কাজ করার কথা ! যতজনকে এটা দিয়েছি কেউ এখনো পর্যন্ত বিফল হয়নি। জামালের এই
টিউটোরিয়ালটা আসলেই অসাধারণ!! এজন্য জামাল বিশাল ধন্যবাদের যোগ্য।

যাই হোক, আপনি কি লিনাক্স মিন্টে বা লিনাক্সে একদমই নতুন? তাহলে আপনি
http://forum.amaderprojukti.com/ubuntuindex লিংকটা দেখতে পারেন, যদিও
বেশিরভাগ টিউটোরিয়ালগুলো উবুন্টুর জন্য লেখা তারপরও মিন্ট ও উবুন্টু আদতে একই
হওয়াতে মিন্টেও কাজ করবে। সেই সাথে
http://forum.amaderprojukti.com/linuxলিংকটাও দেখতে পারেন, বেশিরভঅগ লোক
এখানেই তাদের সমস্যাগুলো তুলে ধরে। (আমি
ব্যক্তিগতভাবে ফোরামে সমস্যাগুলো আলোচনা করতে পছন্দ করি, সমস্যার ট্র্যাক রাখার
সুবিধা, যেকোন সমস্যার স্ক্রিনশটও দেয়া যায়, সেই সাথে অন্য সবাইও একই সমস্যায়
পড়লে সেটা সেখান থেকে দেখে সমাধান করতে পারে।)

যাই হোক মিন্টে আপনার আগমন সুন্দর হোক!

১৪ জুন, ২০১০ ৯:০০ pm এ তে, SHUVO BD <shuvob...@gmail.com> লিখেছে:

> আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। শেষ পযর্ন্ত  নেট কানেকশন পেয়েছি। এখন
> লিনাক্স মিন্ট থেকে লিখছি। অভ্রনীল ভাই এর দেওয়া লিংকের টিউটোরিয়াল
> অনুযায়ী কাজ হয়েছে। আপনার সবাইকে আবারও ধন্যবাদ।
>

-- 
অভ্রনীল ::: Ovroniil
http://ovroniil.wordpress.com/
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to