প্রিয় সুধী

2011/6/6 blackperl curse <blackper...@gmail.com>

> I want to install ubuntu 10.04 in my pc but i have some problem such as i
> have two hard disk. First one is 200GB and second one is 80GB. Both hard
> disk contains windows Xp Sp2 in primary partition and boot file runs from
> first hard disk. Now i want to use ubuntu 10.04 in my first hard disk with
> keeping those two XP operating system. Please
> send me the instruction how to setup ubuntu and also keep those two windows
> xp.
>

আপনি আপনার দুটো হার্ডডিস্কের যে কোন একটা কে বেছে নিন। যেকোন হার্ডডিস্ক থেকে
একটা পছন্দের পার্টিশন বেছে নিন যেটাতে কমপক্ষে ২০ জিবি মতো ফাঁকা স্পেস আছে।
আর না থাকলে একেবারে শেষের পার্টিশনটা সব ডাটা সরিয়ে নিয়ে ফরম্যাট করে নিন।

এবার আপনার উবুন্টু ইনস্টল করতে আর কোন বাধা নেই। শুধুমাত্র পার্টিশন করার সময়
সরাসরি ওই ২০ জিবি/খালি পার্টিশনটাকে ১৮জিবি রুট (/) এবং ২জিবি সোয়াপ পার্টিশনে
বিভক্ত করুন। ব্যস কাজ শেষ। সেটাপ শেষে আপনার দুটো হার্ডডিস্কের এমবিআর এ থাকা
বুট লোডার দুটোই উবুন্টুর সাথে দেখতে পাবেন। যখন যেটাতে মনে চায় বুট করুন।

আর উবুন্টু/লিনাক্স সংক্রান্ত যে কোন প্রয়োজনে সরাসরি মুঠোফোনে যোগাযোগ করতে
পারেন।

ধন্যবাদ।

-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] Ub... blackperl curse
    • Re: [Ubun... সাজেদুর রহিম জোয়ারদার

Reply via email to