শাহরিয়ার ভাইকে ধন্যবাদ সুন্দর ইমেইলটির জন্য। আমি একজন সাধারণ উবুন্টু
ব্যবহারকারী। বিশেষজ্ঞ নই, কিন্তু উবুন্টু-লিনাক্স-মুক্ত সফটওয়্যার নিয়ে
ভালোবাসা আছে। একটা সময় পর্যন্ত ডেকে ডেকে পরিচিত গণ্ডীর মানুষকে লিনাক্স
বুঝিয়েছি, উদ্বুদ্ধ করেছি উবুন্টু ব্যবহার করতে। এই ভালোবাসার তাগিদের
যখন যে যেখানে প্রোগ্রাম করেছেন সেখানে ডাকলেও বা না ডাকলেও গিয়েছি।

সাম্প্রতিক এসব মেইল এবং ঝগড়াবিবাদের দরুণ নিজেকে উবুন্টু কমিউনিটি থেকে
সরিয়ে নিয়েছি। অবশ্য আমার মতো সাধারণ ব্যবহারকারী কমিউনিটির জন্য
অবশ্য-প্রয়োজনীয় নয়। যে কারণে বছরখানিক ধরে উবুন্টু বা লিনাক্স-সম্পর্কিত
কোনো অনুষ্ঠানে পারতপক্ষে যাই না। আমরা গুতিকতক মানুষ- সমস্ত শক্তি
পরস্পরের দিকেই তাক করেই নিঃশেষ করে ফেলছি। এ অবস্থায় উবুন্টু- লিনাক্স
নিয়ে কাজ করা মানুষজন আমাকে আর আগের মতো আগ্রহী করে না। ঝগড়া-বিবাদ দেখতে
দেখতে ক্লান্তও।

তবে উবুন্টু-লিনাক্স শক্তিশালী হোক, এ আমার চাওয়া।

গৌতম

On 1/6/12, Md Ashickur Rahman Noor <ashickur.n...@gmail.com> wrote:
> একটি সময়পোযোগী মেইল। আশাকরি আমরা সবাই অন্তত এই লিস্টে নিজেদের ব্যক্তিগত
> ঝগড়া নিয়ে আসবো না, উবুন্টু বাংলাদেশ টিমের একটি উপাদান যা সকলের কাছে এখন
> গ্রহনযোগ্য এবং কেউ এখানে সাহায্য চাইলে ফেরত যায় না তাহল এই লিস্ট। আশাকরি
> আগামীতে এই লিস্টের কল্যাণে আমাদের উবুন্টু বাংলাদেশ লোকো টিমের কার্যক্রম
> আবার আগের মতন সচল হবে।
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in
> Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> 2048R/89C932E1<http://keyserver.ubuntu.com:11371/pks/lookup?op=get&search=0x8518D55289C932E1>
> Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
> 01611151550
>
>
>
>
> 2012/1/6 Shahriar Tariq <shahr...@linux.org.bd>
>
>> ব্যক্তিগত কারণে আমি বেশ কিছুদিন ধরে নিয়মিত হতে পারছি না, অনেকদিন পর পর যখন
>> অনলাইনে বসছি তখন দেখা যাচ্ছে অনেক বড় সড় ঝগড়া বিবাদ চলেছে। প্রথমবার যখন
>> আসলাম তখন দেখি বিএলইউএ আর লিফো বন্ধ। এরপর দেখি বিবাদের কারণে অনেক পরিচিত
>> মানুষই আর কমিউনিটিতে আগ্রহ পাচ্ছেন না। ১ বছর পরও সেই বিবাদ বিরোধ চলতে
>> দেখছি।‌
>>
>> ভালো কথা বিরোধ আছে, কাউকে কেউ সহ্য নাই করতে পারে, কারো কাজ অন্যের ভালো নাও
>> লাগতে পারে। কিন্তু সেটা অনেকটাই তার ব্যক্তিগত মতামত, আর কমিউনিটি/মেইলিং
>> লিস্ট এগুলো হচ্ছে গ্রুপ বেস্ড কালেক্টিভ এফোর্ট। আপনার ব্যক্তিগত বিরোধ
>> ব্যক্তিগতই রাখা উচিত, মেইলিং লিস্ট বা কমিউনিটি পেজে সেটা নিয়ে বচসা করে
>> কোনভাবেই লাভবান হওয়া যাবে না আর এখানে জিতার কোন প্রশ্নই নেই। তাহলে কেনো
>> অযথা কাঁদা ছুড়াছুড়ি? মেইলিং লিস্ট কোন ব্লগ বা ফোরামের মতো না যে চাইলেই
>> মডারেশনের মাধ্যমে কোন লেখা বা কমেন্ট সরিয়ে নেয়া যাবে। প্রতিটা পোস্ট
>> স্থায়ীরূপে রয়ে যায়। আজ থেকে ২ বছর পরে এসে কি আপনি দেখতে চান আপনি যতোগুলো
>> মেইল করেছেন তার ৬০-৭০ শতাংশই হচ্ছে ঝগড়া বিবাদের?
>>
>> আর মেইলিং লিস্ট উবুন্টু বাংলাদেশ পরিচালনা করছে সেটা ঠিক কিন্তু নিয়ন্ত্রন
>> তো
>> করতে পারবে না। কথায় কথায় ব্যক্তিবিশেষকে ব্লক করা সম্ভব না। এটা বুঝতে হবে
>> সবাইকে।
>>
>> আমার ব্যক্তিগত অনুরোধ আপনার কাউকে অপছন্দ হতে পারে, তার মেইল খোলার দরকার
>> নেই। যদি খুলেও ফেলেন পড়ার পর এক দফা হেঁটে আসুন পানি খান মেজাজ খারাপটা
>> অন্যদিকে নিন অনুগ্রহ করে অযথা খোঁচা মেরে মেইল করবেন না। যদি কোন ভুল তথ্য
>> উপস্থাপন করা হয়ে থাকে তাহলে রেফারেন্সসহ মূল সমস্যার সমাধান করুন কাউকে ভুল
>> প্রমানের চেষ্টা করার দরকার নেই।
>>
>> আর আমি যেহেতু ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছি না আমার ইচ্ছে আছে সামনে কোন
>> এক সময় সরে দাঁড়াবার। আশা করি আপনাদের মাঝ থেকেই কেউ একজন সাংগঠনিক ক্ষমতা
>> পরিপক্কতা আর সম্ভাবনা দেখাবেন যাতে আমরা তাকে দায়িত্ব হস্তান্তর করতে পারি।
>>
>> ততোদিন পর্যন্ত ভালো থাকবেন।
>>
>> -
>> শাহরিয়ার
>> মর্মাহত এক প্রাক্তন সংগঠক (বানান ঠিক হইলো কি??)
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to