আলোচনায় যেন অফিস বা কর্পোরেট ইউজারদের লিনাক্স ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। 
যেমন বেশীর ভাগ অফিস/প্রতিষ্ঠানে উইন্ডোজ ব্যবহার করা হচ্ছে, এবং ডকুমেন্ট রাইটিং, 
হিসাবের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস ব্যবহার করা হয়। এক্ষেত্রে লিনাক্স এবং ওপেনঅফিস 
ব্যবহারের মাধ্যমে তারা কি সুবিধা পেতে পারে , এডভান্টেজ কি , বা পাইরেটেড 
সফটওয়্যার বা দামী অফিস সফটওয়্যার ব্যবহারের চেয়ে ফ্রি ওপেনসোর্স সফটওয়্যার 
ওপেনঅফিস ব্যবহারের আর্থিক সুবিধা (no cost) নিয়ে আলোচনা করলে ভালো।

আমি যেটা মনে করি অফিস ইউজারদের যদি লিনাক্স ব্যাবহারে আগ্রহী করা যেতে পারে 
তা হলে বাংলাদেশে লিনাক্স কে জনপ্রিয় করার উদ্দ্যেশ্য অনেকটুকু সফল হবে। কারন 
অফিসে যদি ওপেনঅফিস ব্যবহার হয় তবে সেই অফিসের কর্মচারীর ওপেনঅফিস শেখার 
প্রয়োজনীয়তা দেখা দেবে। আর শেখার চাহিদা সৃষ্টি হলেই কম্পিটার ট্রেনিংসেন্টারগুলো 
সে সফটওয়্যারের ওপর কোর্স চালু করার প্রয়োজনীয়তা দেখা দেবে।

গুছায় বলতে পারছি কিনা জানিনা অামার পয়েন্ট টা বুঝছেন?

-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to