that's a great news! thank you ashiq bhai.

2012/5/31 Ashiq-uz-Zoha <ashiq.a...@gmail.com>

> আমি এই মেইলটা লিখছি আমার উবুন্টু 12.04 LTS থেকে ও কিউবি শাটল মডেম থেকে
> ইন্টারনেটে কানেক্টেড হয়ে। কিউবি শাটল মডেম থেকে ইন্টারনেট অ্যাকসেস করা
> বাংলাদেশের লিনাক্স কমিউনিটিতে এতদিন একটা অমিমাংসিত বিষয় ছিল। আজকের পর মনে
> হয় আমরা যারা লিনাক্স ইউজার সবাই কিউবি মডেম যেকোন অপারেটিং সিস্টেমে চালাতে
> পারবো ও সেটা আইনসিদ্ধভাবেই।
>
> সাইফ ভাইয়ের মেইল থেকে মনে হয় সবাই আমরা মোটামুটি এটা জেনে গেছি যে , লিনাক্সে
> কিউবি শাটল মডেম চালাতে হোস্টলেস কানেক্টিভিটি প্রোটোকল লাগে ও সেটা নিজে
> কনফিগার করতে হলে একটা ফার্মওয়্যার লাগে যেটা গ্রীনপ্যাকেট তাদের প্রিমিয়াম
> বাল্ক ইউজারদেরকে (আমাদের জন্য সেটা কিউবি) দেয় সাধারনত । আপনার কিংবা আমার
> সেটা পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এখন আমি বলি কিভাবে এটা করলাম।
>
> আমার ল্যাপটপে হ্যাকিনটোশ ওএসএক্স লায়ন ইন্সটল করা আছে , আমি কিউবির ম্যাক
> ড্রাইভার খুজতে গিয়ে দেখি নেটে যেটা পাওয়া যায় সেটা ওএসএক্স স্নো লেপার্ড
> পর্যন্ত সাপোর্ট করে। হোস্টলেস প্রোটোকলের নাম শুনে ভাবলাম কিউবিকে আমার
> ম্যাকের জন্য ড্রাইভার দিতে বলি , যেহেতু ওদের লায়নের ড্রাইভার নাই কাজেই ওরা
> যদি ম্যাকে মডেম কনফিগার করে তাহলে হয়ত হোস্টলেস প্রোটোকলই অ্যাকটিভ করে দিবে।
>
> যাহোক , এটা ভেবেই ২ দিন আগে ওদের হেল্পলাইনে যোগাযোগ করলাম ও কিছুক্ষন আগে
> ওদের ইন্জিনিয়ার আমার রুমে আসে আমার মডেম কনফিগার করতে। ওনার ল্যাপটপে দেখলাম
> আমার মডেম লাগিয়ে ফ্ল্যাশ দিচ্ছেন ও সেটা হোস্টলেস কানেক্টিভিটি অ্যাকটিভ করার
> জন্য সেই ফার্মওয়্যারটাই। আমি ওনার সাথে বিস্তারিত কথা বলেছি নিশ্চিত হওয়ার
> জন্য এবং ১০০% নিশ্চিত এ ব্যাপারে। ফ্ল্যাশ দিয়ে মডেম কনফিগার করার পর এখন
> মডেমটা শুধু পিসিতে লাগালেই চলে। কোন কানেকশন ম্যানেজার লাগে না  , কানেক্ট
> করাও লাগে না , অটোমেটিক কানেক্ট হয়ে যায়। পারফরম্যান্সও কিছুটা বেটার মনে
> হচ্ছে। সবচেয়ে বড় কথা এটা কোন অপারেটিং সিস্টেমে চলছে সেটা কোন বিষয়ই না ,
> সবকিছুতেই চলবে।
>
> ব্যাপারটা মোটামুটি এই। কাজেই আসুন আমরা লিনাক্সে মডেম চালাতে চাইলে নিশ্চিন্ত
> মনে কিউবিকে পেইন দিই , তাদের ইঞ্জিনিয়ার এসে নিজ দায়িত্বে মডেম কনফিগার করে
> দিয়ে যাক। আমরা নিজেরা একটা কপিরাইটযুক্ত জিনিস নিয়ে ঘাটার রিস্ক না নিয়ে এটা
> যাদের ব্যাপার তাদের কাছেই ছেড়ে দিই।
>
> ** আর সাইফ ভাইকে অসংখ্য ধন্যবাদ , উনি ছাড়া হয়ত এই জিনিসটা জানতে আমাদের আরো
> দেরি হত।
> শুভেচ্ছান্তে.......
> --
> Ashiq uz Zoha (Ayon)
> Undergraduate Student ,
> Dept. of Computer Science & Engineering ,
> Bangladesh University of Engineering & Tech.
> Dhaka - 1000 , Bangladesh.
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
samir
{ www.incurlybraces.com }
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to