বিলম্বে মেইল করার জন্য দুঃখিত।

অনেকদিন ধরেই নতুন উবুন্টু ব্যবহারকারীদের একটা বড় সমস্যা ছিল যে উবুন্টু
ইন্সটলের পর mp3, wma এইরকম ফরম্যাটের ফাইলগুলো চলত না। কারণ চালাতে হলে
ইন্টারনেট থেকে আগে কোডেক নামানো লাগে। বিশেষ করে যাদের বাড়িতে ইন্টারনেট নেই
তারা খুবই সমস্যায় পড়ে। অনেকের আবার দেখা যায় ইন্সটলের পর মডেমের সমস্যার কারণে
উবুন্টু থেকে ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারেন না বিধায় উবুন্টু তাদের গানও
শোনায় না, মুভিও দেখায় না। কয়েকজন আবার খুব উৎসাহ নিয়ে বন্ধুর পিসিতে গিয়ে
ইন্সটল করে দেবার পর অন্ধ-বোবা উবুন্টুর জন্য বন্ধু কাছে হাসির পাত্র হন। এদের
জন্যই এই টুনি প্যাক সমাধান।

UEC-Pack বা Ubuntu Emergency Codec Pack এর আকার মাত্র ৮.২ মেগাবাইট। এটা
অনলাইন থেকে নামিয়ে নিলে অফলাইন থেকে ইন্সটল করা যাবে। ছোট আকার হওয়াতে এটাকে
পকেটে পুরে আরামসে ঘোরা যাবে। কাজ করবে উবুন্টুসহ সব কয়টা ডেবিয়ান ভিত্তিক
ডিস্ট্রোতে Gnome, KDE, xfce যেকোন  DE -তে।

এটা সফলভাবে ইন্সটল করলে যা যা চলবে:
*অডিও:* MP3, WMA, WAV, RM, AAC
*ভিডিও:* MPG, AVI, WMV, MP4, FLV, 3GP, MOV, MKV

UEC-Pack -এর বর্তমান বাড়িঘর হচ্ছে এখানে: http://uec-pack.googlecaode.com

ছবিসহ ইন্সটল করার বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে এখানে:
http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=2935
-- 
Ubuntu Bangladesh mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to