আবার উইন্ডোজে ফিরে আসলাম। সত্যি বলতে কি ফিরে আসতে বাধ্য হলাম। ড্রীমওয়েভার,
এসভিএন সাপোর্টসহ বেশকিছু সমস্যায় পড়ে ফিরে যেতে হচ্ছে। এখন খুবই কাজের চাপ।
লিনাক্স হার্ডডিস্কটি অবিকল রেখে দিচ্ছি। যে কোন সময় আবার লিনাক্সে ঢুকে পড়বো।
তখন নিশ্চয়ই আপনারা আবার সহায়তা করবেন।

এবার যে সমস্যাগুলো সমাধান করতে পেরেছিলাম:

   1. এপাচি সার্ভার ইন্সট্ল করা, পিএইচপিমাইএডমিন ইন্সটল করা
   2. ইউনিজয় স্ক্রীস্ট চালু করা
   3. সামবা কনফিগারেশন (লোকাল নেটওয়ার্ক রিসোর্স ব্যবহার)
   4. Wine ইন্সটল করা
   5. NTFS ইন্সটল করার মাধ্যমে NTFS ড্রাইভ দেখতে পাওয়া
   6. ফন্ট ইন্সটল করা (বিজয়, সোলায়মানলিপি)
   7. gFTP ইন্সটল করেছিলাম


যেগুলো সমস্যা বড় হয়ে দেখা দিয়েছিলো:

   1. ড্রীমওয়েভার না থাকা। পরিবর্তে হাসিন ভাইয়ের পরামর্শে যেগুলো ইন্সটল
   করেছিলাম সেগুলো শিখে উঠতে পারিনি
   2. এসভিএন ক্লায়েন্ট ইন্সটল করতে না পারা
   3. ফাইলিং সিস্টেমগুলো অপরিচিত ঠেকা এবং সহজে কিছু করতে না পারা

সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ বিশেষ করে হাসিন ভাই, লেনিন ভাই, নাসিম ভাই, তারিন
ভাই, শাহরিয়ার ভাই, শিপলু ভাইসহ অন্যান্য সবাইকে যারা আমার অত্যাচার সহ্য
করেছেন।

- রুবন



-----------------------------------------------------------------------------------------------------------------
Syed Ziaul Habib (Roobon), Program Officer
The Hunger Project-Bangladesh,
Volunteer Web Programmer of shujan.org
Team member and contributor of biggani.org,
Contributor photographer of photoshare.org
Technology writer of jaijaidin.com
Blog: roobon.wordpress.com
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to