2011/6/11 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com>

> প্রিয় নির্ঝর
>
> ১১ জুন, ২০১১ ৭:২৫ pm এ তে, Junayeed Ahnaf Nirjhor
> <zombiegenera...@aol.com>লিখেছে:
>
> > প্রিয় সাজেদুর ভাই,
> >
> SE Linux (Security Enhanced Linux) একটা জেনারেল লিনাক্স টুল। এইটা ফেডোরাতে
> > বাই ডিফল্ট দেয়া থাকে, উবুন্টুতেও খুব সহজে ইন্সটল করা যায়। তাই এইটা একটা
> > লিনাক্স সংক্রান্ত আলোচনা। ফেডোরা সংক্রান্ত না।
> >
>
> > 2011/6/11 Nirjhor <zombiegenera...@aol.com>
> > Hello,
> >
> > I was trying to remotely connect to a fedora server from ubuntu using the
> > port 445, but the SeLinux there is blocking that port.
>
>
> তুমি ফেডোরা সার্ভার সংক্রান্ত প্রশ্ন করলে আর বলছো যে এটা লিনাক্স সংক্রান্ত
> আলোচনা। বেশ ভালো। লিনাক্সের সকল ডিস্ট্রো নিয়ে আলোচনার জন্য এই লিস্টটা নয়।
> বরংচ এটা বিশেষ একটা ডিস্ট্রোর সাথে সম্পর্কিত। আশা করছি আমাদের আলোচনা
> উবুন্টু
> বা এ সংক্রান্ত বিষয়েই সীমাবদ্ধ রাখাটা কার্যকরী হবে।
>

I was trying to remotely connect to a fedora server  **** from ubuntu *****

আমার তো মনে হয় নির্ঝর উবুন্টু রিলেটেড কোয়েশ্চেনই করেছে । আমি অবশ্য ইংরেজীতে
কিছুটা দুর্বল । ভুলও হতে পারে । যেটা মনে হল সেটা বললাম ।


-- 
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to