ভাই আপনারা কেউ ইনস্টল করে দেখেন কেমন এটা

 বেশী এপ্লিকেশন আর ফিচার খুজতে গেলে নিরাশ হবেন লাইটনেস এর মুল বৈশিষ্ট।
এনিওয়ে XFCEতো আছেই।

On 12/9/08, Shahriar Tariq <[EMAIL PROTECTED]> wrote:
> On Tue, Dec 9, 2008 at 7:44 PM, DarkLord (:= <[EMAIL PROTECTED]> wrote:
>
>>  You could have visited their site
>>
>
> আপনি কিভাবে মনে করলেন যে আমি তাদের সাইটে যাইনি?
> আপনি আসলে বুঝতেই পারেননি আমি কি বলেছি।
>
> প্রতিটা ডিস্ট্রো/ ডেস্কটপ এ্যানভায়ার্মেন্ট তাদের নিজেদের ফিচার লিস্ট,
> প্রিভিউ/রিভিউ লিখে থাকে। উবুন্টুর জন্যও আমরা তাই করি। কিন্তু উবুন্টু
> অফিসিয়াল সাইটে বা নিউজ সাইটে যেসব বিষয়ে আলোচনা করে তা পড়া এক জিনিস আর আসল
> ডিস্ট্রো বা ডেস্কটপ এ্যানভায়ারমেন্ট ব্যবহার করা আরেক জিনিস।  আমি এখন পর্যন্ত
> যে লিস্ট পড়ছি তাতে এটা আর এক্সএফসিই-এর এলএক্সডিই কেনো ভালো তা বুঝতে পারছি
> না।
>
> যেহেতু আমি ব্যবহার করতে পারছি না তাই দেখতে পারছি না কোন কোন  এ্যাপ্লিকেশনে
> কি কি জিনিস আছে। *কি কি এ্যাপ্লিকেশন আছে তার চেয়ে বেশি জরুরী কিন্তু ওই
> এ্যাপ্লিকেশনগুলোর ভিতরে কি কি সুবিধা আছে এবং আমি কিসের জন্য ওই এ্যাপ্লিকেশন
> ব্যবহার করবো তা উপলোব্ধী করা*। *
>
> শুধু হালকা হওয়াটাই কখনও যথেষ্ঠ কারণ হতে পারে না।*
> কেডিই নোমের চেয়ে কিছুটা ভারী ক্ষেত্র বিশেষে, কিন্তু আমি কেডিই ব্যবহার করি
> কারণ এর এ্যাপ্লিকেশন ফিচারের জন্য (উদাহরণসরুপ: ডলফিনের ভিতরেই কোন
> ফাইল/ফোল্ডার রুট এক্সেসে চালানোর ফিচার। আমার কাছে ডলফিন আছে নাকি তার চেয়ে
> বেশি গুরুত্বপূর্ণ ডলফিনের ভিতরে কোন এই বিশেষ ফিচার আছে কিনা তাই বেশি
> গুরুত্বপূর্ণ। *যেমন কেডিই ৪ এ ডলফিন ঠিকই আছে কিন্তু উক্ত রুট এক্সেসের
> সুবিধাটি নেই। তাই ডলফিন থাকলেও আমার কাছে একটি ফিচার নাই মনে হচ্ছে)*
>
> আমি আপনার কাছে যা চাচ্ছিলাম তা হচ্ছে যে কোন এ্যাপ্লিকেশনে কি কি বিশেষ সুবিধা
> আছে তার একটি বিবরন বা স্ক্রিনশট দেয়া (কি কি এ্যাপ্লিকেশন আছে তা জানা নয়, ওটা
> আমি গুগল করে বা ওদের ওয়েব সাইটেই দেখতে পারছি)।
>
> তাও যদি আপনি না বুঝেন তাহলে পরবর্তীতে দেখা হলে আপনি উক্ত এলএক্সডিই -র কপি
> সিডিতে করে আনবেন আমি ব্যবহার করে দেখবো।
>
> --
> Thanking you
> Shahriar
>
> Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
> http://forum.linux.org.bd
>
> Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org
>
> Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
> মুক্ত.অর্গ http://mukto.org
> --
> Ubuntu Bangladesh mailing list
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


-- 
DARKLORD (:=
-- 
Ubuntu Bangladesh mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to