On 12/24/2011 12:06 PM, Arif Uddin wrote:
আপনি যদি নিচের কমান্ড ব্যবহার করে mysql install করেন তাহলে আশা করছি তা বুট
করার পরেও চালু থাকবে। আমি এই ভাবে করি।

sudo apt-get install apache2
sudo apt-get install mysql-server
sudo apt-get install php5-mysql
sudo apt-get install phpmyadmin

বিস্তারিত জানার জন্য এই লিংক<http://www.sobkichu.com/tune/arifrhb/219>  এ
যেতে পারেন।


ভাই আমি তো php এর সাথে mysql ইউজ করতেছি না। আমার apache2 এর ও দরকার নাই। আমি রুবি, রেইলস এর সাথে webricks সার্ভার দিয়ে mysql ইউজ করছি। সবই ঠিক আছে। শুধু সিস্টেম স্টার্ট করার সময় আমাকে service mysqld start দিতে হচ্ছে। আমি চাচ্ছি কোন পদ্ধতি যাতে এই কমান্ড টা না দিতে হয়।


আশা করি বুঝতে পেরেছেন।


--
Junayeed Ahnaf Nirjhor
/Doing this and that/
http://twitter.com/nirjhor
--
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to