2010/7/13 goutam roy <gtm_...@yahoo.com>

> ঢাকা বিশ্ববিদ্যালয় হলে তো ভালোই হয়! পুরনো জায়গা, এই উপলক্ষে অনেকদিন পর
> ক্যাম্পাসে যাওয়া হবে।


ঢাকা বিশ্ববিদ্যালয় হলে অনেকের জন্যই সুবিধা হবে। কারণ অধিকাংশ অংশগ্রহণকারি
শহরের অনুন্নত এলাকাতেই বসবাস করেন। এলিট অংশে থাকাদের আলোকিত করা আর না করা
প্রায় সমান। অনেক আলোয় তারা উদ্ভাসিত। :)

আমি গত কারমিক কোয়ালা লাইভ যেখানে উদ্যোগ নিয়েছিলাম সেখানে আবারও অনুষ্ঠান
করতে পারতাম এবং সেখানে ২০০জন সংকুলান হওয়া অসম্ভবও ছিলোনা কিন্তু ওখানে আমার
যাতায়াত না হওয়াতে এবং ডিপার্টমেন্টাল প্রধান সম্প্রতি কানাডায় চলে যাওয়াতে আর
সাথে আরো কিছু ব্যক্তিগত কারণে যোগাযোগ করতে পারিনি। একারণেই কিছু বলছিনা।
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to