এগুলো করলেও অনেক ভালো হবে। আমরা যারা এতদিন উবুন্টু ব্যবহার করেও এগুলো
জানিনা তারা জানতে পারবো।

আমি বলছিলাম নতুনদেরকে মাথায় রেখে।

২০ ফেব্রুয়ারী, ২০১২ ৬:২৭ pm এ তে, Junayeed Ahnaf Nirjhor <
zombiegenera...@aol.com> লিখেছে:

> On 02/20/2012 06:23 PM, sagir khan wrote:
>
>> ওয়ার্কশপে যে বিষয়গুলো আসতে পারে-
>> কিভাবে উবুন্টু শুরু করবেন?
>> কিভাবে ইনস্টল করতে হয়?
>> ডেস্কটপ পরিচিত।
>> সফটওয়্যার ইনস্টল এবং আনইস্টল করা।
>> অফলাইনে সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতি।
>> জানালার বিকল্প সফটওয়্যারগুলোর তালিকা এবং তাদের ব্যবহার?
>> কমান্ড লাইন ব্যবহার করার কৌশল?
>> নেট সংযোগ। পারলে ব্রডব্যন্ড এবং মডেমতো অবশ্যই। উবুন্টুতে কোন কোন কম্পানির
>> মডেম ভালো চলে তা জানালে ভালো।
>> উবুন্টুর সুবিধাগুলো।
>>
>> এই থাক। এগুলো হাতে কলমে দেখাতে পারলে নতুন যারা আসতে চাচ্ছে তােদর সংশয় ৯০
>> ভাগ কেটে যাবে বলে আশা করি।
>>
>>  আচ্ছা , ওয়ার্কশপ , মিটিং, জ্যাম, সমাবেশ সবেতেই একই জিনিষ বারবার হয়ে
> যাচ্ছে না? পেয়ার প্রোগ্রামিং বা লিনাক্সে কেমন করে জিসিসি / জিডিবি/
> জিপ্লাসপ্লাস ব্যবহার করা যায় এইটা দেখানো যায় না ? অথবা বাগ ফিক্সিং ফেস্ট
> করা যায়। সবাই এক হয়ে বসে কোন একটা অ্যাপ্লিকেশন এর বাগ ফিক্স করা যায়।
>
> অথবা সবাই মিলে কোলাবোরেশন করে একটা প্রোগ্রাম তৈরীর কাজে হাত দেয়া যায়।
> আইডিয়াটা হল, মানুষকে বুঝানো যে লিনাক্সে কেমন করে প্রোগ্রামিং শুরু করতে হবে।
>
> আমার মনে হয় কাজটা করা গেলে ভালো হবে।
>
> --
> Junayeed Ahnaf Nirjhor
> Core Developer Intern, Diaspora
> Twitter - Nirjhor <http://twitter.com/nirjhor>
>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/**mailman/listinfo/ubuntu-bd<https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd>
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to