সগীর ভাই, জামাল ভাইয়ের মতই আমারও মনে হচ্ছে যে ডিএনএস সার্ভার নিয়ে সমস্যা
হচ্ছে। আপনি কি কোন ওপেন ডিএনএস ব্যবহার করছেন? না করলে নিচের ধাপগুলো অনুসরণ
করুনঃ
১। System → Preferences → Network Connections এ যান
২। wired বা wireless network connection যেটি প্রযোজ্য সেটিতে যান। তারপর
Edit এ যান। এরপর IPv4 settings ট্যাবটিতে যান।
৩। এবার DNS Servers ফিল্ডে লিখুন 8.8.8.8, 8.8.4.4। সেভ করুন।
৪। কিছুক্ষণ অপেক্ষা করে দেখুন যে কাজ হয় কীনা।

-- 
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to