প্রিয় নাসিম ভাইয়া এবং সাজেদ (রিং) ভাইয়া, আপনাদের সদয় পরামর্শের জন্য
অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

On 8/13/10, সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> wrote:
> ভাই আরাফাত
> *
> শরিয়তে যা বলেঃ *উবুন্টু GNU/LINUX কার্নেলের উপর ভিত্তি করে তৈরী একটি
> অপারেটিং সিস্টেম। কার্নেল হলো যেকোন অপারেটিং সিস্টেমের কেন্দ্রীয় অংশ। আপনার
> যত ডিভাইস ড্রাইভার, বাস, প্রসেস সব কিছুর নিয়ন্ত্রন করে এই কার্নেল। তাই
> প্রতিটি কার্নেলই উবুন্টুর কাছে সমান গুরুত্ব বহন করে। আর যেহেতু কিছু কিছু
> ত্রুটি মুক্ত করে আর নতুন নতুন ডিভাইস ড্রাইভার আর সুবিধা সহ কার্নেলের আপডেট
> আসে তাই প্রতিটি কার্নেল আপডেট ইন্সটল করাটাও জরুরী। যদি কার্নেল আপডেট করতে
> গিয়ে কোন সমস্যার উদ্রেক হয় আর তাতে যেন আপনার সিস্টেমের কোন ক্ষতি না হয় এবং
> আপনি আগের কার্নেলে আপনার সিস্টেম কে চালূ করে কাজ চালাতে পারেন তাই বুট লোডারে
> প্রতিটি কার্নেলের তথ্যই থাকে।
>
> *ফতোয়াঃ* আপনি উবুন্টু টুইক নামের সফটওয়্যার টি এখান থেকে নামিয়ে
> নিন<http://launchpad.net/ubuntu-tweak/0.5.x/0.5.5/+download/ubuntu-tweak_0.5.5-1%7Elucid1_all.deb>।
> ডবল ক্লিক করে ইন্সটল করে নিন। তারপর উবুন্টু টুইক কে আপনি System Tools
> মেন্যুতে পাবেন। ওখান থেকে চালু করে এসে কার্নেল ক্লিয়ার করার একটা অপশন পাবেন।
> আপনি যদি আপডেটেড কার্নেলে সিস্টেম চালু করে থাকেন তবে সেটা বাদে অন্যান্য
> কার্নেল গুলো কে এখানে দেখতে পাবেন। এবার যেগুলো কে মুছে দিতে চান সিলেক্ট করে
> মুছে দিন।
>
> *খামোশঃ খেয়াল করে দেখুন আপনি সর্বশেষ আপডেটেড কার্নেলে সিস্টেমকে চালু করছেন
> কিনা। সেটা না করলে কিন্তু কাহিনী পেঁচিয়ে যাবে। পরে সেটা সিস্টেম নতুন করে
> সেটাপ না করা পর্যন্ত ছুটবে না।*
>
> ধন্যবাদ আপনাকে
>
> --
> রিং
> মুঠোফোনঃ+8801671411437
> বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
> জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
> প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
> ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
> ঢাকা-১০০০।
> সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
> বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
> <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to