প্রিয় সবাই,
নামি দামী বেশ কিছু এন্টিভাইরাস ওয়েবসাইটে লিনাক্স ও উবুন্টুর জন্যও
এন্টিভাইরাস দেখানো হয়েছে।
জানতে চাইছি যে, লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে
কি?
যদিও গত দুই বছর থেকে উবুন্টু নিয়মিত ব্যবহারের পর ভাইরাস সম্পর্কিত কোন
সমস্যায় পড়িনি।
ঐসব ওয়েব সাইটে কেন লিনাক্স ও উবুন্টুর জন্যও এন্টিভাইরাস দেখানো হয়েছে এই
ব্যাপারে বিস্তারিত
জানালে আমি সহ অনেকেই উপকৃত হতাম।


ধন্যবাদ সবাইকে

বিণত
আজম মাহমুদ
রাজশাহী।
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] লি... ajom mahmud
    • Re: [Ubun... Md Ashickur Rahman Noor
      • Re: [... Abhi
        • R... ajom mahmud
          • ... Sazzad Hossain
            • ... Md Ashickur Rahman Noor
              • ... maSnun
                • ... Md Ashickur Rahman Noor
                • ... maSnun
                • ... Md Ashickur Rahman Noor
            • ... সাজেদুর রহিম জোয়ারদার

Reply via email to