Hello Shahriar Bhai,

Being at the party was all my pleasure. And I owe it to Ehab for inviting
me.

I am studying Computer Engineering at AIUB and I would gladly help in any
program you wish to organize. Are the programs that you speak of going to be
held there? If so please let me know. I'd love to join in.

2008/5/17 Shahriar Tariq <[EMAIL PROTECTED]>:

>
>
> 2008/5/17 Kowsheek Mahmood <[EMAIL PROTECTED]>:
>
>> The party was great, I saw no hitch in the organization. I thoroughly
>> enjoyed the tech-chats and jokes.
>> It was my first time to a Ubuntu BD program and I sure hope it's not the
>> last.
>>
>> I loved what Hasin Bhai said about having a representative in each
>> university. Because that gives me a scope to help in distributing and
>> furthering Ubuntu. Hope I'll be allowed to help in this way.
>>
>> Another idea I liked was that during these programs, us new users could be
>> shown around Ubuntu for a while. We could be taught a trick or two, that way
>> we can get a more hands on approach and some advice from the pros.
>>
>> I am really looking forward to the next program. I just pray it's soon.
>>
>> Kowsheek Mahmood
>>
> ধন্যবাদ কৌশিক ভাই (আশা করি বানান ঠিক আছে) আপনি অনুষ্ঠানে এসেছেন সে জন্য
> এবং সেই সাথে আপনার ভালো লাগা জানিয়েছেন তাই।
> উবুন্টু বা লিনাক্স কেবল মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তির কাজ নয়, সকলেই স্বতস্ফূর্ত
> অংশগ্রহনের মধ্য দিয়ে কাজ হয়ে থাকে। তাই আপনার আগ্রহ আমাদের উৎসাহ যোগায়।
>
> আমরা কিছুদিনের মধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যাচ্ছি বিনামূল্যে
> ওয়ার্কশপ ও ট্রেইনিং দেবার জন্য। তবে কিছু বিশ্ববিদ্যালয়ে ক্লাশ বন্ধ তো আবার
> কোথাও পরীক্ষা চলছে তাই সময় নির্ধারন ও যোগাযোগ একটি সমস্যা। একটি জিনিস করলে
> ভালো হয় যদি যে যে নিজ নিজ বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজগুলোতে যোগাযোগ করলে এমন
> অনুষ্ঠান সম্ভব কিনা। তাহলে আমাদের কাজে সুবিধা হবে।
>
> ইতিমধ্যে আমরা তিনটি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেছি ওয়ার্কশপ করার বিষয়ে, আমরা
> আশা করছি কিছুদিনের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয়গুলো
> এবং আমরা অচিরেই অনুষ্ঠানগুলো করতে পারবো।
>
> সেই অনুষ্ঠানগুলো আরও ভালো ভাবে করা সম্ভব হবে বলেই আমার বিশ্বাস।
>
> কৌশিক ভাই আপনি কোন  বিশ্ববিদ্যালয়ে আছেন তা জানালে সুবিধা হতো যোগাযোগের
> ক্ষেত্রে
> আর আগ্রহী অন্যান্যদেরও বলছি তারা নিজ নিজ ক্ষেত্রে কিছু কাজ করুন। আমাদের
> সকলের জন্য প্রযুক্তি ও কম্পিউটার এই লক্ষ্য অর্জনে সহায়তা করুন।
>
> ধন্যবাদান্তে
> শাহরিয়ার
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>


-- 
Kowsheek Mahmood
http://profile.to/redkid
http://aredkid.wordpress.com/
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to