সবাইকে ধন্যবাদ আগ্রহ দেখাবার জন্য।
যেমন আমি প্রথম দুইটি মেইলে বলেছিলাম কি কি বিষয়ে সাহায্য প্রয়োজন। যেহেতু আমরা বাস্তবে একে অপরকে এখনও ভালোভাবে চিনি না তার জন্য একটি বাধা হচ্ছে দক্ষতার ধারণা না থাকা। একেকজন একেক ধরণের কাজে পারদর্শী হয়ে থাকেন। সবচেয়ে ভালো হয় যদি সবাই নিজ নিজ পারদর্শীতা অনুযায়ী কাজ করতে চান। যেমন আমি হাসিন ভাইয়ের বক্তা হিসেবে পারদর্শীতা সম্পর্কে সচেতন তাই প্রথমেই তাকে বক্তা হিসেবে নিয়ে নিলাম :D (গত অনুষ্ঠানেই আমি ওনার ভক্ত হয়ে পরেছি :) ) এছাড়াও আর্টিকেল/গাইড/টিউটোরিয়াল বিষয়ে নাসির ভাই, ফয়সাল ভাই ও তারেক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। রেজিস্ট্রেশন সাইট সম্পর্কে সহযোগীতা করছেন কারিগর ভাই। এরকম অন্যান্যরা নিজেদের কর্মক্ষেত্রে/দক্ষতা ইত্যাদি বিবেচনায় কোন বিষয়ে সাহায্য করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত বলুন। *১) ৫০-৬০ জন ধারণ ক্ষমতাসহ স্থান নির্বাচন* *২) ডোনেশন/স্পন্সর* *৩) ভালো কোয়ালিটির ৫০-৭৫টি সিডি/ডিভিডি* *৪) কম্পিউটার/প্রজেক্টর ও অন্যান্য সরঞ্জাম* *৫) আর্টিকেল/গাইড/টিউটোরিয়াল* *৬) ছবি/পোস্টার/স্টিকার* *৭) হালকা খাবার* *৮) রেজিস্ট্রেশন সাইট* *৯) মার্কেন্ডাইজ* *১০) স্বেচ্ছাসেবক ও বক্তা* -- ubuntu-bd mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd