আসলে kernel টা আসল। অ্যানড্রয়েড টার kernel বা platform টা লিনাক্স, কিন্তু
অসম্পূর্ণ। তাই এটা ঠিক লিনাক্স ডিসটর না।

2011/10/24 Md Ashickur Rahman Noor <ashickur.n...@gmail.com>

> ওহ তা জানতাম না।
> ধন্যবাদ। তাহলে এখন আর গর্ব করে বলব না যে এন্ড্রোয়োড লিনাক্স, এটা লিনাক্স
> বেসড ওএস, কিন্তু আমার স্বল্প জ্ঞানে যা কুলায় তা হল সকল লিনাক্স ডিস্ট্রোকেই
> লিনাক্স বলা হয়। তাহলে ওএস এবং ডিস্ট্রোর মধ্যে পার্থক্য আছে মনে হয়।
>
> @সবাই আমি কোন ভুল বললে একটু ঠিক করে দিবেন।
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in
> Bangladesh<
> http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> Thank you
> Md Ashickur Rahman
> Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
> 01611151550
>
>
>
>
> 2011/10/24 maSnun <mas...@gmail.com>
>
> > যে ভিডিওটা শেয়ার করলাম ওটায় দেখলাম উইন্ডোজ চালাচ্ছে তাই জানতে চাইলাম ।
> > উবুন্টুই দেওয়ার কথা ।
> >
> > আশিকূন নূর ভাই, এন্ড্রয়েড লিনাক্স বেইজড অপারেটিং সিস্টেম, লিনাক্সের
> > ফর্ক, কিন্তু সরাসরি লিনাক্স না । গুগল অনেক কিছু পরিবর্তন করেছে যেগুলো
> > ঠিকমত মেইনটেইন করেনি এবং স্ট্যাবল কার্নেলে যোগ করার মতো ছিল না ।
> > একারনে লিনাক্স রেপো থেকে বহু আগেই এন্ড্রয়েড এর ব্রাঞ্চ মুছে দেওয়া
> > হয়েছে ।
> >
> > ম্যাক যেমন ইউনিক্স, এন্ড্রয়েড সেরকমই লিনাক্স :)
> >
> >
> > --
> > Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to