ডাটা ক্যাবলের মাধ্যমে মোবাইল সেটটা কানেক্ট করে সিস্টেম থেকে নেটওয়ার্ক
কানেকশনে গিয়ে মোবাইল ব্রডব্যান্ড ট্যাব নির্বাচন করি | এড নির্বাচন করলেই
ডিভাইস নাম্বার সহ ডিভাইস পেয়েছে দেখায় | এরপর ফরওয়ার্ড দিলে একটেল, জিপি,
বাংলালিন্ক, ওয়ারিদ এর প্রোফাইল গুলো আসে | যেহেতু টেলিটকের প্রোফাইল নেই
সেহেতু ম্যানুয়ালি টেলিটকের নাম লিখে ফরওয়ার্ড দিলে এপিএন দিতে বলে |
টেলিটকের ওয়েবসাইটে এপিএন লিখা আছে "wap", তাই লিখেছি | উপরোল্লিখিত
প্রভাইডারদের ক্ষেত্রে ডায়াল আপ নাম্বার *99# থাকে | তাই রেখেছি | এরপর
নেটওয়ার্ক আইকনে ক্লিক করে টেলিটকের প্রোফাইলে ক্লিক করলেই কানেক্ট হবার কথা,
যেমনটা জিপি এবং রবির ক্ষেত্রে ঘটে , কিন্তু কানেকশন অকার্যকর বার্তা দেয় |

2010/8/8 shiplu <shiplu....@gmail.com>

> 2010/8/8 zia mohi <ziamohi...@gmail.com>:
> > প্রিয় সবাই,
> > আমার সিম্ফনি মোবাইল ফোনটা উবুন্টুতে ইন্টারনেট মডেম হিসেবে ভালই কাজ করে,
> যদিও
> > জিপির মডেমটাই সবসময় ব্যবহৃত হয় | রবি এবং গ্রামীন দুটো দিয়েই ইন্টারনেট
> > কানেকশন পাওয়া যায় | শুধু সিম্ফনি নয়, প্রায় সব চাইনিজ মোবাইল গুলোই
> ভালো
> > মডেম | এখন টেলিটক দিয়ে ইন্টারনেট এ কানেক্ট করা যাচ্ছেনা | ডিভাইস
> > ঠিকই পাচ্ছে | কিভাবে টেলিটকের ইন্টারনেট সংযোগটা সফল করা যায় এ ব্যাপারে
> > সাহায্য চাই |
> >
>
> আপনি কানেক্ট করেন কি ভাবে?
>
> Shiplu Mokadd.im
> My talks, http://talk.cmyweb.net
> Follow me, http://twitter.com/shiplu
> SUST Programmers, http://groups.google.com/group/p2psust
> Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to