ভাইয়েরা সকল

আমি তো উভয় সংকটে।

যাই হোক প্রথমে উবুন্টু বাংলাদেশের পক্ষে একজন সক্রিয় সদস্য হিসেবে, একজন
লিনাক্সপ্রেমী হিসেবে, লিনাক্স মিন্ট বাংলাদেশের "আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক"
লোকো টিম হিসেবে পরিচিতি লাভে শুভেচ্ছা জানাচ্ছি। সবার সহযোগীতা আর সহায়তায়
লিনাক্সমিন্ট বাংলাদেশ দলটি আরো দ্রুত 'মিন্ট' কে ছড়িয়ে দেবে সারা বাংলাদেশে
সেই আশাই করি।

আর পরবর্তীতে লিনাক্স মিন্ট বাংলাদেশের একজন সক্রিয় সদস্য হিসেবে আপনাদের সবার,
সব শুভকামনা, সব শুভেচ্ছাগুলোকে কৃতজ্ঞতার সাথে বরন করে নিচ্ছি। আশা করি
লিনাক্স মিন্ট কে প্রচারে, প্রয়োজনে আপনাদের সবাইকে আমাদের পাশে সব সময়েই পাবো।


আমি আরো একটি আনন্দ সংবাদ সবার সাথে ভাগাভাগি করতে চাইছি সেটা হলো লিনাক্স
মিন্টের কমিউনিটিতে লোকাটিম গুলোকে আইডি দেবার যে প্রক্রিয়া তাতে
বাংলাদেশের দল<http://www.linuxmint.com/community.php?id=1>টাই
সর্বপ্রথমে যুক্ত হয়েছে। একটু খেয়াল করে দেখুন আমাদের আইডি ১। আর লোকটিম গুলোকে
"আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক" স্বীকৃতি প্রদানের জন্য লিনাক্স মিন্ট বাংলাদেশের
অ্যাডমিন ও দলনেতা অয়ন খানের যে প্রচেষ্টা সেজন্য ওঁকে আমার লাল সালাম (রেড
স্যাল্যুট)। মূলত লিনাক্স মিন্টের উদ্যোক্তা ও সমন্বয়ক লেফেভ্রে ক্লেম এর সাথে
ওঁর, আইআরসি চ্যাটে কথোপকথন আর ক্রমাগত ইমেইল আদান প্রদানের ফলেই আজ সারা
বিশ্বজুড়ে লিনাক্সমিন্ট কমিউনিটি টিম গুলোকে একীভূত করে কমিউনিটি প্রজেক্ট শুরু
করতে যাচ্ছে, যেটার পরিকল্পনা ক্লেমের নিজ ভাষ্যমতেই বিগত তিন সপ্তাহ আগেও ছিলো
না। অতিশীঘ্রই লিনাক্সমিন্ট টিম থেকে কমিউনিটি রিলেশানশীপ ম্যানেজমেন্ট টিম
ঘোষিত হবে, যাদের কাজ হবে অনেকটাই উবুন্টুর লোকো টিম ম্যানেজমেন্টদের মতোই।

ধন্যবাদ সবাইকে

-- 
রিং
মুঠোফোনঃ+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to