার অধিকারী হবে। আর যারা বিশ্বাস করবে না তারা ঈমানদার হিসেবে সাব্যস্ত হবে না। এজন্য আক্বাঈদের কিতাবে উল্লেখ করা হয়েছে, “মি’রাজ শরীফ সত্য।” তারিখ: মহিমাণ্বিত রজব মাসের ২৬ তারিখ দিবাগত ২৭শে রাত্রি অর্থাৎ আগামী ২৬শে রজব, ১৪৩২ হিজরী ইয়াওমুল আরবিয়ায়ী (২৯শে জুন, ২০১১, বুধবার) দিবাগত রাতটিই ‘পবিত্র লাইলাতুল মিরাজ’- এর রাত। কুরআন শরীফ: আল্লাহ পাক উনার কালাম পাক-এর ‘সূরা বণী ঈসরাইল’-এর ১ নম্বর আয়াত শরীফ-এ ইরশাদ করেছেন, سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ البَصِيرُ পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যান্ত-যার চার দিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাঁকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই| নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল| মি’রাজ শরীফ সম্পর্কে অনেকে অনেক ধরনের ব্যাখ্যা ও বক্তব্য পেশ করে থাকে। কিন্তু সকলের সকল ব্যাখ্যা, বক্তব্য শ্রবণ করা এবং তা বিশ্বাস করা যাবে না। কালামুল্লাহ শরীফ-এ আল্লাহ পাক বলেন, “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মি’রাজ শরীফ-এর রাতে আপনি যে আমার সাক্ষাত লাভ করেছেন তা কেবল মানুষের পরীক্ষার জন্য।” (সূরা বণী ইসরাঈল-৬০) হাদীছ মূলতঃ মি’রাজ শরীফ হচ্ছে আল্লাহ পাক-এর হাবীব, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সীমাহীন ফযীলতসমূহের মধ্য হতে একটি ফযীলতের বহিঃপ্রকাশ মাত্র। আসলে আল্লাহ পাক-এর হাবীব সৃষ্টিকাল হতে সবসময় আল্লাহ পাক-এর সাক্ষাতে বা দীদারে ছিলেন এখনও আছেন এবং অনন্তকাল ধরে থাকবেন। আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এই যে দায়িমী দীদার, তায়াল্লুক নিছবত তা কুল-কায়িনাতকে জানানোর জন্য আল্লাহ পাক ২৭শে রজব-এর রাতে মি’রাজ শরীফ-এর আনুষ্ঠানিকতার ব্যবস্থা করেন। আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সৃষ্টিকাল থেকেই নবী, রসূল এবং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ। যেমন- হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে, আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই বলেন, “আমি তখন থেকে নবী যখন হযরত আদম আলাইহিস্ সালাম পানি ও মাটির মধ্যে অবস্থান করছিলেন।” (মিশকাত শরীফ) অপর বর্ণনায় এসেছে, “আমি তখনও নবী যখন হযরত আদম আলাইহিস্ সালাম রূহ এবং শরীরের মধ্যে ছিলেন।” (আহমদ, দায়লামী, মিশকাত) কিন্তু যমীনে আগমনের পর চল্লিশ বৎসর বয়স মুবারকে নুবুওওয়াত-রিসালতের আনুষ্ঠানিকতা ঘোষণা করা হয়। অর্থাৎ তিনি যে নবী, রসূল, নবীদের নবী, রসূলদের রসূল, হাবীবুল্লাহ আল্লাহ পাক সেটা কুল-কায়িনাতকে জানিয়ে দেন। তদ্রুপ- মি’রাজ শরীফ-এ আল্লাহ পাক-এর সাক্ষাতের বিষয়টির ক্ষেত্রেও তাই। মি’রাজ শরীফ-এর পূর্বে আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সিনা মুবারক চাক করা হয়েছিল। (সুবহানাল্লাহ) তা আল্লাহ পাক-এর তরফ থেকে আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর একটি খুছূছিয়াত ও মর্যাদার বহিঃপ্রকাশ। কারণ অন্য কোন নবী- রসূল আলাইহিমুস্ সালামগণের কারো এভাবে আনুষ্ঠানিকভাবে সিনা মুবারক চাক করা হয়নি। কেউ কেউ বলে থাকে, এই সিনা মুবারক চাক করে হিকমত ও ঈমান দান করা হয়েছিল। (নাঊযুবিল্লাহ) এমন বক্তব্য কোন মুসলমানের হতে পারে না। কারণ যিনি সৃষ্টিকাল থেকে যেমন নবীদের নবী, রসূলদের রসূল, হাবীবুল্লাহ, তেমনি তখন থেকেই ঈমান ও হিকমতে পরিপূর্ণ। কুরআন শরীফ ও হাদীছ শরীফ-এ আল্লাহ পাক-এর হাবীব নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যেসব শান ও মর্যাদার বিষয় ঘোষণা করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটিই আনুষ্ঠানিকতা মাত্র। মূলতঃ আল্লাহ পাক-এর হাবীব তিনি হাবীবুল্লাহ। তিনি শুধু আল্লাহ পাক নন। এছাড়া সমস্ত বৈশিষ্ট্য ও মর্যাদার অধিকারী তিনি। সুতরাং তাঁর বিষয়ে উম্মতের খুব সাবধানে কথা বলতে হবে। তাঁকে নিজেদের মত জ্ঞান করা যাবে না। অন্যথায় জাহান্নামের ইন্ধন ছাড়া কোন উপায় থাকবে না। সুবহানাল্লাহ! আমল এ রাত্রিতে তাসবীহ-তাহলীল, দোয়া-দুরূদ, ছলাত-সালাম, যিকির-আযকার, তওবা-ইস্তিগফার, কুরআন শরীফ তিলাওয়াত, মীলাদ শরীফ ও ক্বিয়াম, ছদকা- খইরাত, নামায-কালাম পাঠ করা উচিত । মুসলমান হিসেবে প্রত্যেক মুসলমান সরকারের তো অবশ্যই এমনকি গায়ের মুসলমান (অমুসলিম) সরকারেরও উচিত ইসলামী ঐতিহ্য ও ফযীলতযুক্ত দিবসগুলোর মর্যাদা অনুধাবনে ও ফযীলত আহরণের সুবিধার্থে সেদিনগুলোতে সরকারিভাবে ছুটির দিন ঘোষণা ।
মুবারক সুসংবাদ!!! মুবারক সুসংবাদ!!! মুবারক সুসংবাদ!!! যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আ’ইম্মাহ, মুহ্ইস সুন্নাহ্, ক্বাইয়্যুমুয্ যামান, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, সুলতানুল ওয়ায়েজীন, গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, হাবীবুল্লাহ্, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফের মামদুহ্ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী এই ফযীলতপূর্ণ রাতে মকবুল দোয়া মুনাজাত পরিচালনা করবেন। এই মকবুল দোয়া মুনাজাত মাহফিলে অংশ নিতে আপনারা সবাই আমণ্ত্রিত অথবা সরাসরি বা ইন্টারনেটের মাধ্যমে অংশ নিতে ভিজিট করুন: http://www.noorunalaanoor.blogspot.com/, http://www.al-ihsan.net/al-hikmah/ Mubarak News!!! Mubarak News!!! Mubarak News!!! Prime Point of the attention of Allah Pak, Imaam and Mujtahid of the age, Imaamul Aimmah, Muh’is Sunnah, Quaiumuzzaman, Qutwubul A’alam, Mujjaddidde A’azam, Sultanul Waiyejeen, Gausul A’azam, Saiyidul Awlia, Habeebullah, Awladur Rwasool, Sayeeduna Imam Mamduh Hajrat Murshid Qibla Mudda Zilluhul A’alee of Rajarbagh Dorbar Shareef- will conduct MOKBUL MUNAJAT SHAREEF ON THIS NIGHT. You are cordially invited to take part or visit the following links to participate online: http://www.noorunalaanoor.blogspot.com/, http://www.al-ihsan.net/al-hikmah/। -- You received this message because you are subscribed to the Google Groups "Gugukluhayat" group. To post to this group, send email to gugukluhayat@googlegroups.com. To unsubscribe from this group, send email to gugukluhayat+unsubscr...@googlegroups.com. For more options, visit this group at http://groups.google.com/group/gugukluhayat?hl=en.