মানুষ বইমেলায় যায় আর বাংলা একাডেমী চেনে না? :-O

টিএসটিতে এর আগে একবার প্রোগাম করে প্রাক্টিক্যাল প্রবলেমে পড়েছিলাম। টিএসসি
গিয়ে দেখা গেল অনেক লোক। প্রথমবার ফোন করার পর জানা গেল "আমরা এই তো এই যে
গাছের নিচে।" দেখা গেল গাছের সারি... আবার ফোন "ভাই কোন গাছের নিচে?"  "আরে এই
তো গাছের নিচে চায়ের দোকানে।" দেখা গেল চায়ের দোকান ৭‌-৮টা। সব কয়টাই কোন না
কোন গাছের নিচে। আবার ফোন "ভাই, খুঁজে পাই না। আপনি কোথায়?" "আরে ভাই এই তো,
আমি লাল রংয়ের জামা পড়া।" এরপর সেকি লালের বাহার পাওয়া গেল, ফ্যাকাশে, কটকটা,
ডিজাইনঅলা, স্ট্রাইপ, চেক.... লাল আর লাল। পরে বেশ কায়দা কসরৎ করে খুঁজে বের
করার পর দেখা গেল গাছও ঠিক আছে, চায়ের দোকানও ঠিক আছে, গেঞ্জির রংও অরেঞ্চ রেড।
কিন্তু ততক্ষণে মোবাইলে ১০-১২ টাকা গায়েব।



2008/12/18 9el <le...@phpxperts.net>

> টিএসসি সবার জন্য সুবিধা হবে বাংলা একাডেমী চেনেনা অনেকে! :)
>
>
> 2008/12/18 Shabab Mustafa <shabab.must...@gmail.com>
>
> > ভাইজানরা, সবাই তো আর মিলিটারি টাইম মেইনটেইন করে আসতে পারব না, তাই এইখান
> > থেকে
> > ওইখানে যাব, তারপর ওইখানে গিয়ে বসব, এইভাবে হলে কিন্তু একজন আরেকজনকে খুঁজে
> > পেতে খবর হয়ে যাবে। তাই নির্দিষ্ট জায়গা প্রয়োজন।
> >
> > তার বিকাল তিনটা সময়টা শুক্রবারের জন্য একটু বেশি আগে হয়ে যাচ্ছে না? সাড়ে
> > তিনটা হলে ভাল হয়।
> >
> > আমার মতে সোহরাওয়ার্দীতে যদি বসা হয়, তাহলে বাংলা একাডেমীর সামনে বা
> উল্টাদিকে
> > দেখা করলে ভাল হয়। তারপর ভিতরে ঢুকে যাওয়া যাবে।
> > --
> > Ubuntu Bangladesh mailing list
> > ubuntu-bd@lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh mailing list
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
বাংলায় লিখুন, বাংলায় পড়ুন..
WRITE IN BANGLA, READ IN BANGLA, VISIT http://omicronlab.com
-- 
Ubuntu Bangladesh mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to