আমি আপনাকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো uget (লেটেস্ট ভার্সন) আর aria2.
aria2 প্লাগ-ইন ইউজ করবেন আপনি uet এ, এরপর flashgot এড-অনের সাহায্যে
ফায়ারফক্সের সাথে এটি ইন্টিগ্রেট করতে পারবেন। এটি দিয়ে বেশ দ্রুত গতিতে
ডাউনলোডের সুবিধা পাবেন। aria2 কমান্ডলাইন ভিত্তিক download manager হলেও
uget এ এটির প্লাগ-ইন থাকায় এখন uget কে পরিপূর্ণ aria2 ফ্রন্ট-এন্ড
হিসাবে ব্যবহার করা যাচ্ছে। আর্গুমেন্ট সেট করে দিলে এটি উইন্ডোজের যেকোন
download manager এর চেয়ে কোন অংশে কম যাবে না (ব্যক্তিগত অভিজ্ঞতা) :D

On 6/18/11, Mahdee Jameel <mahdee.jam...@gmail.com> wrote:
> আপনি
> SteadyFlow<http://www.ubuntugeek.com/install-steadyflow-download-manager-on-ubuntu-11-04natty.html>,
> Flashget<http://www.ubuntugeek.com/how-to-install-flashget-download-manager-in-ubuntu.html>বা
> uGet<http://www.webupd8.org/2011/06/ugget-download-manager-gets-ubuntu.html>এর
> মধ্যে যে কোনটা ব্যবহার করতে পারেন। আরো অনেক রকম ডাউনলোড ম্যানেজার আছে,
> এখানে <https://help.ubuntu.com/community/DownloadManager> পাবেন।
> এখানেও<http://www.bloganol.com/2010/11/free-download-manager-softwares-ubuntu-linux.html>একটা
> বড় লিস্ট আছে।
>
> 2011/6/18 Sazzad Hossain <sazzad...@gmail.com>
>
>> Windows এর মত Ubuntu তেও কি কোন Download Manager আছে কি?
>> যা দিয়ে আমি Free Download Manager এর মতো ব্যবহার করতে পারব?
>>
>>
>>
>> ___________________________________________________________________________________
>>
>>
>> তর্ক কিংবা পেশি শক্তিতে নয়, কেবল কাজ দিয়েই আমরা দেশকে উন্নত করতে পারি ।
>>
>>
>> ____________________________________________________________________________________
>>
>>
>> Sazzad Hossain
>> https://www.moneybookers.com/app/?rid=19852903
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi...@ovi.com>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to