আমিও বিটিসিএল ব্যবহার করছি এবং যথারীতি অনেক ভাল আছি। প্রায় এক বছর হতে চলছে
মাত্র একবার সমস্যা করেছিল।
তাদের হয়তোবা লিনাক্সের এক্সপার্ট নেই। কিন্তু উইন্ডোজের যে কোন সমস্যায় তারা
বেশ এক্সপার্ট বলেই আমার মনে হয়েছে।

২ মে, ২০১১ ১২:১৮ pm এ তে, Aniruddha Adhikary <anirud...@adhikary.net>লিখেছে:

> ওরা কি ডাবল স্পীড দিচ্ছে? বর্তমানে 1mbps এ দাম কত?
>
> 2011/5/2 ZM.Mehdi Hassan <mehdi...@gmail.com>:
> > আমি কিছুদিন ধরে অফিসে বি,টি, সি, এল এর  লাইন দিয়ে ইন্টারনেট চালাচ্ছি। এবং
> > হ্যাপি। যদি লাইনের নিরাপত্তা নিশ্চিত করা যায়, এবং রাউটার ঠিকঠাক মত
> কনফিগার
> > করতে পারা যায় তবে বলব বিটিসিএল লাইন এখন সেরা। আমি ২৫৬ লাইন নিয়ে ৫১২ স্পিড
> > পাচ্ছি। সমস্যা শুধু ২টা ..এক কোন সমস্যা হলে ওদের এক্সপার্ট এর উপর ভরসা
> করা
> > যায়না। নিজেকেই সমাধান করতে হয়।, দুই ওয়াইম্যাক্স এর সুবিধা পাওয়া যাযনা।
> > --
> > শ্যামলিমা
> > +8801678702533
> >
> > সভাপতি
> > ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > Bangla Linux Forum | http://forum.linux.org.bd
> >
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
> --
> বাংলাদেশী একমাত্র ডেডিকেটেড লিনাক্স সম্পর্কিত ফোরাম
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
Sagir Hussain Khan
Roll-010552
12th Batch
Special Education
Institute of Education and Research
University of Dhaka
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to