আমি কিন্তু বেশ আরাম করে উবুন্তু ১১.০৪ চালাচ্ছি, জিনোম ২.৩২ (উবুন্তু ক্লাসিক)
ব্যবহার করছি। আমার নতুন এই রিলিজে থিম এরং আনুসাঙ্গিক এপলিকেশন গুলো ভাল
লেগেছে। অবশ্যই unity একটা ভাল কিছ হতে গিয়েও হয়নি, এবং এটা এখন না ব্যবহার
করাই ভাল। unity ছাড়া আর কি প্রবলেম হচ্ছে?

2011/6/5 Abhi <arup...@gmail.com>

> উবুন্টু ১১.০৪ মাথা ঘুরাইয়া দিসে, এখন উবুন্টু জিনিসটার উপরই বিরক্তি ধরে
> যাচ্ছে ধীরে ধীরে, ফেডোরা ১৫ রিলিজের পর ঐটাতে শিফট করেছি, এখন ওইটাই
> নিয়মিত চালাই। ইউনিটির চেয়ে গ্নোম ৩ অনেক আরামদায়ক, পিসিতে এখন কুবুন্টু
> ১১.০৪ রাখসি, কেডিই চালাই মাঝে মাঝে ওইটাতে। ১২.০৪ রিলিজের পর আবার ভেবে
> দেখবো উবুন্টুতে ফেরা যায় কি না :)
>
> --
> -------------------------
> Abhi
> Opensource Enthusiast
> My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
> Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
> E-mail <abhi...@ovi.com>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
samir
{ www.incurlybraces.com }
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to