লিনাক্স মিন্টে কিংবা উবুন্টুতে আলাদা কোনো ড্রাইভার ইন্সটল করা লাগেনা। আপনি প্যানেলের সাউন্ড আইকনে ক্লিক করে Preferemces এ যান কিংবা Mint Menu > System > Control Center > Hardware > Sound এ যান। এখানে Hardware ট্যাবে গিয়ে রিং ভাইয়ের কথামত কনফিগারগুলো করে দেখুন।
অথবা আরেকটা কাজ করতে পারেন। টার্মিনালে নীচের কোডটি লিখুন: sudo gedit /etc/pulse/daemon.conf তারপর যে ফাইলটি ওপেন হবে সেটার মধ্যে নীচের লাইনটি খুঁজুন *default-sample-channels = 2 * এরপর যেহেতু আপনার স্পিকার 4.1 সেহেতু লাইনটকে পাল্টে লিখুন *default-sample-channels = 4* ফাইলটি সেভ করে বেরিয়ে আসুন। পিসি রিস্টার্ট করুন। ----- .:: অভ্রনীল ::: Ovroniil ::. ❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/ ❆ সহজ উবুন্টু শিক্ষা ➠ http://ovroniil.wordpress.com/ubuntux/sus/ -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd