Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread Shabab Mustafa
অনিরুদ্ধ,

আবেগের সাথে যুক্তির সংঘাত মেলাদিনের। যুক্তি বলে গোলাপের গন্ধে কারো এলার্জি
থাকলে সে গোলাপের বাগানে যাবে না। এতে গোলাপের বাগান পবিত্র না অপবিত্র সেই
প্রশ্ন অবান্তর। কমিউনিটির সবাই-ই স্বাধীন। 'আপনি যান নাই কেন?' প্রশ্নের
জবাবে 'ভাল লাগে নাই' জবাবের পর আসলেই আমাদের আর কিছু বলার থাকে না। যেমন এই
মেইলিং লিস্ট থেকেও প্রচুর মানুষ আনসাবস্ক্রাইব করে চলে গেছেন। সেইজন্য আমরা
কিন্তু কারো কাছে জবাব চাইতে পারি নি যে তারা চলে গেলেন কেন। আমরাই তাদের
থাকার জন্য যঘেষ্ট পরিমাণ অনুপ্রাণিত করে রাখতে পারিনি। সমস্যাটা আমাদেরই ছিল,
যারা চলে গেছেন তাদের নিশ্চয়ই নয়।

---
Shabab Mustafa



2012/5/22 Md Ashickur Rahman Noor 

> ফরওয়ার্ড করলাম।
> --
> Dedicated Linux Forum in Bangladesh 
> 2048R/89C932E1 
> Volunteer, FOSS Bangladesh  && Mozilla
> Reps
> 01199151550
>
>
>
>
> 2012/5/22 Aniruddha Adhikary 
>
> > মাসনুন ভাই, আমার কথাটার অর্থ হল, আমাদের ফোরামটির প্রশাসনের দুইজন ব্যক্তি
> > একটি বিশেষ সংস্থার সঙ্গে জড়িত। ওই বিশেষ সংস্থাটির কার্যক্রম কমিউনিটি সবাই
> > ভালোভাবে গ্রহণ করেনি। প্রশাসনের মাত্র দুইজন সদস্য ওই সংস্থার সঙ্গে জড়িত
> বলে
> > প্লাটফর্মটিই কি অপবিত্র হয়ে গেল? মানুষের চিন্তাভাবনা বড়ই আজগুবি! আচ্ছা,
> > লিনাক্সদেশ কি উক্ত সংস্থাকে কোন বিশেষ সুবিধা দিয়েছে বা দিচ্ছে?
> >
> > কমিউনিটির মধ্যে এই কাঁদা ছোড়াছুড়ির জন্যই আমরা এতটা পিছিয়ে পড়েছি।
> 2010-2011
> > এর দিকে লিনাক্স কমিউনিটিতে যে জোয়ারটা ছিল, তা সব শেষ হয়ে গেছে। মাসনুন
> ভাই,
> > আসেন এই ট্র্যাডিশনটা ঝেড়ে ফেলি। কার জন্য কি হইছে তা না বলে কিভাবে
> > কমিউনিটিকে আবার একত্র করা যায় তাই চিন্তা হওয়া উচিৎ। আপনার কথায় কিন্তু
> > সরাসরি ব্যক্তিগত আক্রমণ স্পষ্ট হয়ে উঠেছে। আশা করি, এমন আক্রমণাত্বক
> মন্তব্য
> > পরিহার করবেন, ছোট ভাই হিসেবে আপনার প্রতি অনুরোধ।
> >
> > --
> > Aniruddha Adhikary
> > Administrator
> > Linux Community Forum 
> >
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread Md Ashickur Rahman Noor
ফরওয়ার্ড করলাম।
--
Dedicated Linux Forum in Bangladesh 
2048R/89C932E1 
Volunteer, FOSS Bangladesh  && Mozilla
Reps
01199151550




2012/5/22 Aniruddha Adhikary 

> মাসনুন ভাই, আমার কথাটার অর্থ হল, আমাদের ফোরামটির প্রশাসনের দুইজন ব্যক্তি
> একটি বিশেষ সংস্থার সঙ্গে জড়িত। ওই বিশেষ সংস্থাটির কার্যক্রম কমিউনিটি সবাই
> ভালোভাবে গ্রহণ করেনি। প্রশাসনের মাত্র দুইজন সদস্য ওই সংস্থার সঙ্গে জড়িত বলে
> প্লাটফর্মটিই কি অপবিত্র হয়ে গেল? মানুষের চিন্তাভাবনা বড়ই আজগুবি! আচ্ছা,
> লিনাক্সদেশ কি উক্ত সংস্থাকে কোন বিশেষ সুবিধা দিয়েছে বা দিচ্ছে?
>
> কমিউনিটির মধ্যে এই কাঁদা ছোড়াছুড়ির জন্যই আমরা এতটা পিছিয়ে পড়েছি। 2010-2011
> এর দিকে লিনাক্স কমিউনিটিতে যে জোয়ারটা ছিল, তা সব শেষ হয়ে গেছে। মাসনুন ভাই,
> আসেন এই ট্র্যাডিশনটা ঝেড়ে ফেলি। কার জন্য কি হইছে তা না বলে কিভাবে
> কমিউনিটিকে আবার একত্র করা যায় তাই চিন্তা হওয়া উচিৎ। আপনার কথায় কিন্তু
> সরাসরি ব্যক্তিগত আক্রমণ স্পষ্ট হয়ে উঠেছে। আশা করি, এমন আক্রমণাত্বক মন্তব্য
> পরিহার করবেন, ছোট ভাই হিসেবে আপনার প্রতি অনুরোধ।
>
> --
> Aniruddha Adhikary
> Administrator
> Linux Community Forum 
>
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread maSnun
> @মাসনুন ভাই
>
> > একটা বিশেষ সংস্থার  প্রভাব আর অজানা এ্যালার্জির কথাও উঠে এসেছে ।
> >
>
> এটা অনিরুদ্ধের কথা। আমার ধারনা আমাদের মধ্যে ইগো বেশি। তাই সংস্থার প্রভাব
> যেখানে নাই, সেখানেও আমি সকলকে খুজে পাই নাই, যাদের পেয়েছি তারা সকলেই নতুন।
>

জ্বী, কথাগুলো যে অনিরুদ্ধের সেটা বুঝতে সমস্যা হয় নি । আর অনিরুদ্ধের মতে
এ্যালার্জিটা তো রিং আর আপনার প্রতি, সুতরাং অনিরুদ্ধের ভাষ্যমতেই আপনারা
সকলকে না খুজে পাওয়াটাই কি স্বাভাবিক না? তারপরো নতুনরা উঠে আসছে এটা আশা
ব্যান্জক ।


-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

2012-05-21 Thread Shabab Mustafa
একাধিক ফোরাম থাকা অবশ্যই ভাল আইডিয়া। এতে বৈচিত্র্যের সুযোগ যেমন বাড়ে, তেমনি
নতুন নতুন উদ্ভাবনের সুযোগও সৃষ্টি হয়। তবে একাধিক ফোরামের ব্যাপারে কিছু
বাস্তব চিন্তা মাথায় এল, সেগুলো একটু শেয়ার করি-

১.  আমাদের কমিউনিটির আকার ছোট। অনেকগুলো ফোরাম পরিচালনা করার মত যথেষ্ট জনবল
আছে কিনা সেটা আরেকটু ভেবে দেখতে হবে।
২.  আমাদের মাঝে যে অসুস্থ দলাদলির প্রবণতা আছে সেটা অস্বীকার করার কোন উপায়
নেই। প্রতিযোগিতা শুরু হলে সেটা চেহারা কতখানি সুস্থ হবে সেটা নিয়ে সন্দেহ
আছে। একত্রে থাকলেও যে সেটা হবে না তা বলছি না, তবে দলের পরিমাণ বেশি হলে সেটা
বাড়ার সম্ভবনা আছে।
৩.  ফেসবুক আসার পর সামগ্রিকভাবেই মানুষের ফোরাম এবং ব্লগে সময় দেয়ার পরিমাণ
কিংবা গঠনমূলক কাজ করার পরিমাণ বেশ কিছুটা ভাটার দিকে। বাংলায় কন্ট্রিবিউটরের
সংখ্যা এমনিতেই সীমিত। একই বিষয়ে একাধিক কন্ট্রিবিউটরের একাধিক কন্টেন্ট রানিং
মেশিনের উপর দৌড়াবার মত অবস্থা সৃষ্টি করবে কিনা সেটা ভাবার দরকার আছে।

'ইগো' সমস্যা খালি আমাদের সমস্যা নয়। এই সমস্যা দুনিয়াব্যাপীই টেক কমিউনিটিতে
আছে। এর মাঝখান থেকে যারাই এই সমস্যা অতিক্রম করতে পারে তারাই এগিয়ে যায়,
তাদেরকেই আমরা চোখের সামনে দেখতে পাই। আর যারা বকাবকি করেই দিন পার দেয় তারা
তলেই থাকে, তাদের মানুষজন দেখতে পায় না।

আরেকটা সত্য কথা কিছুটা কড়া শোনাতে পারে, তবুও অনেক কথাই যখন এসেছে এটাও বলে
ফেলি। মানুষ কোন ওয়েবসাইটে যাবে আর কোন ওয়েবসাইটে যাবে না, কাকে তার ভাল লাগবে
আর কাকে ভাল লাগবে না সে ব্যাপারে সে সম্পূর্ণ স্বাধীন। এখানে কোন ফোরামের
কারণে কোন ফোরামের ট্রাফিক কমে গেল, কাকে অনুরোধ করার পর কে অনুরোধ রাখতে পারল
না, কোন ফোরামের অ্যাডমিনের বয়স কত সেটা নিয়ে সহানুভূতি হয়ত অনেক পাওয়া যেতে
পারে, কিন্তু দিন শেষে ওই স্বাধীনতাই বড় কথা। টেনে হিঁচড়ে তো কেউ কাউকে কোথাও
নিয়ে যেতে পারব না।

দেখে ভাল লাগে জুনিয়ররা এখন অনেক বেশি কাজ করে। অনেক কিছুর ব্যাপারেই তারা
অনেক বেশি সচেতন। তাদের সংগ্রাম দেখলে নিজেদের পুরোনো দিনের কথা মনে পড়ে।
জুনিয়রদের এখন অভিমানের কথা বলার জন্য সিনিয়রদের খোঁজে। কিন্তু সিনিয়ররা যখন
জুনিয়র ছিল তখন তাদের বেশিরভাগেরই অভিমান করার মত কেউ ছিল না।

যাকগে সেসব কথা, ফোরাম একটা হোক আর পাঁচটাই হোক, কন্টেন্ট মার্জ হোক কিংবা
আলাদা থাকুক, এই থ্রেডে বেশ কিছু করনীয়/ বর্জনীয় বিষয় উঠে আসছে এটাই বড় কথা।
ভবিষ্যতে এটা আমাদের সবারই কাজে লাগবে।
---
Shabab Mustafa
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

2012-05-21 Thread sagir khan
আপনি মনে হয় আমার নিচের লিখাটুকু দেখেন নি?
"তার পরও ভিন্ন ভিন্ন সাদের ফোরাম থাকলে ভাল, কিন্তু একই বিষয়ের একাধিক ফোরমা!
আমাদের নিয়মিত লিখালিখি করা লেখকের সংখ্যাই বা কত? সব ভাগাভাগি হয়ে যাবে। "
-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
___
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
___
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

2012-05-21 Thread Md Ashickur Rahman Noor
@সগীর ভাই

তাইলে মনে হয় এত্ত গুলান ডিস্ট্রো, তাদের ফর্ক, স্ক্রাচ থাকার কোন দরকার ছিলো
না। খালি স্যালকওয়্যার, ডেবিয়ান, রেডহাট, আর্চ লিনাক্স এই তিনটা থাকলেই হত। এত
ডেস্কটপ পরিবেশেরও দরকার ছিলো না, ওপেন বক্স থাকলেই হইত। ইয়াহুর পর কেন গুগল
সার্চ কেন আসল? আমরা কেন ইয়াহু বাদ দিয়ে জিমেইল চালাই?
--
Dedicated Linux Forum in Bangladesh 
2048R/89C932E1 
Volunteer, FOSS Bangladesh  && Mozilla
Reps
01199151550
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

2012-05-21 Thread sagir khan
একাধিক প্লাটফর্ম থাকার সমস্যা হল গুরু লেখকটা কোন স্থানে সময় দিবেন সেটা
ঝামেলার হয়ে পরে। সবার লিখা কিন্তু সম মানের হয় না। যারা আগে থেকেই লিনাক্সে
আছেন তারা যেভাবে সহজ করে সব কিছু তুলে ধরতে পারেন ঠিক সেই ভাবে আমাদের মত
নতুনরা পারে না।

তার পরও ভিন্ন ভিন্ন সাদের ফোরাম থাকলে ভাল, কিন্তু একই বিষয়ের একাধিক ফোরমা!
আমাদের নিয়মিত লিখালিখি করা লেখকের সংখ্যাই বা কত? সব ভাগাভাগি হয়ে যাবে।
-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
___
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
___
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

2012-05-21 Thread Md Ashickur Rahman Noor
+১
--
Dedicated Linux Forum in Bangladesh 
2048R/89C932E1 
Volunteer, FOSS Bangladesh  && Mozilla
Reps
01199151550




2012/5/21 Hossain Muhammad Muctadir 

> maya2...@gmail.com এর সাথে সম্পুর্ন একমত।
>
> 2012/5/21 maya2...@gmail.com 
>
> > আমি মনে করি লিনাক্সের জন্য একটা মাত্র ফোরাম থাকবে কেন? একাধিক ফোরাম
> >
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread Md Ashickur Rahman Noor
@Muctadir ভাই
ভাই ফোরাম একটা আছে, সেখানে আপনাদের স্বাগতম। ফোরামের ঠিকানা আমার স্বাক্ষরে
দেওয়া আছে।

@মাসনুন ভাই

> একটা বিশেষ সংস্থার  প্রভাব আর অজানা এ্যালার্জির কথাও উঠে এসেছে ।
>

এটা অনিরুদ্ধের কথা। আমার ধারনা আমাদের মধ্যে ইগো বেশি। তাই সংস্থার প্রভাব
যেখানে নাই, সেখানেও আমি সকলকে খুজে পাই নাই, যাদের পেয়েছি তারা সকলেই নতুন।
--
Dedicated Linux Forum in Bangladesh 
2048R/89C932E1 
Volunteer, FOSS Bangladesh  && Mozilla
Reps
01199151550




2012/5/21 Hossain Muhammad Muctadir 

-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

2012-05-21 Thread Hossain Muhammad Muctadir
maya2...@gmail.com এর সাথে সম্পুর্ন একমত।

2012/5/21 maya2...@gmail.com 

> আমি মনে করি লিনাক্সের জন্য একটা মাত্র ফোরাম থাকবে কেন? একাধিক ফোরাম
> থাকাটা কি অস্বাভাবিক। লিফো ফিরে আসুক এটা আমিও চাই। কিন্তু সেজন্য
> লিনাক্সদেশের কনটেন্ট মার্জ করতে হবে কেন? ফোরামে ভাষা ব্যবহারের
> বৈশিষ্ট্য নিয়ে যে কথাটি masnun ভাই বলেছেন এটা আমার কাছে গুরুত্বপূর্ণ
> মনে হচ্ছে। এক একজন মানুষ বয়স ভেদে পারিবারিক সংস্কৃতি ভেদে উদ্দেশ্যভেদে
> ভিন্নভিন্নভাবে কথা বলে। আমরা সবাই লিনাক্স ব্যবহারকারী। সবাই একই সুরে
> একই ভদ্রতার মাত্রা রেখে একই গুরুত্ব দিয়ে কথা বলব তা কেন হবে। কেউ
> গুরুগম্ভীরভাবে কথা বলেন, কেউ বা হালকাচালে কথা বলেন। পরিবেশ প্রকৌশলী
> স্যারের ভাষা দেখুন। তিনি শিক্ষক মানুষ। কিন্তু এমনভাবে কথা বলেন (লেখেন)
> যেন বা আমার মত অল্প বয়সের কোন আন্তরিক বন্ধু। এটা আমার ভাল লাগে। তিনি
> শিক্ষক বলেই যে ভাবগম্ভীরভাবে কথা বলবেন তা কেন হবে? তো মানুষের
> পছন্দভেদে বিভিন্ন ফোরাম, বিভিন্ন ব্লগ থাকতেই পারে। লিফো ফিরে আসুক-
> মনেপ্রাণে চাই। কিন্তু পাশাপাশি চাই লিনাক্সদেশও নিজ স্বাতন্ত্র্য নিয়ে
> লিনাক্সের আর একটি ফোরাম হিসেবে থাকুক। কেউ কিন্তু বলেনি লিফোর জন্য
> আমাদের প্রযুক্তি বা প্রজন্ম ফোরামের কনটেন্টগুলো মার্জ করা হোক। আমিও
> ঠিক এটাই বলতে চাচ্ছি। লিনাক্সের একাধিক বাংলা ফোরাম চালু হোক, যার যেটা
> ভাল লাগবে সে সেটাতে যাবে। কোনটা হয়তো শুধু উবুন্টু কিংবা ডেবিয়ান
> ভিত্তিক কিংবা শুধু মিন্ট কিংবা সুসে, রেডহ্যাট, ফেডোরা অথবা কোনটা হয়তো
> সব লিনাক্স নিয়ে আলোচনা করবে। সেটাই কি মুক্ত পরিবেশ/ চিন্তা নয়, সেটাই
> কি গণতন্ত্র নয়? এরকম হলে দেখা যাবে এক বছরে বিভিন্ন ফোরাম থেকে অনেকগুলো
> লিনাক্সভিত্তিক প্রোগ্রাম হবে। সেটাই কি কাঙ্খিত নয়?
> আমি মনে করি এরকম হলে প্রত্যেকটা ফোরামই অন্যটার চেয়ে নিজেকে বেশি সমৃদ্ধ
> করার চেষ্টা করবে। ভালো ভালো আকর্ষণীয় টিপস/ কনটেন্ট দেয়ার চেষ্টা করবে।
> যার ফলে বাংলা ভাষায় লিনাক্সের প্রচার প্রসার আরও দ্রুত হবে।
> মোদ্দা কথা লিনাক্সকে ভালোবাসি। লিনাক্স নিয়ে গ্রুপিং থাকলেও তার জন্য
> আমাদের মত সাধারণ ব্যবহারকারীরা যেন সমস্যায় না পড়ে। নতুন ব্যবহারকারীরা
> যেন লিনাক্সগুরুদের সম্পর্কে ভিন্ন কিছু ভাবার অবকাশ না পায় সেদিকটাতে
> বেশি মনোযোগ দেয়া দরকার।
> (এলোমেলো অনেককিছু বলে ফেললাম। ঠিক বুঝাতে পারলাম কি না জানিনা। ভুল হলে
> ক্ষমাপ্রার্থী)
>
> On 21/05/2012, sagir khan  wrote:
> > লিফোকে যারা জমিয়ে তুলেছিলেন তারা আজ ব্যস্ত। তাই নতুন কোন ফোরামে কাজ করতে
> > গেলে আগের মত সময় পাবেন না। সেক্ষেত্রে লিফোর সমৃদ্ধ কনটেন্ট আমাদের জন্য এক
> > অমূল্য সম্পদ। আমরা শুধু চাই সেই লিফো ফিরে আসুক।
> >
> > লিনাক্স দেশ জমুক আর না জমুক সেটি কেউ না কেউ খুলেছে। যারা খুলেছে এর প্রতি
> > তাদের আবেগ নিজের ছেলের মতই। তাই তাদের আবেগ সবাই শ্রদ্ধা দিয়ে দেখবেন আশা
> > করি।
> > --
> > ধন্যবাদ
> > সগীর হোসাইন খান
> > ___
> > ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽
> ✽ ✽
> > ___
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
> --
> Please avoid sending me Word or PowerPoint attachments. Use only open
> format.
> See http://www.gnu.org/philosophy/no-word-attachments.html
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

2012-05-21 Thread maya2...@gmail.com
আমি মনে করি লিনাক্সের জন্য একটা মাত্র ফোরাম থাকবে কেন? একাধিক ফোরাম
থাকাটা কি অস্বাভাবিক। লিফো ফিরে আসুক এটা আমিও চাই। কিন্তু সেজন্য
লিনাক্সদেশের কনটেন্ট মার্জ করতে হবে কেন? ফোরামে ভাষা ব্যবহারের
বৈশিষ্ট্য নিয়ে যে কথাটি masnun ভাই বলেছেন এটা আমার কাছে গুরুত্বপূর্ণ
মনে হচ্ছে। এক একজন মানুষ বয়স ভেদে পারিবারিক সংস্কৃতি ভেদে উদ্দেশ্যভেদে
ভিন্নভিন্নভাবে কথা বলে। আমরা সবাই লিনাক্স ব্যবহারকারী। সবাই একই সুরে
একই ভদ্রতার মাত্রা রেখে একই গুরুত্ব দিয়ে কথা বলব তা কেন হবে। কেউ
গুরুগম্ভীরভাবে কথা বলেন, কেউ বা হালকাচালে কথা বলেন। পরিবেশ প্রকৌশলী
স্যারের ভাষা দেখুন। তিনি শিক্ষক মানুষ। কিন্তু এমনভাবে কথা বলেন (লেখেন)
যেন বা আমার মত অল্প বয়সের কোন আন্তরিক বন্ধু। এটা আমার ভাল লাগে। তিনি
শিক্ষক বলেই যে ভাবগম্ভীরভাবে কথা বলবেন তা কেন হবে? তো মানুষের
পছন্দভেদে বিভিন্ন ফোরাম, বিভিন্ন ব্লগ থাকতেই পারে। লিফো ফিরে আসুক-
মনেপ্রাণে চাই। কিন্তু পাশাপাশি চাই লিনাক্সদেশও নিজ স্বাতন্ত্র্য নিয়ে
লিনাক্সের আর একটি ফোরাম হিসেবে থাকুক। কেউ কিন্তু বলেনি লিফোর জন্য
আমাদের প্রযুক্তি বা প্রজন্ম ফোরামের কনটেন্টগুলো মার্জ করা হোক। আমিও
ঠিক এটাই বলতে চাচ্ছি। লিনাক্সের একাধিক বাংলা ফোরাম চালু হোক, যার যেটা
ভাল লাগবে সে সেটাতে যাবে। কোনটা হয়তো শুধু উবুন্টু কিংবা ডেবিয়ান
ভিত্তিক কিংবা শুধু মিন্ট কিংবা সুসে, রেডহ্যাট, ফেডোরা অথবা কোনটা হয়তো
সব লিনাক্স নিয়ে আলোচনা করবে। সেটাই কি মুক্ত পরিবেশ/ চিন্তা নয়, সেটাই
কি গণতন্ত্র নয়? এরকম হলে দেখা যাবে এক বছরে বিভিন্ন ফোরাম থেকে অনেকগুলো
লিনাক্সভিত্তিক প্রোগ্রাম হবে। সেটাই কি কাঙ্খিত নয়?
আমি মনে করি এরকম হলে প্রত্যেকটা ফোরামই অন্যটার চেয়ে নিজেকে বেশি সমৃদ্ধ
করার চেষ্টা করবে। ভালো ভালো আকর্ষণীয় টিপস/ কনটেন্ট দেয়ার চেষ্টা করবে।
যার ফলে বাংলা ভাষায় লিনাক্সের প্রচার প্রসার আরও দ্রুত হবে।
মোদ্দা কথা লিনাক্সকে ভালোবাসি। লিনাক্স নিয়ে গ্রুপিং থাকলেও তার জন্য
আমাদের মত সাধারণ ব্যবহারকারীরা যেন সমস্যায় না পড়ে। নতুন ব্যবহারকারীরা
যেন লিনাক্সগুরুদের সম্পর্কে ভিন্ন কিছু ভাবার অবকাশ না পায় সেদিকটাতে
বেশি মনোযোগ দেয়া দরকার।
(এলোমেলো অনেককিছু বলে ফেললাম। ঠিক বুঝাতে পারলাম কি না জানিনা। ভুল হলে
ক্ষমাপ্রার্থী)

On 21/05/2012, sagir khan  wrote:
> লিফোকে যারা জমিয়ে তুলেছিলেন তারা আজ ব্যস্ত। তাই নতুন কোন ফোরামে কাজ করতে
> গেলে আগের মত সময় পাবেন না। সেক্ষেত্রে লিফোর সমৃদ্ধ কনটেন্ট আমাদের জন্য এক
> অমূল্য সম্পদ। আমরা শুধু চাই সেই লিফো ফিরে আসুক।
>
> লিনাক্স দেশ জমুক আর না জমুক সেটি কেউ না কেউ খুলেছে। যারা খুলেছে এর প্রতি
> তাদের আবেগ নিজের ছেলের মতই। তাই তাদের আবেগ সবাই শ্রদ্ধা দিয়ে দেখবেন আশা
> করি।
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> ___
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> ___
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Please avoid sending me Word or PowerPoint attachments. Use only open format.
See http://www.gnu.org/philosophy/no-word-attachments.html
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] Qubee Shuttle modem in ubuntu 12.04

2012-05-21 Thread Ashiq-uz-Zoha
কয়েকদিন আগে একজন মেইলিং লিস্টে মেইল দিয়েছিলেন সফলভাবে কিউবি মডেম কানেক্ট
করার ব্যাপারে , এরপর উনি আর কোনো আপডেট দেননি .
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

2012-05-21 Thread sagir khan
লিফোকে যারা জমিয়ে তুলেছিলেন তারা আজ ব্যস্ত। তাই নতুন কোন ফোরামে কাজ করতে
গেলে আগের মত সময় পাবেন না। সেক্ষেত্রে লিফোর সমৃদ্ধ কনটেন্ট আমাদের জন্য এক
অমূল্য সম্পদ। আমরা শুধু চাই সেই লিফো ফিরে আসুক।

লিনাক্স দেশ জমুক আর না জমুক সেটি কেউ না কেউ খুলেছে। যারা খুলেছে এর প্রতি
তাদের আবেগ নিজের ছেলের মতই। তাই তাদের আবেগ সবাই শ্রদ্ধা দিয়ে দেখবেন আশা
করি।
-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
___
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
___
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread Hossain Muhammad Muctadir
আমি লিনাক্স অনেকদিন ধরে ব্যবহার করলেও এই কমিউনিটির নুতন সদস্য। ফোরামের যে
জিনিসটা আলোচনা হচ্ছে সেই ব্যপারে আমার মনে হয় যে কোন নামেই হোক না কেন একটা
ফোরাম থাকা দরকার যেখানে সবাই সাহায্য চাইতে এবং দিতে পারবে। এই ব্যপারে যত
দ্রত সম্ভব একটা মতে পৌছানো খুব জরুরি। যারা হর্তা-কর্তা আছেন তাদের এগিয়ে
আসার অনুরোধ জানাচ্ছি।

2012/5/21 maSnun 

> প্রথমেই বলব অনিরুদ্ধ লিনাক্স কমিউনিটির জন্য একাগ্র এবং সে বেশ চমৎকার কিছু
> কাজ করেছে । লিনাক্স দেশের ব্যাপারটা শুনে ওর জন্য খারাপ লাগল । আশা করি ও এই
> অবস্থা কাটিয়ে উঠবে ।
>
> অনিরুদ্ধের মেইল থেকেই বোঝা যাচ্ছে ফোরামটি গ্রহনযোগ্যতা পায় নি সকলের কাছে ।
> একটা বিশেষ সংস্থার  প্রভাব আর অজানা এ্যালার্জির কথাও উঠে এসেছে । ঠিক
> একারনেই আমি চাইব লিনাক্স দেশকে লিফোতে মার্জ করার । লিফোকে লিনাক্স দেশে নয় ।
>
> এছাড়াও এই মেইলে রাসেল জন ভাইয়ের একাগ্রতার ব্যাপারেও প্রশ্ন উঠেছে, আশা করি
> লিফোর পিছনে যারা থাকবেন তারা সবাই একাগ্রতা নিয়েই এগিয়ে আসবেন ।
>
> 2012/5/21 Md Shahadat Hossain 
>
> > @ Tareq Mohammad
> > সহমত
> >
> > 2012/5/21 Tareq Mohammad 
> >
> > > অনিরুদ্ধের মেইল পড়লাম। তার মত কিশোরের একাগ্রতা দেখে বেশ ভাল লাগছে।
> > > লিফো বন্ধ হয়ে যাবার পর লিনাক্সদেশ চালু হয় ঠিক কিন্তু ঐ যে গুরুদের
> > > পদচারণা না পড়ায় ঠিক জমে ওঠেনি। আশিকুর নূর ভাইয়ের কথায় আমি যোগ
> > > দিয়েছিলাম ঠিকই কিন্তু আপ্র, প্রজন্মে থাকা লিনাক্সগুরুদের না দেখে হতাশ
> > > হয়েছিলাম। নূর ভাইকে প্রায়ই এটা বলি। আমি হালকা জানতাম বিষয়টা, এখন আরো
> > > ভাল করে জানলাম।
> > >
> > > লিফোর প্রশাসক, অনিরুদ্ধসহ সবার প্রতি অনুরোধ অতীতের তিক্ততা ভুলে নতুন
> > > একটা ফোরাম খুলে দেখতে দোষ কি ? লিফো আর লিনাক্সদেশ মার্জ হলে ভাল হয়,
> > > উপকার হয় লিনাক্স নামের সাগরে হাবুডুবু খেতে থাকা মানুষগুলোর।
> > >
> > > আর কোন কথা নয়, এবার সময় সামনে এগিয়ে চলার।
> > > --
> > > Ubuntu Bangladesh
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > >
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
>
>
> --
> Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread maSnun
প্রথমেই বলব অনিরুদ্ধ লিনাক্স কমিউনিটির জন্য একাগ্র এবং সে বেশ চমৎকার কিছু
কাজ করেছে । লিনাক্স দেশের ব্যাপারটা শুনে ওর জন্য খারাপ লাগল । আশা করি ও এই
অবস্থা কাটিয়ে উঠবে ।

অনিরুদ্ধের মেইল থেকেই বোঝা যাচ্ছে ফোরামটি গ্রহনযোগ্যতা পায় নি সকলের কাছে ।
একটা বিশেষ সংস্থার  প্রভাব আর অজানা এ্যালার্জির কথাও উঠে এসেছে । ঠিক
একারনেই আমি চাইব লিনাক্স দেশকে লিফোতে মার্জ করার । লিফোকে লিনাক্স দেশে নয় ।

এছাড়াও এই মেইলে রাসেল জন ভাইয়ের একাগ্রতার ব্যাপারেও প্রশ্ন উঠেছে, আশা করি
লিফোর পিছনে যারা থাকবেন তারা সবাই একাগ্রতা নিয়েই এগিয়ে আসবেন ।

2012/5/21 Md Shahadat Hossain 

> @ Tareq Mohammad
> সহমত
>
> 2012/5/21 Tareq Mohammad 
>
> > অনিরুদ্ধের মেইল পড়লাম। তার মত কিশোরের একাগ্রতা দেখে বেশ ভাল লাগছে।
> > লিফো বন্ধ হয়ে যাবার পর লিনাক্সদেশ চালু হয় ঠিক কিন্তু ঐ যে গুরুদের
> > পদচারণা না পড়ায় ঠিক জমে ওঠেনি। আশিকুর নূর ভাইয়ের কথায় আমি যোগ
> > দিয়েছিলাম ঠিকই কিন্তু আপ্র, প্রজন্মে থাকা লিনাক্সগুরুদের না দেখে হতাশ
> > হয়েছিলাম। নূর ভাইকে প্রায়ই এটা বলি। আমি হালকা জানতাম বিষয়টা, এখন আরো
> > ভাল করে জানলাম।
> >
> > লিফোর প্রশাসক, অনিরুদ্ধসহ সবার প্রতি অনুরোধ অতীতের তিক্ততা ভুলে নতুন
> > একটা ফোরাম খুলে দেখতে দোষ কি ? লিফো আর লিনাক্সদেশ মার্জ হলে ভাল হয়,
> > উপকার হয় লিনাক্স নামের সাগরে হাবুডুবু খেতে থাকা মানুষগুলোর।
> >
> > আর কোন কথা নয়, এবার সময় সামনে এগিয়ে চলার।
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

[Ubuntu-BD] Qubee Shuttle modem in ubuntu 12.04

2012-05-21 Thread Fazle Rabbi Dayeen
শুনেছিলাম কার্নেল ৩.০৪ থেকে ওয়াইম্যাক্স মডেমের সুবিধা পাওয়া যাবে! কিন্তু
কোথাও সেটার লক্ষন দেখছিনা। ফোরাম আর ব্লগে ঘুরে দেখলাম বাংলালায়ন এর জন্য
সমাধান পাওয়া গেছে।
কেউ কি Qubee র মডেমের জন্য কোন সমাধান বের করতে পেরেছেন?


-- 
উবুন্টু লাইব্রেরি (Ubuntu /Linux Mint এর নোটবুক) ::
http://ubuntulibrary.wordpress.com/

আমার ব্লগ-- বাংলাঃ http://sciencecatchup.blogspot.com/
এবং  ইংরেজিঃ http://sciencecatchup.wordpress.com/
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

2012-05-21 Thread Md Shahadat Hossain
লিফো ফোরামের থিমটা অসাধারণ ছিল। একটা ইউনিক ভাব ছিল :)

2012/5/21 Md Shahadat Hossain 

> লিফো ফোরামের থিমটা অসাধারণ ছিল। একটা ইউনিক ভাল ছিল :)
>
>
> 2012/5/21 Md Shahadat Hossain 
>
>> রাসেল ভাই, এ্যাঞ্জেল ভাই, অনিরুদ্ধের মতামতের অপেক্ষায় আছি!!!
>>
>> 2012/5/20 Md Ashickur Rahman Noor 
>>
>>> লিনাক্সদেশের এডমিন হিসাবে নয়,মেইলিং লিস্টে কাঁদা ছোড়াছুড়ির জন্য অনেকেই
>>> মেইলিং লিস্ট থেকে আন সাবস্ক্রাইপ করে রেখেছে। লিনাক্সদেশে একজন এডমিন, ৩ জন
>>> মডারেটর এবং ১ জন পরামর্শকের মাঝে ২ জন ছাড়া সবাই উবুন্টু চালায়। বাকি দুইজন
>>> মিন্ট ইউসার। কিন্তু আমরা সবাই চাই বাংলাদেশে উবুন্টু কমিউনিটি আবার চাঙ্গা
>>> হয়ে উঠুক।
>>> --
>>> Dedicated Linux Forum in Bangladesh 
>>> 2048R/89C932E1 
>>> Volunteer, FOSS Bangladesh  && Mozilla
>>> Reps
>>> 01199151550
>>>
>>>
>>> 2012/5/20 Shabab Mustafa 
>>>
>>> > দুঃখিত, এই ব্যাপারটি আমার জানা ছিল না। কিন্তু আপনার দেয়া তথ্যে মনে
>>> হচ্ছে
>>> > উবুন্টু নিয়ে লিনাক্সদেশের আগ্রহ কিছুটা কম। সত্যিই কি ব্যাপারটি এইরকম
>>> কিছু?!
>>> > ---
>>> > Shabab Mustafa
>>> > --
>>> >
>>> --
>>> Ubuntu Bangladesh
>>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>>
>>
>>
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

2012-05-21 Thread Md Shahadat Hossain
লিফো ফোরামের থিমটা অসাধারণ ছিল। একটা ইউনিক ভাল ছিল :)

2012/5/21 Md Shahadat Hossain 

> রাসেল ভাই, এ্যাঞ্জেল ভাই, অনিরুদ্ধের মতামতের অপেক্ষায় আছি!!!
>
> 2012/5/20 Md Ashickur Rahman Noor 
>
>> লিনাক্সদেশের এডমিন হিসাবে নয়,মেইলিং লিস্টে কাঁদা ছোড়াছুড়ির জন্য অনেকেই
>> মেইলিং লিস্ট থেকে আন সাবস্ক্রাইপ করে রেখেছে। লিনাক্সদেশে একজন এডমিন, ৩ জন
>> মডারেটর এবং ১ জন পরামর্শকের মাঝে ২ জন ছাড়া সবাই উবুন্টু চালায়। বাকি দুইজন
>> মিন্ট ইউসার। কিন্তু আমরা সবাই চাই বাংলাদেশে উবুন্টু কমিউনিটি আবার চাঙ্গা
>> হয়ে উঠুক।
>> --
>> Dedicated Linux Forum in Bangladesh 
>> 2048R/89C932E1 
>> Volunteer, FOSS Bangladesh  && Mozilla
>> Reps
>> 01199151550
>>
>>
>> 2012/5/20 Shabab Mustafa 
>>
>> > দুঃখিত, এই ব্যাপারটি আমার জানা ছিল না। কিন্তু আপনার দেয়া তথ্যে মনে হচ্ছে
>> > উবুন্টু নিয়ে লিনাক্সদেশের আগ্রহ কিছুটা কম। সত্যিই কি ব্যাপারটি এইরকম
>> কিছু?!
>> > ---
>> > Shabab Mustafa
>> > --
>> >
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread Md Shahadat Hossain
@ Tareq Mohammad
সহমত

2012/5/21 Tareq Mohammad 

> অনিরুদ্ধের মেইল পড়লাম। তার মত কিশোরের একাগ্রতা দেখে বেশ ভাল লাগছে।
> লিফো বন্ধ হয়ে যাবার পর লিনাক্সদেশ চালু হয় ঠিক কিন্তু ঐ যে গুরুদের
> পদচারণা না পড়ায় ঠিক জমে ওঠেনি। আশিকুর নূর ভাইয়ের কথায় আমি যোগ
> দিয়েছিলাম ঠিকই কিন্তু আপ্র, প্রজন্মে থাকা লিনাক্সগুরুদের না দেখে হতাশ
> হয়েছিলাম। নূর ভাইকে প্রায়ই এটা বলি। আমি হালকা জানতাম বিষয়টা, এখন আরো
> ভাল করে জানলাম।
>
> লিফোর প্রশাসক, অনিরুদ্ধসহ সবার প্রতি অনুরোধ অতীতের তিক্ততা ভুলে নতুন
> একটা ফোরাম খুলে দেখতে দোষ কি ? লিফো আর লিনাক্সদেশ মার্জ হলে ভাল হয়,
> উপকার হয় লিনাক্স নামের সাগরে হাবুডুবু খেতে থাকা মানুষগুলোর।
>
> আর কোন কথা নয়, এবার সময় সামনে এগিয়ে চলার।
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

2012-05-21 Thread Md Shahadat Hossain
রাসেল ভাই, এ্যাঞ্জেল ভাই, অনিরুদ্ধের মতামতের অপেক্ষায় আছি!!!

2012/5/20 Md Ashickur Rahman Noor 

> লিনাক্সদেশের এডমিন হিসাবে নয়,মেইলিং লিস্টে কাঁদা ছোড়াছুড়ির জন্য অনেকেই
> মেইলিং লিস্ট থেকে আন সাবস্ক্রাইপ করে রেখেছে। লিনাক্সদেশে একজন এডমিন, ৩ জন
> মডারেটর এবং ১ জন পরামর্শকের মাঝে ২ জন ছাড়া সবাই উবুন্টু চালায়। বাকি দুইজন
> মিন্ট ইউসার। কিন্তু আমরা সবাই চাই বাংলাদেশে উবুন্টু কমিউনিটি আবার চাঙ্গা
> হয়ে উঠুক।
> --
> Dedicated Linux Forum in Bangladesh 
> 2048R/89C932E1 
> Volunteer, FOSS Bangladesh  && Mozilla
> Reps
> 01199151550
>
>
> 2012/5/20 Shabab Mustafa 
>
> > দুঃখিত, এই ব্যাপারটি আমার জানা ছিল না। কিন্তু আপনার দেয়া তথ্যে মনে হচ্ছে
> > উবুন্টু নিয়ে লিনাক্সদেশের আগ্রহ কিছুটা কম। সত্যিই কি ব্যাপারটি এইরকম
> কিছু?!
> > ---
> > Shabab Mustafa
> > --
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread Tareq Mohammad
অনিরুদ্ধের মেইল পড়লাম। তার মত কিশোরের একাগ্রতা দেখে বেশ ভাল লাগছে।
লিফো বন্ধ হয়ে যাবার পর লিনাক্সদেশ চালু হয় ঠিক কিন্তু ঐ যে গুরুদের
পদচারণা না পড়ায় ঠিক জমে ওঠেনি। আশিকুর নূর ভাইয়ের কথায় আমি যোগ
দিয়েছিলাম ঠিকই কিন্তু আপ্র, প্রজন্মে থাকা লিনাক্সগুরুদের না দেখে হতাশ
হয়েছিলাম। নূর ভাইকে প্রায়ই এটা বলি। আমি হালকা জানতাম বিষয়টা, এখন আরো
ভাল করে জানলাম।

লিফোর প্রশাসক, অনিরুদ্ধসহ সবার প্রতি অনুরোধ অতীতের তিক্ততা ভুলে নতুন
একটা ফোরাম খুলে দেখতে দোষ কি ? লিফো আর লিনাক্সদেশ মার্জ হলে ভাল হয়,
উপকার হয় লিনাক্স নামের সাগরে হাবুডুবু খেতে থাকা মানুষগুলোর।

আর কোন কথা নয়, এবার সময় সামনে এগিয়ে চলার।
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread Md Shahadat Hossain
লিফো'র আগমনকে মনে প্রাণে চাচ্ছি।

2012/5/21 Md Ashickur Rahman Noor 

> অনিরুদ্ধ উবুন্টু বাংলাদেশ মেইলিং লিস্টে নেই। আজকে লিনাক্সদেশ ফোরাম এবং লিফো
> একত্রিত হওয়া নিয়ে যা আলোচনা চলছিলো লিস্টে, তা তাকে বললাম। সে চেয়েও সরাসরি
> লিস্টে মেইল করতে পারছে না, কারন লিস্টটি মডারেটেড করা, একজন নতুন সদস্য
> সাবস্ক্রাইপ করতে চাইলে কিছুদিন সময় নেয়। লিনাক্সদেশ ফোরাম এবং লিফো একত্রিত
> করার কাজটি এখন বেশি গুরুত্বপুর্ন হওয়ার মনে হয় সে এই মেইলটি ফর্য়ার্ড করতে
> বলেছে।   আমাকে মেইল টি ফর্য়ার্ড করতে বলায় আমি ফর্য়ার্ড করছি।
>
> স্ক্রিনশট : http://ubuntuone.com/2lN6Hah0aTJRNdeHfQhKYQ
>
> অ:ট:
>
> অনিরুদ্ধ এখন লিস্টে নেই, কারন মডারেশন। তাই লিস্টে কেউ তাকে কিছু বললে তাকে
> cc করে ইমেইলটি করবেন। তাহলে সে ইমেইল টি পাবে। ইমেইল এড্রেস:
> anirud...@adhikary.net
> --
> Dedicated Linux Forum in Bangladesh 
> 2048R/89C932E1 
> Volunteer, FOSS Bangladesh  && Mozilla
> Reps
> 01199151550
>
>
> 2012/5/21 Aniruddha Adhikary 
>
> >
> > -- Forwarded message --
> > From: Aniruddha Adhikary 
> > Date: 2012/5/21
> > Subject: লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা
> > To: ubuntu-bd@lists.ubuntu.com
> >
> >
> > প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই, আমি অনিরুদ্ধ অধিকারী। বর্তমানের চালু টপিক
> > "লিনাক্সদেশ" প্রজেক্টটি আমি শুরু করেছিলাম। আসলে বলতে হয় আমি শুরু করতে
> বাধ্য
> > হয়েছিলাম। সেই সঙ্গে জেনে রাখা ভালো বর্তমানে আমি রাইফেলস পাবলিক কলেজে দশম
> > শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।
> >
> > ==
> >
> > যারা লিফোর সদস্য ছিলেন তারা জানেন লিফোতে মাঝে দুয়েকটা "কালো ভেড়া" কি
> > করেছিল। তার পরিণতিও আমরা জানি। লিফো বন্ধ হয়ে যাবার পর লিনাক্স
> ব্যবহারকারীরা
> > সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে, সাহায্য পাবার একটুকুনও ঠাঁই বাকি ছিল না। আমি রাসেল
> > ভাইকে কতবার ফোন করে বলেছিলাম লিফো চালু করতে, তা আমি, উনি এবং আমার মোবাইল
> > অপারেটর জানে। কিন্তু, তিনি তা করতে চাননি। পরে একরকম জেদ করেই উনার সঙ্গে
> > যোগাযোগ করাই বন্ধ করে দিয়েছিলাম, প্রচন্ড রাগ হয়েছিল ওনার ওপর, আর হবেই না
> > কেন? যে লিফোতে আমার ব্রাউজারের হোমপেজ সেট করা ছিল, স্কুল থেকে বাসায় ফিরেই
> > যে সাইটের "সক্রিয় টপিক" লিংকে ক্লিক করতাম, সেটি থেকেও নেই!
> >
> > আমি ফেসবুকে চ্যাটে আস্তে আস্তে বুঝতে পারি, ব্যবহারকারীরা ফেসবুক চ্যাটে
> > ঠিকভাবে সাহায্য পাচ্ছে না। ফেসবুকে কয়েকটা গ্রুপও ছিল, কিন্তু গ্রুপের
> > কন্টেন্ট তো আর গুগলে সার্চ করে পাওয়া যায় না। যখন রাসেল ভাইকে বার বার বলার
> > পর দেখলাম উনি চালু করবেন না, আমি সিদ্ধান্ত নিই নিজেই আবার কমিউনিটিকে
> > কিকস্টার্ট মারার। তবে, আমার পরিকল্পনা যে সফল হয় নি তারই পরিচয় আজ
> > লিনাক্সদেশের আস্থা নিয়ে গুরুদের সংশয়।
> >
> > আমি যখন ফোরামটি নতুন করে চালু করতে চাই, তখন আমাকে ডোমেইন ও হোস্টিং বাবদ
> > দুই হাজার টাকা খরচ করতে হয়েছিল। স্কুলের ট্রান্সপোর্ট থেকে নাম কাটিয়ে,
> > ইন্টারনেট সংযোগের স্পীড কমিয়ে ও আমার পুরনো পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিনগুলো
> > দোকানে বিক্রি করে সে অর্থ যোগাড় করি। একদিন, সাহস করে PunBB নামক ফোরাম
> > ইঞ্জিন দিয়ে ফোরামটি চালু করি, এবং কমিউনিটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বড় ভাইদের
> > সন্ধানে বের হই। পরে গুগল মারফর জানতে পারি, অধিকাংশ ভাইয়েরা আপ্র তে আছেন।
> > ওখানে গিয়ে আমি একটি পোস্ট দিই এবং চেনা, জানা ভাইয়াদের একটা করে মেইল ড্রপ
> > করি। কিন্তু, আমার কাজের ধারায় কোন সমস্যার কারণে আমি আপ্রতে স্প্যামার
> হিসেবে
> > চিহ্নিত হই, এবং ফোরামের হেডারে বড় করে লিনাক্সদেশের স্প্যামিং নিয়ে নোটিশ
> > সাটানো হয়। একজন কিশোরের কাছে এ ধরণের একটা ধাক্কা কতটা আবেগপ্রবণ হয়ে ধরা
> > দিতে পারে, তা হয়তোবা আপনাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না।
> >
> > আমি অফিসিয়ালী একজন স্প্যামার হলাম, ফেসবুকে অনেকেই আমাকে অপমান করল, কিন্তু
> > তার পরেও কয়েকজন মানুষ আমার ডাকে সাড়া দিলেন। সবার প্রথমে ফোরামে নিবন্ধিত
> হন
> > আশিকূর নূর ভাইয়া, এরপর আসেন রিং, রাব্বি হোসেন, অনুপদা, আশিফ শাহো সহ আরও
> > অনেকে। কিন্তু, যেসকল বড় ভাইকে (নাম উল্লেখ করছি না) আমি সত্যিকার অর্থে
> > ফেলুদার মত করে দেখতাম, তাদের কেউই আমাকে কিছু বলেননি, সরাসরি কোন সাহায্যে
> > এগিয়ে আসেননি, এমনকি ইমেইলের কোন প্রত্যুত্তরও দেননি। এত সব ধাক্কার পরেও
> আমি
> > সরে যায় নি, এ পর্যায়ে আসার পরেও আমাকে সাপোর্ট দেয়ার জন্য আমার বাল্যবন্ধু
> > হিরককে ধন্যবাদ।
> >
> > আমি বুঝতে পারলাম, লিনাক্সদেশের জন্মই হয়েছে স্প্যামের মধ্য দিয়ে! জন্মই তার
> > আজন্ম পাপ, এ পাপের জন্যই হয়তোবা বড় ভাইয়েরা "ইগো" রক্ষার্থে আসতে চাচ্ছেন
> না।
> > ততদিনে ফোরাম ইঞ্জিন, ফোরামের চেহারা সবই অদল বদল হয়ে গিয়েছে। আমি আশিকূর
> নূর
> > ভাইয়াকে বললাম বড়দের আবার অনুরোধ করতে, আমি আমার কৃতকর্মের জন্য পাবলিকলি
> > ক্ষমা চেলাম, তাতেও হলো না। যে কমিউনিটির জন্য কয়েকমাস টানা কষ্ট করেছি, এত
> > অপমান সহ্য করেও সামনে এগিয়ে যাবার স্বপ্ন দেখেছি, সে কমিউনিটি আমাকে
> > প্রত্যাখান করেছে। এমনকি অনেকে এও বলেছেন, লিনাক্সদেশ চালু করবো বলে লিফো
> বন্ধ
> > করার পেছনে আমি নাকি কাজ করেছি! হায় বিধাতা!
> >
> > আমি পূর্বেই উল্লেখ করেছি, লিনাক্সদেশের সঙ্গে জড়িত হবার জন্য কমিউনিটির বড়
> > ভাইদের কাছে আমি রীতিমত কাকুতি মিনতি করেছি। আমার কাছে যারা ছিল এই
> কমিউনিটির
> > হিরো, তাদের কেউই সাড়া দেয়নি। সাড়া দিয়েছিল আশিকূর নূর, ইচ্ছে ঘুড়ি, জামাল
> > উদ্দিন এবং রিং ভাই। আমি জানি, আশিকূর নূর এবং রিং ভাইয়ের প্রতি অনেকেরই
> অজানা
> > এ্যালার্জি আছে, (দ্বিতীয় ব্যক্তিটির প্রতি আমিও সত্যিকার অর্থে খুশি নই)
> > তবুও, তারা আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, আর কেউতো দাঁড়া

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread Md Ashickur Rahman Noor
অনিরুদ্ধ উবুন্টু বাংলাদেশ মেইলিং লিস্টে নেই। আজকে লিনাক্সদেশ ফোরাম এবং লিফো
একত্রিত হওয়া নিয়ে যা আলোচনা চলছিলো লিস্টে, তা তাকে বললাম। সে চেয়েও সরাসরি
লিস্টে মেইল করতে পারছে না, কারন লিস্টটি মডারেটেড করা, একজন নতুন সদস্য
সাবস্ক্রাইপ করতে চাইলে কিছুদিন সময় নেয়। লিনাক্সদেশ ফোরাম এবং লিফো একত্রিত
করার কাজটি এখন বেশি গুরুত্বপুর্ন হওয়ার মনে হয় সে এই মেইলটি ফর্য়ার্ড করতে
বলেছে।   আমাকে মেইল টি ফর্য়ার্ড করতে বলায় আমি ফর্য়ার্ড করছি।

স্ক্রিনশট : http://ubuntuone.com/2lN6Hah0aTJRNdeHfQhKYQ

অ:ট:

অনিরুদ্ধ এখন লিস্টে নেই, কারন মডারেশন। তাই লিস্টে কেউ তাকে কিছু বললে তাকে
cc করে ইমেইলটি করবেন। তাহলে সে ইমেইল টি পাবে। ইমেইল এড্রেস:
anirud...@adhikary.net
--
Dedicated Linux Forum in Bangladesh 
2048R/89C932E1 
Volunteer, FOSS Bangladesh  && Mozilla
Reps
01199151550


2012/5/21 Aniruddha Adhikary 

>
> -- Forwarded message --
> From: Aniruddha Adhikary 
> Date: 2012/5/21
> Subject: লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা
> To: ubuntu-bd@lists.ubuntu.com
>
>
> প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই, আমি অনিরুদ্ধ অধিকারী। বর্তমানের চালু টপিক
> "লিনাক্সদেশ" প্রজেক্টটি আমি শুরু করেছিলাম। আসলে বলতে হয় আমি শুরু করতে বাধ্য
> হয়েছিলাম। সেই সঙ্গে জেনে রাখা ভালো বর্তমানে আমি রাইফেলস পাবলিক কলেজে দশম
> শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।
>
> ==
>
> যারা লিফোর সদস্য ছিলেন তারা জানেন লিফোতে মাঝে দুয়েকটা "কালো ভেড়া" কি
> করেছিল। তার পরিণতিও আমরা জানি। লিফো বন্ধ হয়ে যাবার পর লিনাক্স ব্যবহারকারীরা
> সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে, সাহায্য পাবার একটুকুনও ঠাঁই বাকি ছিল না। আমি রাসেল
> ভাইকে কতবার ফোন করে বলেছিলাম লিফো চালু করতে, তা আমি, উনি এবং আমার মোবাইল
> অপারেটর জানে। কিন্তু, তিনি তা করতে চাননি। পরে একরকম জেদ করেই উনার সঙ্গে
> যোগাযোগ করাই বন্ধ করে দিয়েছিলাম, প্রচন্ড রাগ হয়েছিল ওনার ওপর, আর হবেই না
> কেন? যে লিফোতে আমার ব্রাউজারের হোমপেজ সেট করা ছিল, স্কুল থেকে বাসায় ফিরেই
> যে সাইটের "সক্রিয় টপিক" লিংকে ক্লিক করতাম, সেটি থেকেও নেই!
>
> আমি ফেসবুকে চ্যাটে আস্তে আস্তে বুঝতে পারি, ব্যবহারকারীরা ফেসবুক চ্যাটে
> ঠিকভাবে সাহায্য পাচ্ছে না। ফেসবুকে কয়েকটা গ্রুপও ছিল, কিন্তু গ্রুপের
> কন্টেন্ট তো আর গুগলে সার্চ করে পাওয়া যায় না। যখন রাসেল ভাইকে বার বার বলার
> পর দেখলাম উনি চালু করবেন না, আমি সিদ্ধান্ত নিই নিজেই আবার কমিউনিটিকে
> কিকস্টার্ট মারার। তবে, আমার পরিকল্পনা যে সফল হয় নি তারই পরিচয় আজ
> লিনাক্সদেশের আস্থা নিয়ে গুরুদের সংশয়।
>
> আমি যখন ফোরামটি নতুন করে চালু করতে চাই, তখন আমাকে ডোমেইন ও হোস্টিং বাবদ
> দুই হাজার টাকা খরচ করতে হয়েছিল। স্কুলের ট্রান্সপোর্ট থেকে নাম কাটিয়ে,
> ইন্টারনেট সংযোগের স্পীড কমিয়ে ও আমার পুরনো পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিনগুলো
> দোকানে বিক্রি করে সে অর্থ যোগাড় করি। একদিন, সাহস করে PunBB নামক ফোরাম
> ইঞ্জিন দিয়ে ফোরামটি চালু করি, এবং কমিউনিটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বড় ভাইদের
> সন্ধানে বের হই। পরে গুগল মারফর জানতে পারি, অধিকাংশ ভাইয়েরা আপ্র তে আছেন।
> ওখানে গিয়ে আমি একটি পোস্ট দিই এবং চেনা, জানা ভাইয়াদের একটা করে মেইল ড্রপ
> করি। কিন্তু, আমার কাজের ধারায় কোন সমস্যার কারণে আমি আপ্রতে স্প্যামার হিসেবে
> চিহ্নিত হই, এবং ফোরামের হেডারে বড় করে লিনাক্সদেশের স্প্যামিং নিয়ে নোটিশ
> সাটানো হয়। একজন কিশোরের কাছে এ ধরণের একটা ধাক্কা কতটা আবেগপ্রবণ হয়ে ধরা
> দিতে পারে, তা হয়তোবা আপনাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না।
>
> আমি অফিসিয়ালী একজন স্প্যামার হলাম, ফেসবুকে অনেকেই আমাকে অপমান করল, কিন্তু
> তার পরেও কয়েকজন মানুষ আমার ডাকে সাড়া দিলেন। সবার প্রথমে ফোরামে নিবন্ধিত হন
> আশিকূর নূর ভাইয়া, এরপর আসেন রিং, রাব্বি হোসেন, অনুপদা, আশিফ শাহো সহ আরও
> অনেকে। কিন্তু, যেসকল বড় ভাইকে (নাম উল্লেখ করছি না) আমি সত্যিকার অর্থে
> ফেলুদার মত করে দেখতাম, তাদের কেউই আমাকে কিছু বলেননি, সরাসরি কোন সাহায্যে
> এগিয়ে আসেননি, এমনকি ইমেইলের কোন প্রত্যুত্তরও দেননি। এত সব ধাক্কার পরেও আমি
> সরে যায় নি, এ পর্যায়ে আসার পরেও আমাকে সাপোর্ট দেয়ার জন্য আমার বাল্যবন্ধু
> হিরককে ধন্যবাদ।
>
> আমি বুঝতে পারলাম, লিনাক্সদেশের জন্মই হয়েছে স্প্যামের মধ্য দিয়ে! জন্মই তার
> আজন্ম পাপ, এ পাপের জন্যই হয়তোবা বড় ভাইয়েরা "ইগো" রক্ষার্থে আসতে চাচ্ছেন না।
> ততদিনে ফোরাম ইঞ্জিন, ফোরামের চেহারা সবই অদল বদল হয়ে গিয়েছে। আমি আশিকূর নূর
> ভাইয়াকে বললাম বড়দের আবার অনুরোধ করতে, আমি আমার কৃতকর্মের জন্য পাবলিকলি
> ক্ষমা চেলাম, তাতেও হলো না। যে কমিউনিটির জন্য কয়েকমাস টানা কষ্ট করেছি, এত
> অপমান সহ্য করেও সামনে এগিয়ে যাবার স্বপ্ন দেখেছি, সে কমিউনিটি আমাকে
> প্রত্যাখান করেছে। এমনকি অনেকে এও বলেছেন, লিনাক্সদেশ চালু করবো বলে লিফো বন্ধ
> করার পেছনে আমি নাকি কাজ করেছি! হায় বিধাতা!
>
> আমি পূর্বেই উল্লেখ করেছি, লিনাক্সদেশের সঙ্গে জড়িত হবার জন্য কমিউনিটির বড়
> ভাইদের কাছে আমি রীতিমত কাকুতি মিনতি করেছি। আমার কাছে যারা ছিল এই কমিউনিটির
> হিরো, তাদের কেউই সাড়া দেয়নি। সাড়া দিয়েছিল আশিকূর নূর, ইচ্ছে ঘুড়ি, জামাল
> উদ্দিন এবং রিং ভাই। আমি জানি, আশিকূর নূর এবং রিং ভাইয়ের প্রতি অনেকেরই অজানা
> এ্যালার্জি আছে, (দ্বিতীয় ব্যক্তিটির প্রতি আমিও সত্যিকার অর্থে খুশি নই)
> তবুও, তারা আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, আর কেউতো দাঁড়ায়নি! (উবুন্টু
> বাংলাদেশের শাহরিয়ার তারিক ভাই আমাদের একজন পরামর্শক, তিনি সম্প্রতি নিবন্ধন
> করেন এবং আমার এ অনুরোধটি রাখেন।) এই প্যারায় আমার কথার সারাংশ হল, লিনাক্সদেশ
> লিফো মার্জ সংক্রান্ত একটি টপিকে এক বড়ভাই বলেছেন ফোরামটি একটি বিশেষ সংগঠনের
> নিয়ন্ত্রণাধীন বলে মন