Like.....
Like..... Like..... Like..... Like..... Like..... Like..... Like.....
Like..... Like..... Like..... Like..... Like..... Like..... Like.....
Like..... Like..... Like..... Like..... Like..... Like..... Like.....
Like..... Like..... Like..... Like..... Like..... Like..... Like.....
Like..... Like..... Like..... Like..... Like..... Like..... Like.....
Like..... Like..... Like..... Like..... Like..... Like..... Like.....
Like..... Like..... Like..... Like..... Like..... Like..... Like.....
Like..... Like.....
2011/7/7 ajom mahmud <ajom...@gmail.com>

> প্রিয় সবাই,
> সমস্যাটি আমি আমার এক বন্ধুর কম্পিউটারে উবুন্টু নিয়ে কম জানার ফলেই ঘটিয়ে
> ফেলেছি।
> ব্যাপারটি এই রকম-
> প্রথম আমি উবুন্টু ১০.০৪ ইন্সটল করি। প্রায় ১০দিন চালানোর পর বন্ধুটির কেন যেন
> মনে হয় আর উবুন্টু চালাবো না। সি ড্রাইভে উইন্ডোজ এক্সপি আছে। আর শেষের একটি
> ড্রাইভে আছে উবুন্টু (সেই সাথে আরো একটি ছোট্ট ২জিবির উবুন্টু সিষ্টেম ড্রাইভও
> আছে)। এরপর যা হয়েছে জানালা থেকে মাই কম্পিউটারে ডান বাটন ক্লিক করে ম্যানেজ
> এরপর ডিক্স ম্যানেজমেন্ট এরপর শেষের দুইটা আননোন ড্রাইভ ফরমেট করি। এটা করতে
> গিয়ে মেসেজ আসে পার্টিশন ডিলিট করতে হবে, ওমনি ইয়েস করি কারণ আমি তো শেষের
> দুইটি (যে দুইটি শুধুমাত্র উবুন্টুর জন্যই তৈরী করেছিলাম) ভাংতেই চাই। পরে এটা
> এনটিএফএস করে নিবো এই আশায়। কিন্তু মুহুর্ত্বেই সব শেষ। কম্পিউটারটির সি এবং
> ডি
> ড্রাইভ ছাড়া আর সব (ই, এফ, জি অক্ষর সমুদ্ধ ড্রাইভ সমূহ) ড্রাইভ বেমালুম
> গায়েব।
> আর কে ধরে। বন্ধুর তো হাউ মাউ কান্না। হবারই কথা, কতো কতো কালেকশন ছিলো, কতো
> গুরুত্বপূর্ণ ফাইল! কিন্তু না কিছুই করার থাকলো না।
>
> প্রথমবার আমি ভেবেছিলাম, এটা হয়তো কোথাও ছোট্ট একটি ভুলের জন্য হয়েছিল। কিন্তু
> না এরপরও আর একটি কম্পিউটারের ড্রাইভ একই ভাবে খেয়ে ফেললাম। খুবই বিব্রতকর
> অবস্থা।
>
> এর কোন সমাধান দিয়ে হেল্প করুন প্লিজ। মনে করুন সি ড্রাইভে উইন্ডোজ এক্সপি আছে
> এরপর উবুন্টু দিলাম শেষের ড্রাইভে এরপর যদি মনে হয় উবুন্টু বাদ দিয়ে উইন্ডোজ
> সেভেন চালাবো এবং উবুন্টুর ড্রাইভ দুইটি ফরমেট করবো এনটিএফএস/ফ্যাট৩২ তে
> কিন্তু
> কোন ডাটা হারাবে না। এটা করার উপায় কি, প্রসেসিংটা জানতে চাইছি। আসলেই এই
> দুইটি
> অপকর্ম ঘটে যাওয়ার পর খুব ভয়ে আছি। আবার যদি...
>
>
> সবাই ভালো থাকবেন।
>
>
> ###############
>
>
> আমি প্রায় দুইদিন আগে এই পোষ্টটি দিয়েছিলাম।
>
> এখন এর একটা সমাধান খুঁজে পেয়েছি (যারা বেশি জানেন তাদের কাছে সমাধানটা আগেই
> জানা ছিলো অবশ্য)। এই রকম সমস্যা হলে (অর্থাৎ পাটিশন ব্রেক করে নতুন পার্টিশনে
> জানালা এক্সপি বা সেভেন ইন্সটল করার প্রয়োজন পড়লে উইন্ডোজ এক্সপি সার্ভিস
> প্যাক-১ দিয়ে কাজ হবে না। ওটাতে শুধুমাত্র সি ড্রাইভ নামে একটিই ড্রাইভ দেখাতে
> পারে। ফলে  উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক-২, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন
> দিয়ে দিয়ে ভালো ভাবে কাজটি করতে পারবেন। যখন এটা বুট অপশন থেকে ইন্সটল করবেন
> তখন ড্রাইভ এর লিষ্ট পাবেন এবং এখান থেকে প্রয়োজনীয় ড্রাইভগুলো ডিলিট করে নতুন
> ড্রাইভ বানিয়ে নিন। এরপর ইচ্ছামত ওএস ইন্সটল করুন।
>
> তবে একটা কথা কি, আপনি চুরি করে একটি টাকা কারো মেরে দেওয়া পছন্দ করেন না। বেশ
> ভালো কথা। আপনি কারো চুরি সহ্য করতে পারেন না। তবে কেন প্রতিদিন মাইক্রোসফট ও
> অন্যান্য কোম্পানীর হাজার হাজার টাকা চুরি করে বা মেরে দিয়ে উইন্ডোজ ও
> পাইরেটেড
> সফটওয়্যার চালাবেন। নিতান্ত প্রয়োজনের বশে এটা করতে পারেন যেহেতু আমরা দরিদ্র
> দেশের দরিদ্র জনসাধারণ। কিন্তু অন্তত পক্ষে ডুয়েল বুটে জানালার সাথে লিনাক্স
> কেউ মাঝে মধ্যে চালানোর জন্য রাখুন। কারণ একসময় হয়তো লিনাক্স ছাড়া আর উপায়
> থাকবে না। হয় হাজার হাজার টাকা গুনে এটা কিনে চালাতে হবে নয়তো লিনাক্স চালাতে
> হবে।
>
> আর এখানে হেল্প করার জন্য তো সহৃদয় ব্যক্তিগণ অপেক্ষা করেই আছেন। হ্যাপি
> লিনাক্সিং...
>
>
>
>
> বিণত
> আজম মাহমুদ
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to