উবুন্টু সম্পর্কে ফোরাম মানে কি ubuntuforums.org?

2011/5/5 sagir khan <sagi...@gmail.com>:
> আপ্র সম্পর্কে জানতাম না। তাছাড়া লিফোতে যেভাবে সাহায্য পেয়েছে তা ভাষায় প্রকাশ
> করা যাবে না। এখনো কিছু ছোট ছোট সমস্যা নিয়ে ঝামেলায় আছি। আবার ইউন্ডোজের কাছে
> ফিরে যেতে হচ্ছে ছোট ছোট কিছু কাজ করার জন্য।
> দেখি আজই একটা নতুন লিংক পেলাম উবুন্টু সম্পর্কে নতুন ফোরাম। আপ্রতেও ঢুকে
> দেখবো।
>
> ঠিক টপিক নিয়েই কথা বলা উচিত। জি আমাদের দেখা করা উচিত। নাহলে সবাই সবাইকে
> চিনবোনা। আর লিনাক্স ব্যবহার আনন্দদায়ক হবে না।
>
> ৫ মে, ২০১১ ৭:১৮ pm এ তে, Anup Debnath <binary.la...@gmail.com> লিখেছে:
>
>> অফটপিক:
>>
>> 2011/5/5 sagir khan <sagi...@gmail.com>
>>
>> > লিফো না হলে কোন ভাবেই চলে না। এভাবে সমস্যার সমাধান বের করা কঠিন। তাছাড়া
>> > এখানে সব কথা আসেনা। তাই লিফো আমরা চাই চাই।
>> >
>>
>>
>> কেন? লিফো এর আগে কিভাবে চলতো? হঠাৎ করে  আপ্র বন্ধ হওয়ার পর চালু হল লিফো।
>> আপ্র এর সব ইউজার যোগ দিল লিফোতে। আপ্র এখনও আছে, কিন্তু ইউজারা আর নাই :|
>> লিফো ছাড়া চলে না কেন? আপ্র তে যোগ দিলেই তো পারেন।
>>
>>
>> টপিক নিয়ে কথা বলা উচিত, লিফো নিয়ে আলোচনা না করাই বেটার।
>> --
>> Anup Debnath
>> anupplanet.com || m...@anupplanet.com
>>
>> Anup Planet <http://anupplanet.com/> || Host Planet
>> 51<http://hostplanet51.com/>|| হোস্ট
>> আলাপন <http://hostalapon.com/> || ইন্টারনেট ইউজার্স অ্যাসোসিয়েশন,
>> বাংলাদেশ<http://forum.iuabd.org/>::..
>> <a...@hostplane51.com>
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>>
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
>
> --
> Sagir Hussain Khan
> Roll-010552
> 12th Batch
> Special Education
> Institute of Education and Research
> University of Dhaka
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd



-- 
বাংলাদেশী একমাত্র ডেডিকেটেড লিনাক্স সম্পর্কিত ফোরাম
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to