এখানে কেউ দোষারোপ করেছে বলে আমি মনে করি না। তবে একটু খেয়াল রাখতে দোষ নেই।
একই লিঙ্ক বিশিষ্ট ই-মেইল গুলোর মধ্য সময়ের পার্থক্য ৩ ঘন্টার বেশি । মেইলিং
লিস্টে ই-মেইল পাঠালে তা সবার মেইলবক্সে জমা হয় । একই জিনিস বারবার দেখায় সময়
অপচয় হতে পারে । এতে কেউ কেউ বিরক্ত হওয়াটাই স্বাভাবিক । যিনি সাহায্য চেয়েছেন
তিনিও ভুল করে তিনটি ই-মেইল করেছেন । তবে তিনি এখানে নতুন । আপনি পুরান এবং
অভিজ্ঞ । আপনার ভূল তাই বেশি চোখে পড়েছে ।

আর বড়াই করার কথাটা এখানে নিতান্তই অমূলক এবং আবেগপূর্ন । কেউই বড়াই করেন নি এই
থ্রেডে ।





-- 
Abu Ashraf Masnun
Grad Student, BBA,
Khulna University.
http://masnun.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to