আপডেট

আমরা বিগত ১৬ই মার্চের ট্রান্সলেশন স্প্রিন্ট পূর্বেই স্থগিত করেছিলাম।
কিছুদিন পূর্বে আমরা নতুন তারিখ ২৩ শে মার্চ এ পরিবর্তন করেছি। তবে এবার
ট্রান্সলেশন স্প্রিন্ট হবে ভার্চুয়াল। এই স্প্রিন্ট চলবে সকাল ১০ টা হতে ৪টা
পর্যন্ত।

আগ্রহী সকলেই এই ট্রান্সলেশন স্প্রিন্টে অংশগ্রহন করতে পারবেন, যার যার বাসা
কিংবা অফিস হতে। কারণ এটি একটি ভার্চুয়াল স্প্রিন্ট। তবে, অংশগ্রহন করতে হলে
যা করতে হবে।

১। আপনার লঞ্চপ্যাড একাউন্ট থাকতে হবে।
২। এই <http://bit.ly/Ubuntul10n>  লিস্ট হতে আপনার পছন্দনীয় ফাইল এর পাশে
আপনার নাম লিখুন
 ৩। লঞ্চপ্যাড এ লগিন করে, আপনার পছন্দের ফাইলটির অনুবাদ আরম্ভ করুন। অথবা
ফাইলটি ডাউনলোড করে অনুবাদ করুন এবং অনুবাদ শেষে আপলোড করে দিন।

অঙ্কুর লোকালাইজেশন টিম এর সদস্যগণ এই ভার্চুয়াল ট্রান্সলেশন স্প্রিন্ট
পর্যবেক্ষণ করবেন "হোটেল ৭১" এর "স্বাধীকা" কনফারেন্স রুম হতে।  উপলব্ধ থাকবো

ক। Gtalk - i...@ankur.org.bd
খ। Skypee - AnkurICT
গ। IRC - AnkurICT on freenode.org in #ankur

অতি আগ্রহীদের জন্য বলে রাখি, অঙ্কুর টিম এর সাথে সরাসরি বসে অনুবাদ করতে
চাইলে, লাঞ্চ ও অন্যান্য বাবদ ৫০০ টাকা খরচ হবে।

আশা করি সবাই উবুনটু ১২.০৪ অনুবাদে সহায়তা করবেন। আমরা চাই দীর্ঘমেয়াদী
সাপোর্টের এই উবুনটু তে বাংলা ডিফল্ট হিসেবে আসুক, ভিন্ন ল্যাঙ্গুয়েজ প্যাক
আকারে নয়।

অঙ্কুর লোকালাইজেশন টিম এর পক্ষে
মাহে আলম খান।


----------------------------------------------------------
Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla
Reps<https://wiki.mozilla.org/ReMo>
01199151550




On 9 March 2012 14:26, Md Ashickur Rahman Noor <ashickur.n...@gmail.com>wrote:

> মানে কি?
>
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
> 2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
> Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla 
> Reps<https://wiki.mozilla.org/ReMo>
> 01611151550
>
>
>
>
> On 9 March 2012 12:46, Sazzad Hossain <sazzad...@gmail.com> wrote:
>
>> at last they heard to me !!!
>> --
>> Sazzad Hossain
>> https://www.moneybookers.com/app/?rid=19852903
>>
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to