প্রিয় রনি

৩০ এপ্রিল, ২০১১ ৫:৩২ am এ তে, Md Arif Ahmed Roni <roni21...@gmail.com>লিখেছে:

> ভায়েরা
> আমি আজকে উবুন্টু ১১,০৪ দিলাম. ৬৪ বিট ভার্সন. কিন্তু এটার জন্য অভ্র পাচ্ছি
> না. 64bit এ কি অভ্র চালানো সম্ভব না?
>

আপনি প্রথমে প্যাকেজ ম্যানেজার থেকে linux32 , ia32* আর ia32-libs..... এই রকম
কিছু একটা নামের প্যাকেজগুলোকে খুঁজে বের করুন (দুঃখিত যে একেবারে সঠিক নাম
লিখে দিতে পারলাম না কেননা এই মুহুর্তে ৬৪বিট ওএস ব্যবহার করছি না)। এবং ওগুলোর
ডিপেন্ডেন্সি সহ ইনস্টল করে ফেলুন। আশা করি এরপরে আপনি সব ৩২ বিট সফটওয়্যার
গুলোই ৬৪ বিট সিস্টেমে অনায়াসে ব্যবহার করতে পারবেন।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক
"পেঙ্গুইন মেলা - ২০১১"

বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।

সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র
ব্লগ <http://toshazed.wordpress.com/>
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] ba... Md Arif Ahmed Roni
    • Re: [Ubun... সাজেদুর রহিম জোয়ারদার
      • Re: [... Ahmad Firoz
        • R... সাজেদুর রহিম জোয়ারদার
          • ... Md Arif Ahmed Roni
            • ... Md Arif Ahmed Roni
              • ... সাজেদুর রহিম জোয়ারদার
                • ... Md Arif Ahmed Roni
                • ... Md Ashickur Rahman Noor

Reply via email to