2011/8/2 Sazzad Hossain <sazzad...@gmail.com>

> যদি কেও বলতেন .sh file কি তবে জানতে পারতাম।
>

জানতে পারতেন না কি জানাতে পারতেন?

লিনাক্সে শেল স্ক্রিপ্টের ব্যাচ ফাইলগুলোকে সাধারণত .sh এক্সটেন্সন দেয়া হয়।
তবে এই এক্সটেন্সন শুধু নাম দেখে চেনার জন্যই ইউজ করা হয়। ফাইল এক্সিকিউট হতে
এক্সটেন্সন যে কোন কিছু একটা হলেও হবে। না দিলেও সমস্যা নেই।
যেমন নিচের ফাইলটি যদি file.sh নামে সেভ করে এক্সিকিউটেবল করা হয়।
--------------
#!/usr/bin/env php
<?php phpinfo(); ?>
--------------

তবে কমান্ড প্রমপ্ট থেকে ./file.sh দিয়ে এটা রান করানো যাবে। এবং পিএইচপিই রান
করবে।

-- 
>
Shiplu Mokadd.im
Follow me, http://twitter.com/shiplu
Innovation distinguishes between follower and leader
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to