Re: [Ubuntu-BD] মনিটর সংক্ রান্ত সমস্যা।

2010-08-27 Thread সাজেদুর রহিম জোয়ারদ ার
রাব্বি তোমার মনিটর সমস্যা মিটেছে জেনে আনন্দ পেলাম। তবে ভাই Ylmf টা কিন্তু তুমি আমার কাছ থেকে নিজে পরীক্ষামূলক ব্যবহার করবে বলে নিয়েছো। এটা সবার মাঝে ছড়াতে চাইলে আমার মতামত আগের মতোই। এটা জানালার বিকল্প হতে পারে না। -- রিং মুঠোফোনঃ+8801671411437 বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা

Re: [Ubuntu-BD] মনিটর সংক্ রান্ত সমস্যা।

2010-08-26 Thread সাজেদুর রহিম জোয়ারদ ার
রাব্বি তোমার পিসিকে বুট করার সময়ে রিকভারি মুডে বুট করতে দাও। বুট করার পর একটা মেন্যু দেবে ওখানে গ্রাফিক্স কনফিগারেটরকে পাবে। গ্রাফিক্স কনফিগারেটর দিয়ে তোমার সিস্টেমের মনিটর কে পুনরায় কনফিগার করো। এরপর সিস্টেম কে রিবুট করে আসো। আশা করি সমস্যার সমাধান হয়ে গেছে। -- রিং মুঠোফোনঃ+8801671411437

Re: [Ubuntu-BD] মনিটর সংক্ রান্ত সমস্যা।

2010-08-26 Thread Rabbi Hossain
@রিং ভাই, আমি আগেই আমার মনিটর সমস্যা সমাধান করতে পেরেছি।তবুও আপনার সমাধানের জন্য এবং আপনার দেয়া Ylmf.OS এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আমার বন্ধুর পিসিতে সেটা আজ ইন্সটল করব ভাবছি।ইন্সটল করে আপনাকে জানাব। 2010/8/26 সাজেদুর রহিম জোয়ারদার tosha...@gmail.com রাব্বি তোমার পিসিকে বুট করার সময়ে রিকভারি

[Ubuntu-BD] মনিটর সংক্ রান্ত সমস্যা।

2010-08-25 Thread Rabbi Hossain
আমি আমার পিসিতে লিনাক্স মিন্ট ৯ ইসাডোরা ব্যাবহার করছি। আমার পিসিতে এতদিন সেটি ভালই চলছিল। আমার পিসির মনিটরের ডিস্পলে সেটিংস এতদিন ১০২৪ X ৭৬৮ দেয়া ছিল। কিন্তু আজকে হঠাত তা ৮০০ X ৬০০ হয়ে গেছে। মনিটর সেটিংসে গিয়ে দেখি ১০২৪ X ৭৬৮ এর কোন অপশন নেই। এখন আমি কোনভাবেই আমার পিসিতে ১০২৪ X ৭৬৮ সেটিংসটা কোন