scim থেকে scim-bridge এ নিতেই কাজ হয়েছে। ধন্যবাদ।

2011/10/3 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com>:
> প্রিয় ফজলে রাব্বী
>
> আপনি যেহেতু উবুন্টু ১০.১০ এ scim দিয়ে অভ্র ফোনেটিক লে-আউটে বাংলা লিখতে
> পেরেছেন ইতোমধ্যেই, তাই লিনাক্স মিন্ট ১১ তে ওটা না করতে পারার কোনই কারন আমি
> দেখছি না।
>
> আপনার বক্তব্য অনুসারে --
> ১। আপনি scim এবং scim-avro প্যাকেজ দুটো সকল ডিপেন্ডেন্সী সহ সিস্টেমে ইন্সটল
> করেছেন।
> ২। আপনি ল্যাঙ্গয়েজ সাপোর্ট থেকে কী-বোর্ড ইনপুট মেথড হিসেবে scim কে বাছাই
> করেছেন।
> ৩। এরপর আপনি সিস্টেমে লগআউট করে লগইন করার পরেও আপনার অভ্র ফোনেটিক কী-বোর্ড
> সক্রিয় হচ্ছে না এবং আপনি ব্যবহার করতে পারছেন না।
>
> যদি আমি ঠিকঠাক মতো বুঝে নিয়ে থাকি তো আপনি, আমার দেয়া পরবর্তী নির্দেশনাগুলো
> একটু মেনে চলুন।
> ১। আপনি ল্যাঙ্গয়েজ সাপোর্ট থেকে কী-বোর্ড ইনপুট মেথড হিসেবে scim-bridge কে
> বাছাই করুন। তারপর সিস্টেমে লগআউট করুন এবং পুনরায় লগইন করুন।
>
> যদি এরপরেও কাজ না করে তো --
> ১। মেন্য >> প্রেফারেন্সেস >> scim input method setup চালু করুন
> ২। এখানে কী-বোর্ড শেয়ারিং টা চালু করে দিন।
> ৩। কী-বোর্ড ইনপুট লেআউট গুলোর সবগুলোকে ডিজেবল করে অ্যাপ্লাই করে দিন।
> ৪। এবার শুধুমাত্র বাংলা ভাষা থেকে অভ্রকে বেছে নিন এবং অ্যাপ্লাই করুন।
> ৫। scim কনফিগারেশন উইন্ডোটি বন্ধ করে দিন এবং পুনরায় সিস্টেমে লগআউট করে লগইন
> করুন।
>
> আশা রাখি আপনার সমস্যার সমাধান হবে। আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
> ২০১১<http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals>"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd



-- 
উবুন্টু লাইব্রেরি (Ubuntu /Linux Mint এর নোটবুক) ::
http://ubuntulibrary.wordpress.com/

আমার ব্লগ-- বাংলাঃ http://sciencecatchup.blogspot.com/
এবং  ইংরেজিঃ http://sciencecatchup.wordpress.com/
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to