do the following and let us know thw results

1. search for hplip in synaptic and install the packages, including the
hplip gui
2. use the gui and see f you can print now.

_______________________________________________

if above doesnt work,

get the automatic installer from this link
http://hplipopensource.com/hplip-web/install/install/index.html   (first
remove the printer)

after that if you still cant add printer run "sudo hp-setup"





2010/8/1 ajom mahmud <ajom...@gmail.com>

> আমি এখন ৭০% সময় উবুন্টু চালাই। এই উবুন্টুকে কনটিনিউ করার জন্য
> প্রিন্টার ব্র্যান্ড চেঞ্জ করলাম। ক্যানন আইপি ১৩০০ কে কোন উবুন্টু
> এক্সপার্ট যখন কনফিগার করতে পারছিলেন না। তখন এইচপি ডি১৬৬০ (ডেক্সজেট
> ১৬০০ সিরিজ) নিয়ে আসলাম। এটি আমার উবুন্টু ১০.০৪ এ অটো কনফিগারড। বাট
> কাজের কাজ কিছুই হচ্ছে না অর্থাৎ প্রিন্ট হচ্ছে না। বিস্তারিত দেখার
> সুবিধার্থে ১০টি স্ক্রীনশট এ্যাটাচ করা হলো। নিশ্চয় এবার আমার উবুন্টু
> কনটিনিউ হতে পারে, তাই না?
>
> উবুন্টুতে সব সময় থাকতে পারি না। একটিই কারন, শুধুমাত্র প্রিন্ট দেয়ার
> জন্য ইউন্ডোজে যেতে হয়। কেউ কি নেই যে আমাকে এই সমস্যার সমাধান দিবেন
> যাতে করে সাধের উবুন্টুতে সব সময় থাকতে পারবো। ম্যানুয়াল কনফিগার এবং
> অটোকনফিগার কোনটাই দিয়ে প্রিন্ট হচ্ছে না। প্রিন্ট দেয়ার পর প্রসেসিং
> দেখাচ্ছে আমি প্রায় ২২মিনিট পর্যন্ত প্রসেসিং দেখেছি, তাতে আমার মনে
> হচ্ছে এই ভাবে কিয়ামত হয়ে গেলেও উবুন্টুর প্রিন্ট প্রসেসিং ফুরাবে না।
>
> এর চেয়ে কষ্টকর কি আছে, প্রিন্টার ব্র্যান্ড চেঞ্জ করেও একটা প্রিন্ট কপি
> দেখার ভাগ্য হলো না। এবার তো প্রশ্ন করতে ইচ্ছে করছে আদৌ কি
> লিনাক্স-উবুন্টুতে কোন কাগজ প্রিন্ট হয়!!
>
> যাক কষ্টের কথা গুলো এই ভাবেই লিখলাম, মনে কষ্ট নিবেন না। শুধু হেল্প করে
> কষ্ট লাঘব করবেন। আশায় রইলাম, যে একদিন না একদিন আমার এইচপি ডি১৬৬০
> প্রিন্টারটি উবুন্টুতে প্রিন্ট দিতে সক্ষম হবে।
>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] হ... ajom mahmud
    • Re: [Ubu... Abir Sadik
      • Re: ... Abir Sadik
        • ... Abir Sadik
          • ... Tareq Hasan
            • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
              • ... Ovro Niil
                • ... Sarim Khan
                • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
                • ... Rabiul Hasan Riyadh
                • ... ajom mahmud
                • ... সাজেদুর রহিম জোয়ারদ ার

Reply via email to