আনন্দ ...

আমিও বিজয়ের কয়েকটা ফন্ট "ইন্সটল ফন্ট" পদ্ধতিতে ইন্সটল করে এখন বিজয় ডকুমেন্ট
পড়তে পারছি।

আজম ভাই, রিং দা এবং শাবাব মুস্তাফাকে সালাম জানাই। (বানান কি ঠিক হলো?)

নিউটন

2010/8/21 Shabab Mustafa <sha...@linux.org.bd>

> ইয়ে রিং-দার পদ্ধতি একটু গিক টাইপ হয় গেল। এর চেয়ে সোজা বুদ্ধিও আছে। যে ফন্ট
> ইনস্টল করতে চান সেটার উপর ডাবল ক্লিক করলেই সেটা ফন্ট ভিউয়ারে ওপেন হবে।
> সেখানে Install Font বোতাম চাপলেই কেল্লা ফতে ! (http://imgur.com/SDDnO.png)
> যেহেতু ডকুমেন্ট সেহেতু আমার ধারণা একটা দুটো ফন্টের বেশি দরকার পড়ার পড়ার কথা
> নয়।
>
> ---
> Shabab Mustafa
> Chief Administrative Officer
> Admin Office
> CapsLock Corporates
>
>
> 2010/8/20 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com>
>
> > আজম ভাই
> >
> > বিজয়ের ফন্টগুলো ইন্সটল করতে আপনি আপনার বিজয়ের সিডি থেকে বা ব্যাকআপ
> ফোল্ডার
> > থেকে ফন্টের ফাইলগুলো সব কপি করে নিন। ফাইলগুলো সিলেক্ট করার সময় সতর্ক হোন।
> > কেননা বিজয়ের ফন্ট ফোল্ডারটাতে দুটো .exe ফাইল ও থাকে। ওগুলো দিয়ে ফন্ট,
> > 'জানালা'তে ইন্সটল করা হয়। এবার কপি করা ফন্টগুলো আপনার উবুন্টুতে ইন্সটল
> করতে
> > টার্মিনাল খুলে কমান্ড দিনঃ
> >
> > *sudo nautilus*
> >
> > পাসওয়ার্ড চাইবে। আপনার পাসওয়ার্ড দিন। এবার যে উইন্ডো খুলবে তাতে
> > /usr/share/fonts/truetype  ফোল্ডার খুঁজে নিয়ে এর মধ্যে পেস্ট করে দিন।
> এরপর
> > টার্মিনালে ফির গিয়ে Ctrl+c চাপুন। তারপর সিস্টেমটা রিবুট করে আসুন। আশা করি
> > এবার আপনি আপনার বিজয়ে লেখা নথিসমূহ পড়তে পারছেন।
> >
> > বিশেষ সতর্কীকরণঃ এই পদ্ধতিতে আপনি ওপেনঅফিস ব্যবহার করে বিজয়ে লেখা নথিসমূহ
> > দেখিতে কিংবা পড়িতে পারিলেও কোনরূপ পরিবর্তন সাধন করিতে পারিবেন না। আর যদি
> > তাহা করেন তো সেখানে দেখিতে পাইবেন আপনার সিস্টেমের ইউনিকোড কোন ফন্টের
> > চেহারা।
> > তাই যা করিবেন বুঝিয়া শুনিয়া করিবেন।
> >
> > ধন্যবাদ
> >
> >
> > --
> > রিং
> > মুঠোফোনঃ+8801671411437
> > বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
> > জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
> > প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
> > ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
> > ঢাকা-১০০০।
> > সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
> > বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
> > <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <
> http://toshazed.wordpress.com/
> > >
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > Bangla Linux Forum | http://forum.linux.org.bd
> >
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] আ... ajom mahmud
    • Re: [Ubu... Shabab Mustafa
      • Re: ... সাজেদুর রহিম জোয়ারদ ার
        • ... Shabab Mustafa
          • ... Abir Sadik
          • ... ajom mahmud
          • ... Salim Reza Newton
            • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
              • ... Salim Reza Newton
            • ... Shabab Mustafa
        • ... ajom mahmud
        • ... Ripon Majumder
          • ... সাজেদুর রহিম জোয়ারদ ার

Reply via email to