আমিও প্রথমে ছোট কোন প্রোজেক্ট শেষ করার পক্ষে । তবে আমরা বুঝতে পরবো আমরা কতজন
একসাথে কাজ করতে পারবো এবং এধরনের কাজে কি কি সমস্যা হতে পারে।
আরও একটা বিষয় আমরা মনে হয় এই ধরনের প্রোজেক্টে কাজ করার অভিজ্ঞতারও সকলের নাই
ফলে বড় প্রোজেক্টের ফলাফলের জন্য বহুদিন অপেক্ষা করার মত মানসিকতা শেষ পর্যন্ত
সবার নাও থাকতে পারে । তাই প্রজেক্ট ছোট হলে ফলাফল দ্রুত পাওয়া যাবে ফলে বড়টির
প্রতি আগ্রহ বাড়বে।

ছোট প্রোজেক্ট করতে লোক কম হলেও চলবে ফলে শেষ হবার পর অন্যদের বোঝানো সহজ হবে
যে আমরা কাজ শেষ করতে পারি। লোক বেশী হলে "ঐ" বড় প্রোজেক্টটি শেষ করতে পারবো ।



-- 
[Nasir Khan Saikat]
www.nasirkhan.co.cc
আমার ব্লগ: http://nasir8891.wordpress.com
-- 
Ubuntu Bangladesh mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to