সগীর ভাই,

আপনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো সহজেই পিএসপিপি দিয়ে করতে পারবেন।
পিএসপিপি যদিও এসপিএসএস-এর উপযুক্ত বিকল্প না; কিন্তু বেসিক লেভেলের কাজগুলো
সহজেই এটা দিয়ে করা যায়। অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে অবশ্য অনেক সমস্যা
হয়। সেক্ষেত্রে প্রয়োজনে আপনি R ব্যবহার করতে পারেন। আমি আমার অফিসিয়াল
প্রয়োজনে পিএসপিপি দিয়ে সব কাজ করতে পারছি।

অবশ্য লিনাক্সেও এসপিএসএস ব্যবহার করা যায়। কিনতে হয়। দাম বেশি না- মাত্র ৪০০
ডলার। :)

গৌতম

2011/6/23 sagir khan <sagi...@gmail.com>

> ধন্যবাদ। ইনস্টল করলাম। দেখতে SPSS এর মত লাগছে। ব্যবহার করলে বোঝা যাবে কি
> অবস্থা।
>
> ২৩ জুন, ২০১১ ১২:৪৯ am এ তে, Abhi <arup...@gmail.com> লিখেছে:
>
> > চার্ট, বারগ্রাফ এসব কাজের জন্য লিব্রে-অফিস calc বা writer দিয়ে টুকটাক
> > কাজ সারতে পারবেন,
> > আর আপনি উইন্ডোজে SPSS ব্যবহার করেন বলেছেন, লিনাক্সেও এর বিকল্প আছে, যেমন-
> > PSPP
> > http://www.gnu.org/software/pspp/
> >
> > SOFA statistics
> > http://www.sofastatistics.com/home.php
> >
> > আপনি একটু গুগলিং করলেও আরো বিকল্প পাবেন।
> >
> > On 6/23/11, sagir khan <sagi...@gmail.com> wrote:
> > > আমার এসাইনমেন্টের কাজে পরিসংখ্যানের কিছু কাজ করতে হবে। গ্রাফ, বারগ্রাফ,
> > > পাইচার্ট, মিন, মিডিয়ানের মত ছোট ছোট বিষয়গুলো নিয়ে কাজ করবো। জানালাতে
> আগে
> > > SPSS ব্যবহার করতাম।
> > > উবুন্টুতে কোনটি ভাল হবে?
> > >
> > > --
> > > ধন্যবাদ
> > > সগীর হোসাইন খান
> > > _______________________________________________________________
> > > ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽
> ✽
> > ✽
> > > _______________________________________________________________
> > > --
> > > Ubuntu Bangladesh
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> >
> > --
> > -------------------------
> > Abhi
> > Opensource Enthusiast
> > My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
> > Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
> > E-mail <abhi...@ovi.com>
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
>
> --
>  ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 

Goutam Roy
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to