Re: [Ubuntu-BD] DU meter for ubuntu

2010-06-11 Thread Aero River
add a applet at top/ bottom panel named : net speed. 'Netspeed' is available
at Ubuntu software center.

read http://www.banglahacks.com/2010/02/netspeed-net-meter-on-ubuntu.html

On Fri, Jun 11, 2010 at 2:24 PM, Lenin  wrote:

> Also if you use gnome-ppp dialer, it shows your data transfer rate as well.
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Aero
http://www.banglahacks.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


Re: [Ubuntu-BD] নেট সংযোগ ঘ টাতে পারছি kintu Bngal l ikhte parchina aar Sound ashchena

2010-06-03 Thread Aero River
লছি। আর আপনি যে বলেছেন ,"।।এটি ক্লিক করে তা
> > > ডাউনলোড এবং ইনস্টল করুন। এটি ডাউনলোড হবার পর ডাবলক্লিক করলেই হবে।
> ইনস্টল
> > > হবে
> > > একা একাই। এরপর, Applications > Internet এই মেনুতে গিয়ে টিমভিউয়ার
> > পাবেন।"
> > >
> > > এখানে Applicatuion>Internet নাহয় উবুন্টু বোঝা গেল। আগের কাজগুলোও যে
> > > উবুন্টুতে করতে হবে সেটি কী করে বোঝা যাবে? এখানে আছে ,"ডাউনলোড হবার পর
> > > ডাবলক্লিক করলেই হবে। ইনস্টল হবে" ডাউনলোড যদি উইন্ডজে করি, ডাবলক্লিকও
> > > সেখানেই
> > > করব প্রথমে। এটাইত স্বাভাবিক বুদ্ধি।!
> > > ইন্সটল হলে  পরে  যে সাজেদুর ভাই উবুন্টূতে   যেতে বলেছেন আর নেটে যুক্ত
> হতে
> > > বলেছেন সেটি আমি শুরুর মেইলেই বুঝেছি।
> > > আরে বাবা, নতুন  কথাগুলো পুরো বুঝতেও তো একটা মানুষের স্বাভাবিকভাবেই একটু
> > সময়
> > > বেশি লাগতে পারে!
> > > সাজেদুর ভাই অনেক চেষ্টা করছেন। তিনি মাঝে কলকাতা এসেও ফোনে কথা বলে
> সাহায্য
> > > করতে চেয়েছিলেন। হয়ে ঊঠেনি।
> > > "সুশান্ত কি আপ্র. ফোরামে একই ধরণের
> > > পোস্টগুলোতে একবারও চোখ বুলিয়েছেন?"
> > > হ্যাঁ,দিয়েছি। এবং অভ্রনীলের থেকে জবাব পেয়ে জবাব দিয়েওছি। কিন্তু সেখানেও
> > > মন্তব্য দেবার প্রযুক্তি আমাকে শিখতে হচ্ছে। আমি যেগুলোতে অভ্যস্থ , (
> আমার
> > > ব্লগ বা কফিহাউস) এটি এর মতো নয়। তা আপনারা যাই বলছেন সবইত আমার কাছে
> নতুন।
> > > প্রত্যকটাইতো আমাকে শিখে শিখে এগুতে হচ্ছে। আপ্র-তে আমি একটা ছবি আপলোড
> করতে
> > > চেয়েও পারিনি।
> > > "অন্যের সমালোচনা করার আগে নিজে ক'লাইন সমাধান দিলেন?"
> > > এরো, কী দিয়েছেন না জেনেই এই মন্তবইয় করলেন? হা !হা! হা! মন্তব্য
> > নিষ্প্রয়োজন।
> > > সে এর জানেন আর আমি জানি।
> > > শুধু এইটূকু বলি, এরো মাস্টারি আর প্রজ্ঞা সংক্রান্ত কথাগুলো আমাকে মনে
> রেখে
> > > বলেছেন।আমি নিজে এক মাস্টার কিনা। আর এরো জানেন , যারা ছাত্রকে বকে শেখাতে
> > চায়
> > > তাদের বিরুদ্ধে আমি সরব সোচ্চার। এনিয়ে আমার বেশ কিছু ছাত্রপাঠ্য লেখা
> লেখি
> > > আছে।
> > > আপনাকে অনুরোধ করব, আপনি যদি মাথা ঠান্ডা রাখতে না পারেন অনুগ্রহ করে
> আমাকে
> > > অনুগ্রহ করতে আসবেন না।
> > > সাজেদুর ভাই পরামর্শটা দিচ্ছিলেন। তিনি পাঁচদিন পরে মন্তব্য দিলেও আমার
> কাজ
> > > চলে
> > > যাবে। আমি আশা করছি তিনি দেবেন তাঁর দেবার আনন্দে! আমি নেব নেবার আনন্দে।
> > >
> > > ** *
> > > এরো, আমি যে ছবিগুলো পাঠালাম কিছু বুঝলেন? এই লিঙ্কযে এখানে কাজ করবে সেটি
> > > বুঝতেও আমার সময় লেগেছে। কেননা বন্ধুরা আরো অন্য কিছু সাইটের সাহায্য নিতে
> > > বলছিলেন। যেগুলোতে চেষ্টা করেও আমি সফ্ল হই নি। আর এই ছবিগুলোই পাঠাবার
> > বুদ্ধি
> > > আমার আজকেই এলো। যখন ভাবলাম স্মস্যা মার মসশিনের জন্যেই হতে পারে। এই
> > ছবিগুলো
> > > কেমেরাতে নেব বলেই আরেকবার উবুন্টু ইন্সটল করবার ঝক্কি নিলাম।
> > > সুশান্ত
> > >
> > >
> > >
> > >
> > > 2010/6/4 Lenin 
> > >
> > > > 2010/6/3 Aero River 
> > > >
> > > > > সুশান্ত কর, আবারও আপনার মন খারাপ করে দেবার জন্য আমি দুঃখিত। যারা
> > > টেকনোলজি
> > > > > ভাল জানে, তারা মাস্টার হিসেবেও যে ভাল হবে এটা ভাবাটাই অনুচিত। নবীন
> > > কাউকে
> > > > > নতুন কিছু শেখানোর ধৈর্য ও প্রজ্ঞা সবার থাকে না। শিক্ষাবিজ্ঞান তো আর
> > > সবাই
> > > > > পড়েন না। তবে, এটা ঠিক, এবার যেমন ছবির লিংক পাঠিয়েছেন, তেমন যদি
> প্রথম
> > > > থেকেই
> > > > > দিতে পারতেন, তাহলে সমস্যাগুলো লেনিন বা অন্যদের বুঝতে সুবিধা হতো।
> > > > >
> > > >
> > > > ছদ্মনামের জনাব অ্যারো রিভার,
> > > > আপনি সুশান্ত সাহেবের মোট দু'টি থ্রেডের মধ্যে মাত্র দু'বার অংশগ্রহণ
> > > করেছেন।
> > > > এরপর বোধহয় উপরের এধরণের কথা বলা সাজেনা। নিজেকে প্রজ্ঞাবান মনে করলে
> তা
> > > কথায়
> > > > না বলে প্রমাণ করে দেখিয়ে দেয়া উত্তম। এখানে কেউ তাদের মাস্টারি জাহির
> > করতে
> > > > আসেননি। সুশান্তবাবুর মতো সবারই অনেক অনেক কাজ রয়েছে। তারপরও ধৈর্য ধরে
> > একে
> > > > একে সাহায্য করে যাচ্ছেন। আর সাহায্য করার জন্য শিক্ষাবিজ্ঞান পড়ে আসতেও
> > > হয়না।
> > > > সমস্যা বুঝতেও কারো অসুবিধা হচ্ছে বলেও আমি মনে করিনা।
> > > >
> > > > সুশান্ত সাহেব ব্লগিংয়ে অভ্যস্ত সেটা মাত্রই উল্লেখ করেছেন। তিনি একটি
> > ব্লগ
> > > > পোস্টেও তার সমস্যার পুরো বিবরণ দিতে পারতেন। সবাই অনুরোধ করেছিলো
> > আ.প্র
> > > > ফোরামে দিতে, তাও দেননি। সেখানে মেইলিং লিস্টের চেেয় অনেক অনেক বেশি
> নবীন
> > > > ব্যবহারকারি আছেন। সুতরাং, সুশান্তবাবুর বুঝতে বেগ পেতে হতোনা।
> > > >
> > > > উবুন্তুর সফটওয়ার উইন্ডোজে ইনস্টল করতে চেষ্টা করে কেউ সমস্যা যদি
> বাড়ান
> > > তবে
> > > > যে কারো ধৈর্যচ্যুতি ঘটবে। আর টিমভিউয়ারটি সাজেদুর সাহেব কেনো ইনস্ট

Re: [Ubuntu-BD] নেট সংযোগ ঘ টাতে পারছি kintu Bngal l ikhte parchina aar Sound ashchena

2010-06-03 Thread Aero River
সুশান্ত কর, আবারও আপনার মন খারাপ করে দেবার জন্য আমি দুঃখিত। যারা টেকনোলজি
ভাল জানে, তারা মাস্টার হিসেবেও যে ভাল হবে এটা ভাবাটাই অনুচিত। নবীন কাউকে
নতুন কিছু শেখানোর ধৈর্য ও প্রজ্ঞা সবার থাকে না। শিক্ষাবিজ্ঞান তো আর সবাই
পড়েন না। তবে, এটা ঠিক, এবার যেমন ছবির লিংক পাঠিয়েছেন, তেমন যদি প্রথম থেকেই
দিতে পারতেন, তাহলে সমস্যাগুলো লেনিন বা অন্যদের বুঝতে সুবিধা হতো।

2010/6/3 Lenin 

> 2010/6/3 Sushanta Kar 
>
> > লেনিন ,
> >
>
>
>
> > আপনি এতো চটে যাচ্ছেন কেন?
> >
> Dont you see how many people trying to help you for so many day? I am
> mentioning that you are not giving much attention to mails. I will request
> you to read every word by word then carry out each of the instructions step
> by step. Thats how technical things work out.
>
> I will not answer the above question.
>
> > "আপনি খেয়াল করলেই দেখতে পেতেন, আমার লিংকটি আসলে  সাজেদুর সাহেবের লিংকেরই
> >  আরেকটু গভীরে "
> > এতো আমি জানিই। তাইতো আমি সাজেদুর ভাইকে জিজ্ঞেস করেছিলাম,*"**আমি কি এখানে
> > দেখানো উইন্ডোজ ইন্সটল করব? আমি লিনাএক্স ডাউন লোড করেছি।" *
> > "তো ঐ ফাইলটি আমাকে জিপ করে পাঠাবার দরকার নেই তাতে ডাবলক্লিক করে রান করে
> > দিন।
> > তাহলেই ওটি ইনস্টল হবে।"
> > *হলো না সে কথাইতো আপনাকে বললাম!*
> > কিন্তু পরে আমি নেটে কিছু খোঁজাখোঁজি করে জানলাম ডেব ফাইল উবুন্তুতেই খোলে।
> > আমিতো উইন্ডজে চেষ্টা করছিলাম।
> > আপনাকে মেইল করবার পর আমি উবুন্টূতে চেষ্টা করাতে সেটি আপনি বলবার মতো ই
> > ইনস্টল  হলো।
> >  কিন্তু কী হলো-কোথায় গেল কিছুই টের পেলাম না।
> >
>
> But I have told you on that mail where to find it. Just Follow from your
> Ubuntu menu.  *Applications > Internet*
>
> And there you find that Application.  Also, remember to make an appointment
> to anyone who have promised to share your desktop via that Application to
> guide you thereafter.
>
>
>  "টেক মেইলিং লিস্টে আমরা খুশি হই গোছানো টু-দি পয়েন্টে লিখলে।"
> > ওমা! আগের মেইলে আমি পয়েন্টের বাইরে কী লিখলাম? *যা হচ্ছে তাইত লিখলাম।আর
> > আপনাকে দেখবার জন্যে পাঠালাম।*
> >
> >
> See you are burgaining in return of assistance you get.
>
>
> >  "কিন্তু মিথস্ক্রিয়াটি অনেক অনেক মন্থরগতির। "
> >
> >
> I'll reply to rest of your mail later, when I find time. Please dont mind.
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Aero
http://www.banglahacks.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] নেট সংযোগ ঘ টাতে পারছি kintu Bngal l ikhte parchina aar Sound ashchena

2010-05-31 Thread Aero River
নতুন সিস্টেমে প্রথম প্রথম কিছু সমস্যা তো হবেই। দু'এক দিনের মধ্যেই ঠিক
হয়ে যাবে। উবুন্টুর প্রতি আগ্রহটা ধরে রাখুন। দেখবেন কম্পিউটার চালিয়ে
খুব স্বস্তি পাবেন।

বাংলা লিখতে তো কোন সমস্যা হবার কথা নয়। আপনি উইন্ডোজে অভ্র ব্যবহার
করতেন সেটা বুঝলাম। কিন্তু কোন কিবোর্ড ব্যবহার করতেন? পুরনো বিজয়? নাকি
ফোনেটিক?
আপনি তো 
http://www.banglahacks.com/2010/05/use-ibus-to-write-bangla-in-ubuntu.html
এই লিংকে বাংলাতেই মন্তব্য করেছিলেন।



On 5/31/10, Lenin  wrote:
> প্রযুক্তি বোঝার প্রয়োজন নেই। সবার বুঝতে হয়না। আপনি অনুগ্রহ করে আমাদের
> প্রযুক্তি ফোরামের দেয়া ঠিকানায় সদস্য হোন ওখানে আরো অনেক টপিক খুঁজে পেতেও
> আপনার সুবিধা হবে।
>
> ওখানে স্ক্রীনশটও পাঠানো যাবে। এখানে এটাটমেন্ট দেয়া যায়না তবে কোথাও আপলোড
> করে তার লিংক দেয়া যায়।
>
> ধন্যবাদ।
>
> লেনিন
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Aero
http://www.banglahacks.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] title bar missing

2010-05-30 Thread Aero River
শুধু home থেকে নয়। File System>user থেকেও compiz এবং compiz configuration
ফোল্ডার গুলো মুছে ফেলেছি। কিন্তু সমাধান হয়নি।
তবে এবার কম্পিউটার স্টার্ট করে টাইটেল বার পেয়েছি। Startup এর কমান্ড metacity
--replace দিয়ে রেখেছিলাম। সম্ভবত সমাধান হয়ে গেছে (যদি এটাকে সমাধান বলে)।

2010/5/30 Shabab Mustafa 

> মেটাসিটি করাপ্ট হয় নি। কম্পিজ আনইন্সটল করলেও এর পরিবর্তন করা সেটিংগুলো
> মুছে যায় নি। /home//.compiz নামক ফোল্ডারটি মুছে ফেলে দেখা
> যেতে পারে। আসলে এই সমস্যার ব্যাপারে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা খুব বেশি
> নয়। তাই হাতড়ে হাতড়ে সমাধান দিতে হচ্ছে।
>
> On 5/30/10, Aero River  wrote:
> > এর অর্থ এটাই কি যে আমার সিস্টেমের মেটাসিটি করাপ্ট হয়ে গেছে?
> > আর compiz setting manager আনইনস্টল করে ফেলেছি। কি করবো?
> >
> > On 5/30/10, Shabab Mustafa  wrote:
> >> সমস্যার গোড়া ওই কম্পিজই। আচ্ছা আপনার compiz setting manager টা কি এখনো
> >> ইন্সটল করা আছে? তাহলে ওখানের কিছু সেটিং পরিবর্তন করে আগের অবস্থায় আনার
> >> চেষ্টা করা যায়।
> >>
> >> এটা ছাড়া আরো টোটকা বুদ্ধিও আছে।  Systems > Preferences > Startup
> >> Applications এ গিয়ে Add বাটন চাপুন। Name এর ঘরে দিন 'Metacity Replace
> >> Command' আর Command এর ঘরে লিখুন 'meatacity --replace' । এরপর সেভ করে
> >> রিস্টার্ট দিন। প্রতি বার রিস্টার্টের সময় এই কমান্ডটি অটো ট্রিগার হতে
> >> থাকবে।
> >>
> >>
> >> ---
> >> Shabab Mustafa
> >> Chief Administrative Officer
> >> Admin Office
> >> CapsLock Corporates
> >>
> >>
> >> 2010/5/29 Aero River 
> >>
> >>> ভাইরে আমার সমস্যার সমাধান এখনও পেলাম না।
> >>> উবুন্টু কি রিইনস্টল করতে হবে?
> >>>
> >>> 2010/5/29 Aero River 
> >>>
> >>> > # Systems > Preferences > Keyboard Shortcuts এ গিয়ে দেখুন Desktop এর
> >>> অধীনে
> >>> > Show the panel's "Run Application" Dialog Box -এর শর্টকাট কি Alt + F2
> >>> > অ্যাসাইন করা আছে।
> >>> > #কম্পিউটার অন করার পর টার্মিনালে গিয়ে মেটাসিটি রিপ্লেস করার পর Alt+F2
> >>> > কাজ
> >>> > করে।
> >>> >
> >>> > #
> >>> >
> >>>
> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/
> >>> <
> >>>
> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/
> >এই
> >>> লিংকে গেলাম। xorg.conf ফাইল ওপেন হল। কিন্তু সেখানে কিছুই লেখা নেই।
> >>> > একেবারে সাদা পাতা।
> >>> >
> >>> > *Section "Device" বলতেও কিছু নেই।*
> >>> >
> >>> > 2010/5/28 Shabab Mustafa 
> >>> >
> >>> >> কম্পিজটা মনে হয় ডিজাবল করে রাখলেই কাজ চলত, যাইহোক, সমস্যাটা কম্পিজ
> >>> >> থেকেই
> >>> >> শুরু হয়েছে এটা নিশ্চিত। সম্ভবত কম্পিজের কোন শর্টকাটের সাথে এই
> শর্টকাট
> >>> সুইচ
> >>> >> হয়ে যাওয়া বা ওই রকম কিছু হয়েছে।
> >>> >>
> >>> >> Systems > Preferences > Keyboard Shortcuts এ গিয়ে দেখুন Desktop এর
> >>> >> অধীনে
> >>> >> Show the panel's "Run Application" Dialog Box -এর শর্টকাট কি Alt +
> F2
> >>> আছে
> >>> >> কিনা। না থাকলে অ্যাসাইন করে নিন।
> >>> >>
> >>> >>
> >>> >> ---
> >>> >> Shabab Mustafa
> >>> >> Chief Administrative Officer
> >>> >> Admin Office
> >>> >> CapsLock Corporates
> >>> >>
> >>> >>
> >>> >> 2010/5/28 Aero River 
> >>> >>
> >>> >> > আচ্ছা মেটাসিটিকে সফটওয়ার সেন্টার থেকে আনইনস্টল করে আবার ইনস্টল
> করবো
> >>> কি?
> >>> >> >
> >>> >> > 2010/5/28 Aero River 
> >>> >> >
> >>> >> > >
> >>> >> > >
> >>> >> >
> >>> >>
> >>>
> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/এই<http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/%E0%A6%8F%E0%A6%87>
> <
> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/%E0%A6%8F%E0%A6%87
> >
> >>> <
> >>>
> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/%E0%A6%8F%E0%A6%87
> >>> >
> >>> >> <
> >>> >>
> >>>
> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/%E0%A6%8F%E0%A6

Re: [Ubuntu-BD] title bar missing

2010-05-29 Thread Aero River
এর অর্থ এটাই কি যে আমার সিস্টেমের মেটাসিটি করাপ্ট হয়ে গেছে?
আর compiz setting manager আনইনস্টল করে ফেলেছি। কি করবো?

On 5/30/10, Shabab Mustafa  wrote:
> সমস্যার গোড়া ওই কম্পিজই। আচ্ছা আপনার compiz setting manager টা কি এখনো
> ইন্সটল করা আছে? তাহলে ওখানের কিছু সেটিং পরিবর্তন করে আগের অবস্থায় আনার
> চেষ্টা করা যায়।
>
> এটা ছাড়া আরো টোটকা বুদ্ধিও আছে।  Systems > Preferences > Startup
> Applications এ গিয়ে Add বাটন চাপুন। Name এর ঘরে দিন 'Metacity Replace
> Command' আর Command এর ঘরে লিখুন 'meatacity --replace' । এরপর সেভ করে
> রিস্টার্ট দিন। প্রতি বার রিস্টার্টের সময় এই কমান্ডটি অটো ট্রিগার হতে থাকবে।
>
>
> ---
> Shabab Mustafa
> Chief Administrative Officer
> Admin Office
> CapsLock Corporates
>
>
> 2010/5/29 Aero River 
>
>> ভাইরে আমার সমস্যার সমাধান এখনও পেলাম না।
>> উবুন্টু কি রিইনস্টল করতে হবে?
>>
>> 2010/5/29 Aero River 
>>
>> > # Systems > Preferences > Keyboard Shortcuts এ গিয়ে দেখুন Desktop এর
>> অধীনে
>> > Show the panel's "Run Application" Dialog Box -এর শর্টকাট কি Alt + F2
>> > অ্যাসাইন করা আছে।
>> > #কম্পিউটার অন করার পর টার্মিনালে গিয়ে মেটাসিটি রিপ্লেস করার পর Alt+F2
>> > কাজ
>> > করে।
>> >
>> > #
>> >
>> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/
>> <
>> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/>এই
>> লিংকে গেলাম। xorg.conf ফাইল ওপেন হল। কিন্তু সেখানে কিছুই লেখা নেই।
>> > একেবারে সাদা পাতা।
>> >
>> > *Section "Device" বলতেও কিছু নেই।*
>> >
>> > 2010/5/28 Shabab Mustafa 
>> >
>> >> কম্পিজটা মনে হয় ডিজাবল করে রাখলেই কাজ চলত, যাইহোক, সমস্যাটা কম্পিজ
>> >> থেকেই
>> >> শুরু হয়েছে এটা নিশ্চিত। সম্ভবত কম্পিজের কোন শর্টকাটের সাথে এই শর্টকাট
>> সুইচ
>> >> হয়ে যাওয়া বা ওই রকম কিছু হয়েছে।
>> >>
>> >> Systems > Preferences > Keyboard Shortcuts এ গিয়ে দেখুন Desktop এর
>> >> অধীনে
>> >> Show the panel's "Run Application" Dialog Box -এর শর্টকাট কি Alt + F2
>> আছে
>> >> কিনা। না থাকলে অ্যাসাইন করে নিন।
>> >>
>> >>
>> >> ---
>> >> Shabab Mustafa
>> >> Chief Administrative Officer
>> >> Admin Office
>> >> CapsLock Corporates
>> >>
>> >>
>> >> 2010/5/28 Aero River 
>> >>
>> >> > আচ্ছা মেটাসিটিকে সফটওয়ার সেন্টার থেকে আনইনস্টল করে আবার ইনস্টল করবো
>> কি?
>> >> >
>> >> > 2010/5/28 Aero River 
>> >> >
>> >> > >
>> >> > >
>> >> >
>> >>
>> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/এই<http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/%E0%A6%8F%E0%A6%87>
>> <
>> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/%E0%A6%8F%E0%A6%87
>> >
>> >> <
>> >>
>> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/%E0%A6%8F%E0%A6%87
>> >লিংকে
>> >> গেলাম। xorg.conf ফাইল ওপেন হল। কিন্তু সেখানে কিছুই লেখা নেই।
>> >> > > একেবারে সাদা পাতা।
>> >> > > *Section "Device" বলতেও কিছু নেই।*
>> >> > >
>> >> > >
>> >> > > 2010/5/28 Aero River 
>> >> > >
>> >> > >> ধন্যবাদ
>> >> > >> Alt + F2 আসেনা। টার্মিনাল দিয়েই মেটাসিটিকে রিপ্লেস করতে হচ্ছে।
>> >> > >>
>> >> > >>
>> >> > >> 2010/5/28 Shabab Mustafa 
>> >> > >>
>> >> > >>> টার্মিনাল বন্ধ করলে সেটা চলে যাবেই। এটা টেস্ট করার জন্য বলেছিলাম।
>> >> > >>> টার্মিনালের এর পরিবর্তে Alt + F2 চাপুন। একটা ছোট বাক্স আসবে। এবার
>> >> > এইখানে
>> >> > >>> লিখুন metacity --replace তারপর এন্টার মেরে দিন।
>> >> > >>>
>> >> > >>> pendrivelinux.com -এ উবুন্টু ৭.০৪ তেও একই সমস্যার জন্য একটা
>> সমাধান
>> >> > দেয়া
>> >> > >>> হয়েছে। সেটা আছে এখানে:
>> >> > >>>
>> >> > >>>
>> >> >
>> >>
>> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/
>> >> > >>>
>> >> > >>>
>> >> > >>> ---
>> >> > >>> Shabab

Re: [Ubuntu-BD] title bar missing

2010-05-29 Thread Aero River
ভাইরে আমার সমস্যার সমাধান এখনও পেলাম না।
উবুন্টু কি রিইনস্টল করতে হবে?

2010/5/29 Aero River 

> # Systems > Preferences > Keyboard Shortcuts এ গিয়ে দেখুন Desktop এর অধীনে
> Show the panel's "Run Application" Dialog Box -এর শর্টকাট কি Alt + F2
> অ্যাসাইন করা আছে।
> #কম্পিউটার অন করার পর টার্মিনালে গিয়ে মেটাসিটি রিপ্লেস করার পর Alt+F2 কাজ
> করে।
>
> #
> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/<http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/>এই
>  লিংকে গেলাম। xorg.conf ফাইল ওপেন হল। কিন্তু সেখানে কিছুই লেখা নেই।
> একেবারে সাদা পাতা।
>
> *Section "Device" বলতেও কিছু নেই।*
>
> 2010/5/28 Shabab Mustafa 
>
>> কম্পিজটা মনে হয় ডিজাবল করে রাখলেই কাজ চলত, যাইহোক, সমস্যাটা কম্পিজ থেকেই
>> শুরু হয়েছে এটা নিশ্চিত। সম্ভবত কম্পিজের কোন শর্টকাটের সাথে এই শর্টকাট সুইচ
>> হয়ে যাওয়া বা ওই রকম কিছু হয়েছে।
>>
>> Systems > Preferences > Keyboard Shortcuts এ গিয়ে দেখুন Desktop এর অধীনে
>> Show the panel's "Run Application" Dialog Box -এর শর্টকাট কি Alt + F2 আছে
>> কিনা। না থাকলে অ্যাসাইন করে নিন।
>>
>>
>> ---
>> Shabab Mustafa
>> Chief Administrative Officer
>> Admin Office
>> CapsLock Corporates
>>
>>
>> 2010/5/28 Aero River 
>>
>> > আচ্ছা মেটাসিটিকে সফটওয়ার সেন্টার থেকে আনইনস্টল করে আবার ইনস্টল করবো কি?
>> >
>> > 2010/5/28 Aero River 
>> >
>> > >
>> > >
>> >
>> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/এই<http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/%E0%A6%8F%E0%A6%87>
>> <
>> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/%E0%A6%8F%E0%A6%87>লিংকে
>> গেলাম। xorg.conf ফাইল ওপেন হল। কিন্তু সেখানে কিছুই লেখা নেই।
>> > > একেবারে সাদা পাতা।
>> > > *Section "Device" বলতেও কিছু নেই।*
>> > >
>> > >
>> > > 2010/5/28 Aero River 
>> > >
>> > >> ধন্যবাদ
>> > >> Alt + F2 আসেনা। টার্মিনাল দিয়েই মেটাসিটিকে রিপ্লেস করতে হচ্ছে।
>> > >>
>> > >>
>> > >> 2010/5/28 Shabab Mustafa 
>> > >>
>> > >>> টার্মিনাল বন্ধ করলে সেটা চলে যাবেই। এটা টেস্ট করার জন্য বলেছিলাম।
>> > >>> টার্মিনালের এর পরিবর্তে Alt + F2 চাপুন। একটা ছোট বাক্স আসবে। এবার
>> > এইখানে
>> > >>> লিখুন metacity --replace তারপর এন্টার মেরে দিন।
>> > >>>
>> > >>> pendrivelinux.com -এ উবুন্টু ৭.০৪ তেও একই সমস্যার জন্য একটা সমাধান
>> > দেয়া
>> > >>> হয়েছে। সেটা আছে এখানে:
>> > >>>
>> > >>>
>> >
>> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/
>> > >>>
>> > >>>
>> > >>> ---
>> > >>> Shabab Mustafa
>> > >>> Chief Administrative Officer
>> > >>> Admin Office
>> > >>> CapsLock Corporates
>> > >>>
>> > >>>
>> > >>> 2010/5/28 Aero River 
>> > >>>
>> > >>> > # হ্যা, কম্পিজ এনাবল করেছিলাম। কিন্তু এটা যে সমস্যা করবে, তা
>> ভাবিনি।
>> > >>> কিংবা
>> > >>> > কোন ফোরামেও পাইনি।
>> > >>> > আমাদের প্রযুক্তির এই লিংক
>> > >>> > http://forum.amaderprojukti.com/viewtopic.php?t=5544&f=42 পড়লাম।
>> > >>> পরামর্শ
>> > >>> > মোতাবেক কম্পিজ আনইনস্টল করেছি।
>> > >>> >
>> > >>> > # metacity --replace & শেষে & দেয়ার পরও টার্মিনাল ক্লোজ করলে
>> টাইটেল
>> > বার
>> > >>> চলে
>> > >>> > যায়।
>> > >>> >
>> > >>> > 2010/5/28 Shabab Mustafa 
>> > >>> >
>> > >>> > >  এনভিডিয়া এবং এটিআই -এর পুরনো কিছু গ্রাফিক্স কার্ডে কম্পিজ এনাবল
>> > করলে
>> > >>> > > সাধারণত এই সমস্যা দেখা দিয়ে থাকে। যদি ঘটনা তাই হয় তাহলে সবচেয়ে
>> বেশি
>> > >>> যে
>> > >>> > > সমাধানের কথা শোনা যায় তাহল কম্পিজ ডিজ্যাবল করে রাখা।
>> > >>> > >
>> > >>> > > আরো অপ্রচলিত কিছু সমাধানের কথাও শোনা যায়। কেউ কেউ মেনুবারের উপর
>> > রাইট
>> > >>> বাটন
>> > >>> > > ক্লিক করে কাস্টোমাইজ সিলেক্ট করার পর টাইটেল বার ফিরে এসেছে। কেউ

Re: [Ubuntu-BD] title bar missing

2010-05-29 Thread Aero River
# Systems > Preferences > Keyboard Shortcuts এ গিয়ে দেখুন Desktop এর অধীনে
Show the panel's "Run Application" Dialog Box -এর শর্টকাট কি Alt + F2
অ্যাসাইন করা আছে।
#কম্পিউটার অন করার পর টার্মিনালে গিয়ে মেটাসিটি রিপ্লেস করার পর Alt+F2 কাজ
করে।

#
http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/<http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/>এই
লিংকে গেলাম। xorg.conf ফাইল ওপেন হল। কিন্তু সেখানে কিছুই লেখা নেই।
একেবারে সাদা পাতা।
*Section "Device" বলতেও কিছু নেই।*

2010/5/28 Shabab Mustafa 

> কম্পিজটা মনে হয় ডিজাবল করে রাখলেই কাজ চলত, যাইহোক, সমস্যাটা কম্পিজ থেকেই
> শুরু হয়েছে এটা নিশ্চিত। সম্ভবত কম্পিজের কোন শর্টকাটের সাথে এই শর্টকাট সুইচ
> হয়ে যাওয়া বা ওই রকম কিছু হয়েছে।
>
> Systems > Preferences > Keyboard Shortcuts এ গিয়ে দেখুন Desktop এর অধীনে
> Show the panel's "Run Application" Dialog Box -এর শর্টকাট কি Alt + F2 আছে
> কিনা। না থাকলে অ্যাসাইন করে নিন।
>
>
> ---
> Shabab Mustafa
> Chief Administrative Officer
> Admin Office
> CapsLock Corporates
>
>
> 2010/5/28 Aero River 
>
> > আচ্ছা মেটাসিটিকে সফটওয়ার সেন্টার থেকে আনইনস্টল করে আবার ইনস্টল করবো কি?
> >
> > 2010/5/28 Aero River 
> >
> > >
> > >
> >
> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/এই<http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/%E0%A6%8F%E0%A6%87>
> <
> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/%E0%A6%8F%E0%A6%87>লিংকে
> গেলাম। xorg.conf ফাইল ওপেন হল। কিন্তু সেখানে কিছুই লেখা নেই।
> > > একেবারে সাদা পাতা।
> > > *Section "Device" বলতেও কিছু নেই।*
> > >
> > >
> > > 2010/5/28 Aero River 
> > >
> > >> ধন্যবাদ
> > >> Alt + F2 আসেনা। টার্মিনাল দিয়েই মেটাসিটিকে রিপ্লেস করতে হচ্ছে।
> > >>
> > >>
> > >> 2010/5/28 Shabab Mustafa 
> > >>
> > >>> টার্মিনাল বন্ধ করলে সেটা চলে যাবেই। এটা টেস্ট করার জন্য বলেছিলাম।
> > >>> টার্মিনালের এর পরিবর্তে Alt + F2 চাপুন। একটা ছোট বাক্স আসবে। এবার
> > এইখানে
> > >>> লিখুন metacity --replace তারপর এন্টার মেরে দিন।
> > >>>
> > >>> pendrivelinux.com -এ উবুন্টু ৭.০৪ তেও একই সমস্যার জন্য একটা সমাধান
> > দেয়া
> > >>> হয়েছে। সেটা আছে এখানে:
> > >>>
> > >>>
> >
> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/
> > >>>
> > >>>
> > >>> ---
> > >>> Shabab Mustafa
> > >>> Chief Administrative Officer
> > >>> Admin Office
> > >>> CapsLock Corporates
> > >>>
> > >>>
> > >>> 2010/5/28 Aero River 
> > >>>
> > >>> > # হ্যা, কম্পিজ এনাবল করেছিলাম। কিন্তু এটা যে সমস্যা করবে, তা
> ভাবিনি।
> > >>> কিংবা
> > >>> > কোন ফোরামেও পাইনি।
> > >>> > আমাদের প্রযুক্তির এই লিংক
> > >>> > http://forum.amaderprojukti.com/viewtopic.php?t=5544&f=42 পড়লাম।
> > >>> পরামর্শ
> > >>> > মোতাবেক কম্পিজ আনইনস্টল করেছি।
> > >>> >
> > >>> > # metacity --replace & শেষে & দেয়ার পরও টার্মিনাল ক্লোজ করলে টাইটেল
> > বার
> > >>> চলে
> > >>> > যায়।
> > >>> >
> > >>> > 2010/5/28 Shabab Mustafa 
> > >>> >
> > >>> > >  এনভিডিয়া এবং এটিআই -এর পুরনো কিছু গ্রাফিক্স কার্ডে কম্পিজ এনাবল
> > করলে
> > >>> > > সাধারণত এই সমস্যা দেখা দিয়ে থাকে। যদি ঘটনা তাই হয় তাহলে সবচেয়ে
> বেশি
> > >>> যে
> > >>> > > সমাধানের কথা শোনা যায় তাহল কম্পিজ ডিজ্যাবল করে রাখা।
> > >>> > >
> > >>> > > আরো অপ্রচলিত কিছু সমাধানের কথাও শোনা যায়। কেউ কেউ মেনুবারের উপর
> > রাইট
> > >>> বাটন
> > >>> > > ক্লিক করে কাস্টোমাইজ সিলেক্ট করার পর টাইটেল বার ফিরে এসেছে। কেউ
> > >>> বুদ্ধি
> > >>> > > দিয়েছে xorg.conf -এডিট করে এক্সটা কিছু লাইন বসাতে ইত্যাদি। তবে
> সবার
> > >>> আগে
> > >>> > > জানা
> > >>> > > প্রয়োজন ঠিক কি পরিবর্তন করার পর উক্ত সমস্যা শুরু হল।
> > >>> > > ---
> > >>> > > Shabab Mustafa
> > >>> > > Chief Administrative Officer
> > >>> > > Admin Office
> > >>> > > CapsLock Corporates
> > >>> > >
> > >>> > >
> >

Re: [Ubuntu-BD] title bar missing

2010-05-28 Thread Aero River
আচ্ছা মেটাসিটিকে সফটওয়ার সেন্টার থেকে আনইনস্টল করে আবার ইনস্টল করবো কি?

2010/5/28 Aero River 

>
> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/এই
>  লিংকে গেলাম। xorg.conf ফাইল ওপেন হল। কিন্তু সেখানে কিছুই লেখা নেই।
> একেবারে সাদা পাতা।
> *Section "Device" বলতেও কিছু নেই।*
>
>
> 2010/5/28 Aero River 
>
>> ধন্যবাদ
>> Alt + F2 আসেনা। টার্মিনাল দিয়েই মেটাসিটিকে রিপ্লেস করতে হচ্ছে।
>>
>>
>> 2010/5/28 Shabab Mustafa 
>>
>>> টার্মিনাল বন্ধ করলে সেটা চলে যাবেই। এটা টেস্ট করার জন্য বলেছিলাম।
>>> টার্মিনালের এর পরিবর্তে Alt + F2 চাপুন। একটা ছোট বাক্স আসবে। এবার এইখানে
>>> লিখুন metacity --replace তারপর এন্টার মেরে দিন।
>>>
>>> pendrivelinux.com -এ উবুন্টু ৭.০৪ তেও একই সমস্যার জন্য একটা সমাধান দেয়া
>>> হয়েছে। সেটা আছে এখানে:
>>>
>>> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/
>>>
>>>
>>> ---
>>> Shabab Mustafa
>>> Chief Administrative Officer
>>> Admin Office
>>> CapsLock Corporates
>>>
>>>
>>> 2010/5/28 Aero River 
>>>
>>> > # হ্যা, কম্পিজ এনাবল করেছিলাম। কিন্তু এটা যে সমস্যা করবে, তা ভাবিনি।
>>> কিংবা
>>> > কোন ফোরামেও পাইনি।
>>> > আমাদের প্রযুক্তির এই লিংক
>>> > http://forum.amaderprojukti.com/viewtopic.php?t=5544&f=42 পড়লাম।
>>> পরামর্শ
>>> > মোতাবেক কম্পিজ আনইনস্টল করেছি।
>>> >
>>> > # metacity --replace & শেষে & দেয়ার পরও টার্মিনাল ক্লোজ করলে টাইটেল বার
>>> চলে
>>> > যায়।
>>> >
>>> > 2010/5/28 Shabab Mustafa 
>>> >
>>> > >  এনভিডিয়া এবং এটিআই -এর পুরনো কিছু গ্রাফিক্স কার্ডে কম্পিজ এনাবল করলে
>>> > > সাধারণত এই সমস্যা দেখা দিয়ে থাকে। যদি ঘটনা তাই হয় তাহলে সবচেয়ে বেশি
>>> যে
>>> > > সমাধানের কথা শোনা যায় তাহল কম্পিজ ডিজ্যাবল করে রাখা।
>>> > >
>>> > > আরো অপ্রচলিত কিছু সমাধানের কথাও শোনা যায়। কেউ কেউ মেনুবারের উপর রাইট
>>> বাটন
>>> > > ক্লিক করে কাস্টোমাইজ সিলেক্ট করার পর টাইটেল বার ফিরে এসেছে। কেউ
>>> বুদ্ধি
>>> > > দিয়েছে xorg.conf -এডিট করে এক্সটা কিছু লাইন বসাতে ইত্যাদি। তবে সবার
>>> আগে
>>> > > জানা
>>> > > প্রয়োজন ঠিক কি পরিবর্তন করার পর উক্ত সমস্যা শুরু হল।
>>> > > ---
>>> > > Shabab Mustafa
>>> > > Chief Administrative Officer
>>> > > Admin Office
>>> > > CapsLock Corporates
>>> > >
>>> > >
>>> > > On Fri, May 28, 2010 at 11:39 AM, Mahdee Jameel <
>>> mahdee.jam...@gmail.com
>>> > > >wrote:
>>> > >
>>> > > > Press Alt+F2 (Alt and F2 keys at the same time).
>>> > > > Now if you use compiz, type compiz --replace and press Enter.
>>> > > > Otherwise, type metacity --replace and press enter.
>>> > > >
>>> > > > If you cant get Alt+F2 to work, type nohup "compiz --replace &" or
>>> > > > "metacity --replace &" in terminal.(Without the quotes). Appending
>>> an
>>> > > > & after a command keeps it running even if the terminal is closed.
>>> > > >
>>> > > > --
>>> > > > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>>> > > > ubuntu-bd@lists.ubuntu.com
>>> > > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>> > > >
>>> > > --
>>> > > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>>> > > ubuntu-bd@lists.ubuntu.com
>>> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>> > >
>>> >
>>> >
>>> >
>>> > --
>>> > Aero
>>> > http://www.banglahacks.com
>>> > --
>>> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>>> > ubuntu-bd@lists.ubuntu.com
>>> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>> >
>>> --
>>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>>> ubuntu-bd@lists.ubuntu.com
>>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>>
>>
>>
>>
>> --
>> Aero
>> http://www.banglahacks.com
>>
>>
>>
>>
>>
>>
>
>
> --
> Aero
> http://www.banglahacks.com
>
>
>
>
>
>


-- 
Aero
http://www.banglahacks.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] title bar missing

2010-05-28 Thread Aero River
http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/এই
লিংকে গেলাম। xorg.conf ফাইল ওপেন হল। কিন্তু সেখানে কিছুই লেখা নেই।
একেবারে সাদা পাতা।
*Section "Device" বলতেও কিছু নেই।*

2010/5/28 Aero River 

> ধন্যবাদ
> Alt + F2 আসেনা। টার্মিনাল দিয়েই মেটাসিটিকে রিপ্লেস করতে হচ্ছে।
>
>
> 2010/5/28 Shabab Mustafa 
>
>> টার্মিনাল বন্ধ করলে সেটা চলে যাবেই। এটা টেস্ট করার জন্য বলেছিলাম।
>> টার্মিনালের এর পরিবর্তে Alt + F2 চাপুন। একটা ছোট বাক্স আসবে। এবার এইখানে
>> লিখুন metacity --replace তারপর এন্টার মেরে দিন।
>>
>> pendrivelinux.com -এ উবুন্টু ৭.০৪ তেও একই সমস্যার জন্য একটা সমাধান দেয়া
>> হয়েছে। সেটা আছে এখানে:
>>
>> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/
>>
>>
>> ---
>> Shabab Mustafa
>> Chief Administrative Officer
>> Admin Office
>> CapsLock Corporates
>>
>>
>> 2010/5/28 Aero River 
>>
>> > # হ্যা, কম্পিজ এনাবল করেছিলাম। কিন্তু এটা যে সমস্যা করবে, তা ভাবিনি।
>> কিংবা
>> > কোন ফোরামেও পাইনি।
>> > আমাদের প্রযুক্তির এই লিংক
>> > http://forum.amaderprojukti.com/viewtopic.php?t=5544&f=42 পড়লাম।
>> পরামর্শ
>> > মোতাবেক কম্পিজ আনইনস্টল করেছি।
>> >
>> > # metacity --replace & শেষে & দেয়ার পরও টার্মিনাল ক্লোজ করলে টাইটেল বার
>> চলে
>> > যায়।
>> >
>> > 2010/5/28 Shabab Mustafa 
>> >
>> > >  এনভিডিয়া এবং এটিআই -এর পুরনো কিছু গ্রাফিক্স কার্ডে কম্পিজ এনাবল করলে
>> > > সাধারণত এই সমস্যা দেখা দিয়ে থাকে। যদি ঘটনা তাই হয় তাহলে সবচেয়ে বেশি যে
>> > > সমাধানের কথা শোনা যায় তাহল কম্পিজ ডিজ্যাবল করে রাখা।
>> > >
>> > > আরো অপ্রচলিত কিছু সমাধানের কথাও শোনা যায়। কেউ কেউ মেনুবারের উপর রাইট
>> বাটন
>> > > ক্লিক করে কাস্টোমাইজ সিলেক্ট করার পর টাইটেল বার ফিরে এসেছে। কেউ বুদ্ধি
>> > > দিয়েছে xorg.conf -এডিট করে এক্সটা কিছু লাইন বসাতে ইত্যাদি। তবে সবার
>> আগে
>> > > জানা
>> > > প্রয়োজন ঠিক কি পরিবর্তন করার পর উক্ত সমস্যা শুরু হল।
>> > > ---
>> > > Shabab Mustafa
>> > > Chief Administrative Officer
>> > > Admin Office
>> > > CapsLock Corporates
>> > >
>> > >
>> > > On Fri, May 28, 2010 at 11:39 AM, Mahdee Jameel <
>> mahdee.jam...@gmail.com
>> > > >wrote:
>> > >
>> > > > Press Alt+F2 (Alt and F2 keys at the same time).
>> > > > Now if you use compiz, type compiz --replace and press Enter.
>> > > > Otherwise, type metacity --replace and press enter.
>> > > >
>> > > > If you cant get Alt+F2 to work, type nohup "compiz --replace &" or
>> > > > "metacity --replace &" in terminal.(Without the quotes). Appending
>> an
>> > > > & after a command keeps it running even if the terminal is closed.
>> > > >
>> > > > --
>> > > > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> > > > ubuntu-bd@lists.ubuntu.com
>> > > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>> > > >
>> > > --
>> > > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> > > ubuntu-bd@lists.ubuntu.com
>> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>> > >
>> >
>> >
>> >
>> > --
>> > Aero
>> > http://www.banglahacks.com
>> > --
>> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> > ubuntu-bd@lists.ubuntu.com
>> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>> >
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> ubuntu-bd@lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>
>
> --
> Aero
> http://www.banglahacks.com
>
>
>
>
>
>


-- 
Aero
http://www.banglahacks.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] title bar missing

2010-05-28 Thread Aero River
ধন্যবাদ
Alt + F2 আসেনা। টার্মিনাল দিয়েই মেটাসিটিকে রিপ্লেস করতে হচ্ছে।

2010/5/28 Shabab Mustafa 

> টার্মিনাল বন্ধ করলে সেটা চলে যাবেই। এটা টেস্ট করার জন্য বলেছিলাম।
> টার্মিনালের এর পরিবর্তে Alt + F2 চাপুন। একটা ছোট বাক্স আসবে। এবার এইখানে
> লিখুন metacity --replace তারপর এন্টার মেরে দিন।
>
> pendrivelinux.com -এ উবুন্টু ৭.০৪ তেও একই সমস্যার জন্য একটা সমাধান দেয়া
> হয়েছে। সেটা আছে এখানে:
>
> http://www.pendrivelinux.com/ubuntu-desktop-effects-fixing-the-missing-titlebar/
>
>
> ---
> Shabab Mustafa
> Chief Administrative Officer
> Admin Office
> CapsLock Corporates
>
>
> 2010/5/28 Aero River 
>
> > # হ্যা, কম্পিজ এনাবল করেছিলাম। কিন্তু এটা যে সমস্যা করবে, তা ভাবিনি।
> কিংবা
> > কোন ফোরামেও পাইনি।
> > আমাদের প্রযুক্তির এই লিংক
> > http://forum.amaderprojukti.com/viewtopic.php?t=5544&f=42 পড়লাম। পরামর্শ
> > মোতাবেক কম্পিজ আনইনস্টল করেছি।
> >
> > # metacity --replace & শেষে & দেয়ার পরও টার্মিনাল ক্লোজ করলে টাইটেল বার
> চলে
> > যায়।
> >
> > 2010/5/28 Shabab Mustafa 
> >
> > >  এনভিডিয়া এবং এটিআই -এর পুরনো কিছু গ্রাফিক্স কার্ডে কম্পিজ এনাবল করলে
> > > সাধারণত এই সমস্যা দেখা দিয়ে থাকে। যদি ঘটনা তাই হয় তাহলে সবচেয়ে বেশি যে
> > > সমাধানের কথা শোনা যায় তাহল কম্পিজ ডিজ্যাবল করে রাখা।
> > >
> > > আরো অপ্রচলিত কিছু সমাধানের কথাও শোনা যায়। কেউ কেউ মেনুবারের উপর রাইট
> বাটন
> > > ক্লিক করে কাস্টোমাইজ সিলেক্ট করার পর টাইটেল বার ফিরে এসেছে। কেউ বুদ্ধি
> > > দিয়েছে xorg.conf -এডিট করে এক্সটা কিছু লাইন বসাতে ইত্যাদি। তবে সবার আগে
> > > জানা
> > > প্রয়োজন ঠিক কি পরিবর্তন করার পর উক্ত সমস্যা শুরু হল।
> > > ---
> > > Shabab Mustafa
> > > Chief Administrative Officer
> > > Admin Office
> > > CapsLock Corporates
> > >
> > >
> > > On Fri, May 28, 2010 at 11:39 AM, Mahdee Jameel <
> mahdee.jam...@gmail.com
> > > >wrote:
> > >
> > > > Press Alt+F2 (Alt and F2 keys at the same time).
> > > > Now if you use compiz, type compiz --replace and press Enter.
> > > > Otherwise, type metacity --replace and press enter.
> > > >
> > > > If you cant get Alt+F2 to work, type nohup "compiz --replace &" or
> > > > "metacity --replace &" in terminal.(Without the quotes). Appending an
> > > > & after a command keeps it running even if the terminal is closed.
> > > >
> > > > --
> > > > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > > > ubuntu-bd@lists.ubuntu.com
> > > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > > >
> > > --
> > > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > > ubuntu-bd@lists.ubuntu.com
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > >
> >
> >
> >
> > --
> > Aero
> > http://www.banglahacks.com
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > ubuntu-bd@lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Aero
http://www.banglahacks.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] title bar missing

2010-05-28 Thread Aero River
# হ্যা, কম্পিজ এনাবল করেছিলাম। কিন্তু এটা যে সমস্যা করবে, তা ভাবিনি। কিংবা
কোন ফোরামেও পাইনি।
আমাদের প্রযুক্তির এই লিংক
http://forum.amaderprojukti.com/viewtopic.php?t=5544&f=42 পড়লাম। পরামর্শ
মোতাবেক কম্পিজ আনইনস্টল করেছি।

# metacity --replace & শেষে & দেয়ার পরও টার্মিনাল ক্লোজ করলে টাইটেল বার চলে
যায়।

2010/5/28 Shabab Mustafa 

>  এনভিডিয়া এবং এটিআই -এর পুরনো কিছু গ্রাফিক্স কার্ডে কম্পিজ এনাবল করলে
> সাধারণত এই সমস্যা দেখা দিয়ে থাকে। যদি ঘটনা তাই হয় তাহলে সবচেয়ে বেশি যে
> সমাধানের কথা শোনা যায় তাহল কম্পিজ ডিজ্যাবল করে রাখা।
>
> আরো অপ্রচলিত কিছু সমাধানের কথাও শোনা যায়। কেউ কেউ মেনুবারের উপর রাইট বাটন
> ক্লিক করে কাস্টোমাইজ সিলেক্ট করার পর টাইটেল বার ফিরে এসেছে। কেউ বুদ্ধি
> দিয়েছে xorg.conf -এডিট করে এক্সটা কিছু লাইন বসাতে ইত্যাদি। তবে সবার আগে
> জানা
> প্রয়োজন ঠিক কি পরিবর্তন করার পর উক্ত সমস্যা শুরু হল।
> ---
> Shabab Mustafa
> Chief Administrative Officer
> Admin Office
> CapsLock Corporates
>
>
> On Fri, May 28, 2010 at 11:39 AM, Mahdee Jameel  >wrote:
>
> > Press Alt+F2 (Alt and F2 keys at the same time).
> > Now if you use compiz, type compiz --replace and press Enter.
> > Otherwise, type metacity --replace and press enter.
> >
> > If you cant get Alt+F2 to work, type nohup "compiz --replace &" or
> > "metacity --replace &" in terminal.(Without the quotes). Appending an
> > & after a command keeps it running even if the terminal is closed.
> >
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > ubuntu-bd@lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Aero
http://www.banglahacks.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] right click menu opening

2010-05-28 Thread Aero River
ধন্যবাদ।
কিবোর্ডের ডানপাশের নিচে Ctrl এর বামপাশের 'জানালার উপরে পয়েন্টার' ছবি আঁকা
বাটনটি খুলে দেখলাম। ভিতরের রাবার বাটনটিকে কয়েকবার প্রেস করে দেখলাম। ঠিকই আছে
মনে হল। দেখি কিবোর্ড
পাল্টে দেখি। কি হয়?

ভালো থাকুন
On Fri, May 28, 2010 at 3:08 PM, Shabab Mustafa wrote:

> Dear Abu Sadik,
>
> Thanks for your Info sharing, but one thing is missing in your mail is
> 'Common Sense'. In this thread we are discussing about a problem about
> right
> click menu opening. You have enough maturity to open a new community site
> in
> Tumblr without prior discussion in the community but why are you posting
> that news as completely off-topic in a active thread instead of opening a
> new thread?
>
> I salute your zeal but I am liking the immaturity. When you open a new site
> and named it after an existing group, the common courtesy says, you should
> discuss it earlier in that group than just through an ad alike post to
> gather traffic.
>
> Hope you understand the facts.
> ---
> Shabab Mustafa
> Chief Administrative Officer
> Admin Office
> CapsLock Corporates
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Aero
http://www.banglahacks.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] right click menu opening

2010-05-27 Thread Aero River
এটা বেশ কিছুদিন আগে থেকেই হচ্ছিল। মাঝে কিছুদিন বন্ধ ছিল। সম্ভবত প্রথম আপডেট
হওয়ার পর থেকে এমনটা হচ্ছে। দ্বিতীয় ও তৃতীয়বার আপডেট হওয়ার পর থেকে বেশি
হচ্ছে।
মেটাসিটি রিপ্লেস কমান্ড চালু থাকার পর এখন কিন্তু সমস্যাটা হচ্ছে না।

On Fri, May 28, 2010 at 12:41 AM, Shabab Mustafa
wrote:

> Have installed any new theme or effects recently?
> ---
> Shabab Mustafa
> Chief Administrative Officer
> Admin Office
> CapsLock Corporates
>
>
> On Fri, May 28, 2010 at 12:08 AM, Aero River  wrote:
>
> > when I tried to write any text in any field (browser, leafpad, ooo, )
> right
> > click menu opening again and again. it is very much disturbing.
> >
> > Thank you
> >
> > --
> > Aero
> > http://www.banglahacks.com
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > ubuntu-bd@lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Aero
http://www.banglahacks.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] title bar missing

2010-05-27 Thread Aero River
ধন্যবাদ। কাজ করছে। কিন্তু টার্মিনাল বন্ধ করলে আবারও পূর্বের সমস্যা ফিরে আসে।
এবার বরং কিবোর্ড কাজ করে না। কি করবো? মেটাসিটি উইন্ডো ম্যানেজারের এই সমস্যা
দূর করার উপায় জানাবেন কি?

ভালো থাকুন

On Fri, May 28, 2010 at 12:34 AM, Shabab Mustafa
wrote:

> Open terminal and run command 'metacity --replace' and see what happens.
> ---
> Shabab Mustafa
>
>
> On Fri, May 28, 2010 at 12:05 AM, Aero River  wrote:
>
> > i am in ubuntu 10.04. Today I started my machine and found that there are
> > no
> > 'Title bar" in my windows or dialog boxes. So I can't
> >
> >   - minimise- maximise or move any open application.
> >   - send current window to back
> >   - when any window/ application in open can't access main menu (Out of
> my
> >   touch). active window cover main menu. Keyboard shortcut is not
> working.
> >
> > Thanks for any help. (I have another problem, writing in another thread)
> >
> >
> > --
> > Aero
> > http://www.banglahacks.com
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > ubuntu-bd@lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Aero
http://www.banglahacks.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

[Ubuntu-BD] right click menu opening

2010-05-27 Thread Aero River
when I tried to write any text in any field (browser, leafpad, ooo, ) right
click menu opening again and again. it is very much disturbing.

Thank you

-- 
Aero
http://www.banglahacks.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


[Ubuntu-BD] title bar missing

2010-05-27 Thread Aero River
i am in ubuntu 10.04. Today I started my machine and found that there are no
'Title bar" in my windows or dialog boxes. So I can't

   - minimise- maximise or move any open application.
   - send current window to back
   - when any window/ application in open can't access main menu (Out of my
   touch). active window cover main menu. Keyboard shortcut is not working.

Thanks for any help. (I have another problem, writing in another thread)


-- 
Aero
http://www.banglahacks.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


Re: [Ubuntu-BD] আর নেট সংযো গ ঘটাতে পারছি না

2010-05-27 Thread Aero River
motherboard cd image of kar susanta
http://4.bp.blogspot.com/_8X8A6_fKD8A/S_6fqMPDs0I/DF0/d77ZSic31wQ/s1600/kar.sushanta.Motherboard.jpg

2010/5/27 Sushanta Kar 

> প্রিয় অভ্রনীল,
> "আপনাকে ইংলিশে নির্দেশনা কে দিল? আমি তো এই মেইলের পুরো থ্রেডেই দেখলাম বাংলা
> লেখা! "
> হ্যাঁ, তাতো বটে। আসলে আমি সেই নির্দেশিকাগুলোতে থাকা পরিভাষাগুলোর কথা
> বলছিলাম। যেগুলো ইংরেজিতে আছে।
> যাইহোক আমি আবারো নতুন করে ইন্সটল করলাম। তাতে আগেরটা মুছে যাবে ভাবলাম কিন্তু
> সেটা পারিনি।
> যাই হোক এবারে ভাষা ইংরজি নির্বাচন করলাম। এটা করে বুঝলাম, স্ক্রীণ রিজোল্যুশন
> পাল্টাতে গিয়ে মাউস চলে গেছিল। কি করে যেন আবার ওখানেই টিপে টিপে চলেও এলো।
> এবারে বোধহয় আমি 'ইউজার নেম আর পাসঅয়ার্ড' নেট সংযোগেও সমর্থ হয়েছি। কেন না
> সংযোগ সম্পন্ন বলে দেখাচ্ছে। কিন্তু ফায়ার ফক্স খুললে 'সার্ভার নট ফাঊন্ড'
> দেখাচ্ছে।
> আচ্ছা, আমারতো উইন্ডজে নেট সংযোগ রয়েছে। তার জন্যে কী আরেকটা সিস্টেমে নেট
> সংযোগ হচ্ছে না?
> পুরোনো ইন্সটল করা উবুন্টু আনিন্সটল করি কী করে? সাউন্ড সমস্যাটা আছে। সেটা
> এখন
> থাক। এক এক করে করি।আপাতত, নেট সংযগ নিয়ে আর পুরোনোটা আনিন্সটল করা নিয়ে বলুন।
> ধন্যবাদ
> সুশান্ত
>
> 2010/5/25 Ovro Niil 
>
> > >
> > > আমি নেট থেকে নামিয়ে সিডিতে বার্ণ করে ইন্সটল করেছি। আপাতত মাউসের
> সমস্যাটা
> > > সমাধান নাহওয়াতে আর কিছু করতে পারছিনা।
> > >
> >
> > সিডিতে বার্ন করে কিভাবে উবুন্টু ইন্সটল করার চেষ্টা করেছেন? আপনি কি সিডিরম
> > থেকে বুট করেছেন নাকি উইন্ডোজ চালু থাকা অবস্থায় সিডি ঢুকিয়ে উইন্ডোজে
> যেভাবে
> > কোন প্রোগ্রাম ইন্সটল করা হয় সেভাবে করেছেন? দ্বিতীয় পদ্ধতিকে বলা হয় উবি
> > (wubi)। উবিতে মাউস সংক্রান্ত সমস্যার কথা শুনেছিলাম। তাই প্রথম পদ্ধতিটিই
> > শ্রেয়তর। তাই উবি দিয়ে করে থাকলে এবার প্রথম পদ্ধতি দিয়ে করে দেখুন।
> >
> > যদি আপনি প্রথম পদ্ধতিতে মাউস জনিত সমস্যায় পড়েন তবে আমি সাজেস্ট করব সিডিতে
> > বার্ন না করে ইউএসবি ড্রাইভ দিয়ে চেষ্টা করুন। ইউএসবি ড্রাইভ থেকে কিভাবে
> > উবুন্টু ইন্সটল করতে হবে তার টিউটোরিয়াল পাবেন
> > এখানে<
> >
> http://nasir8891.wordpress.com/2010/05/11/create-ubuntu-live-bootable-usb/
> > >।
> >
> >
> > আপনার কম্পিউটার যদি ব্রান্ডের পিসি হয়ে থাকে তাহলেও মাউসের এ সমস্যা হতে
> পারে
> > সেক্ষেত্রে এই পোস্টটি<
> >
> http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=5359&st=0&sk=t&sd=a&start=20#p45890
> > >পড়ুন।
> >
> > এখন আপনাদের সমস্ত নির্দেশিকা ইংরেজিতে আসায় আমার বুঝতেও অসুবিধে হচ্ছে।
> > >
> >
> > আপনাকে ইংলিশে নির্দেশনা কে দিল? আমি তো এই মেইলের পুরো থ্রেডেই দেখলাম
> বাংলা
> > লেখা! আর বাংলা নির্দেশনা চাইলে পাবেন
> > এখানে
> > ।
> >
> > এখন প্রথম করবার কাজ হলো, মাউস সমস্যা ঠিক করা আর ভাষা ইংরেজিতে পালটে ফেলা।
> > না
> > > পারলে আবার ইন্সটল করা।
> > >
> >
> > ইয়ে ... আমি একটু কনফিউসড! আপনার মাউস কি লাইভ সিডিতে কাজ করছেনা নাকি
> ইন্সটল
> > করার পর কাজ করছে না? আমি ধরে নিয়েছিলাম লাইভ সিডিতে কাজ করছেনা।
> >
> > মাদার বোর্ডের প্রচ্ছদের একটা ছবি পাঠালাম।
> >
> >
> > >
> > ছবি যদি এ্যাটাচ করে দেন তাহলে সমস্যা, কারণ মেইলিং লিস্টে এটাচড কিছু
> আসেনা।
> > কোন সাইটে আপ্লোড করে দয়া করে সেটার লিংক দিয়ে দেবেন।
> >
> >
> > --
> > অভ্রনীল ::: Ovroniil
> > http://ovroniil.wordpress.com/
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > ubuntu-bd@lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
>
>
> --
> Sushnta Kar
> সুশান্ত কর
> তিনসুকিয়া, আসাম
>
> আমার ব্লগগুলি:
> http://sushantakar40.blogspot.com
> http://ishankonerkahini.blogspot.com
> http://ishankonerkotha.blogspot.com
> আমার সম্পাদিত 'প্রজ্ঞান'
> http://pragyan06now.blogspot.com
> http://sites.google.com/site/pragyan06now
>
> "স্বাজাত্যের অহমিকার থেকে মুক্তি দানের শিক্ষাই, আজকের দিনের প্রধান শিক্ষা"
> রবীন্দ্রনাথ
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Aero
http://www.banglahacks.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] বাগেরহাট হ বে ডিজিটাল : উইক িপিডিয়ার তথ্য স মৃদ্ধি ও ছবি সংগ ্রহ

2009-10-01 Thread Aero River
ধন্যবাদ
Aero
http://www.banglahacks.com







2009/10/1 Abu Mohammad Omar Shehab Uddin Ayub 

> Please follow this link.
>
> http://www.digitalbagerhat.org/
>
> |=|
> Regards,
> Abu Mohammad Omar Shehab Uddin Ayub
> (আবু মোহাম্মদ ওমর শেহাবউদ্দীন আইয়ুব)
> Senior Software Engineer, Nilavo Technologies, Banani, Dhaka
> Bangladesh Open Source Network, Dhaka
> 2000 batch, Dept. of CSE, SUST
>
>
> 2009/10/1 Aero River 
>
> > আরও বেশি তথ্য দেয়া যায়নাকি? তাহলে আমার ব্লগে এই বিশেষ ঘটনাটি নিয়ে একটি
> > পোস্ট
> > দেয়া যেতো।
> > Aero
> > http://www.banglahacks.com
> >
> >
> >
> >
> >
> >
> >
> > 2009/10/1 Abu Mohammad Omar Shehab Uddin Ayub 
> >
> > >  জ্ঞান উৎসবের ওয়েবসাইটে স্বাগত
> > >
> > > "জ্ঞান বিজ্ঞানে বাগেরহাট
> > > এক্কেবারে ফিটফাট
> > > উন্নয়নের ধরবে হাল
> > > হবেই হবে ডিজিটাল।"
> > >
> > > তৃণমূল পর্যায়ে ডিজিটাল প্রযুক্তিকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি
> জ্ঞানভিত্তিক
> > > সমাজ তৈরির জন্য নানামূখী উদ্যোগের অংশ হিসেবে 'জ্ঞান উৎসব২০০৯: বাগেরহাট
> > হবে
> > > ডিজিটাল' উৎসবের ওয়েবসাইটে স্বাগত।  এই আয়োজনের উদ্যোগ নিয়েছে আমাদের
> গ্রাম
> > -
> > > উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তি প্রকল্প। বাগেরহাট জেলা প্রশাসনের সার্বিক
> > > সহযোগিতায় দুইদিনব্যাপী আয়োজনের সহ-আয়োজক  বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।
> > >
> > > অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি এখানে ইন্টারনেটের মুক্ত জ্ঞানভান্ডার
> > > উইকিপিডিয়াতে বাগেরহাট সংক্রান্ত তথ্সমূহ হালনাগাদ করার কর্মশালা হবে, হবে
> > > মুক্ত ফটো প্রতিযোগিতা।
> > >
> > > আপনাদের সবাইকে স্বাগতম।
> > >
> > > http://www.digitalbagerhat.org/
> > > |=|
> > > Regards,
> > > Abu Mohammad Omar Shehab Uddin Ayub
> > > (আবু মোহাম্মদ ওমর শেহাবউদ্দীন আইয়ুব)
> > > Senior Software Engineer, Nilavo Technologies, Banani, Dhaka
> > > Bangladesh Open Source Network, Dhaka
> > > 2000 batch, Dept. of CSE, SUST
> > > Sent from Dhaka, Bangladesh
> > > --
> > > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > > ubuntu-bd@lists.ubuntu.com
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > ubuntu-bd@lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] বাগেরহাট হ বে ডিজিটাল : উইক িপিডিয়ার তথ্য স মৃদ্ধি ও ছবি সংগ ্রহ

2009-10-01 Thread Aero River
আরও বেশি তথ্য দেয়া যায়নাকি? তাহলে আমার ব্লগে এই বিশেষ ঘটনাটি নিয়ে একটি পোস্ট
দেয়া যেতো।
Aero
http://www.banglahacks.com







2009/10/1 Abu Mohammad Omar Shehab Uddin Ayub 

>  জ্ঞান উৎসবের ওয়েবসাইটে স্বাগত
>
> "জ্ঞান বিজ্ঞানে বাগেরহাট
> এক্কেবারে ফিটফাট
> উন্নয়নের ধরবে হাল
> হবেই হবে ডিজিটাল।"
>
> তৃণমূল পর্যায়ে ডিজিটাল প্রযুক্তিকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক
> সমাজ তৈরির জন্য নানামূখী উদ্যোগের অংশ হিসেবে 'জ্ঞান উৎসব২০০৯: বাগেরহাট হবে
> ডিজিটাল' উৎসবের ওয়েবসাইটে স্বাগত।  এই আয়োজনের উদ্যোগ নিয়েছে আমাদের গ্রাম -
> উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তি প্রকল্প। বাগেরহাট জেলা প্রশাসনের সার্বিক
> সহযোগিতায় দুইদিনব্যাপী আয়োজনের সহ-আয়োজক  বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।
>
> অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি এখানে ইন্টারনেটের মুক্ত জ্ঞানভান্ডার
> উইকিপিডিয়াতে বাগেরহাট সংক্রান্ত তথ্সমূহ হালনাগাদ করার কর্মশালা হবে, হবে
> মুক্ত ফটো প্রতিযোগিতা।
>
> আপনাদের সবাইকে স্বাগতম।
>
> http://www.digitalbagerhat.org/
> |=|
> Regards,
> Abu Mohammad Omar Shehab Uddin Ayub
> (আবু মোহাম্মদ ওমর শেহাবউদ্দীন আইয়ুব)
> Senior Software Engineer, Nilavo Technologies, Banani, Dhaka
> Bangladesh Open Source Network, Dhaka
> 2000 batch, Dept. of CSE, SUST
> Sent from Dhaka, Bangladesh
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] ঈদের শুভেচ ্ছা সবাইকে

2009-09-20 Thread Aero River
নামের ঘরে কোথাও OT বা অফটপিক লেখা নাই।

On 9/20/09, Tareq Hasan  wrote:
> কেন ভাই? না বোঝার কিছু তো দেখছি না। হতে পারে এইটা উবুন্টু বাংলাদেশ মেইলিং
> লিস্ট। কিন্তু টপিকের নাম দেখেছেন? নাম অনুসারে এইটা অনটপিক। হা হা হা
>
> সবাইকে ঈদ মুবারাক। সবার ঈদ আনন্দ খুশিতে কাটবে এই প্রত্যাশাই করছি
> 
> Best regard
> Tareq Hasan
> My Blog (http://tareq.weDevs.com)
> Developers forum: (http://forum.weDevs.com)
> Follow me: (http://twitter.com/tareq_cse)
>
>
> 2009/9/20 Aero River 
>
>> কাকে যে বলে 'অফটপিক' তা এখনও বুঝলাম না।
>>
>> On 9/20/09, Bokhari, Saif Imam  wrote:
>> > I wish you ALL a very happy and peaceful Eid. May Allah accept your good
>> > deeds, forgive your transgressions and ease the suffering of all peoples
>> > around the globe. Eid Mubarak!!
>> >
>> > Regards,
>> >
>> > Saif Imam Bokhari
>> >
>> > @ saifi...@gmail.com
>> > //saifimam.blogspot.com
>> > //facebook.com/saifimam
>> > //twitter.com/saifimam
>> >
>> >
>> > 2009/9/20 Azim Charles 
>> >
>> >> ঈদ এর শুভেচ্ছা রইল সবার জন্য।
>> >> সবাই আবার ভাল ভাবে ফিরে আসবে ঈদ শেষে..এই কামনা রইল।
>> >>
>> >>
>> >> 2009/9/20 Shahriar Tariq 
>> >>
>> >> > ঈদের শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই বেশ মজা করে ঈদ পালন করবেন।
>> >> >
>> >> > --
>> >> > Thanking you
>> >> > Shahriar
>> >> >
>> >> > Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
>> >> > http://forum.linux.org.bd
>> >> >
>> >> > Marketing & Contents Officer, Ubuntu Bangladesh
>> >> > http://www.ubuntu.linux.org.bd
>> >> >
>> >> > Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম
>> >> > http://forum.amaderprojukti.com/and
>> >> > মুক্ত.অর্গ http://mukto.org
>> >> > --
>> >> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> >> > ubuntu-bd@lists.ubuntu.com
>> >> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>> >>
>> >>
>> >>
>> >>
>> >> --
>> >> Azim Charles
>> >> 
>> >> System Support Engineer
>> >> Divine IT Ltd
>> >> www.divine-it.net
>> >> 
>> >> Freelancer System Engineer(Network & OS)
>> >> Open source Consultant (Ubuntu,Open solaris,vyatta router,ipcop)
>> >> ~~Be Linux, Be Open Source,
>> >>~~Get Freedom~~
>> >> 
>> >> --
>> >> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> >> ubuntu-bd@lists.ubuntu.com
>> >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>> >>
>> > --
>> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> > ubuntu-bd@lists.ubuntu.com
>> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>>
>> --
>> Aero
>> http://banglahacks.blogspot.com
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> ubuntu-bd@lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Aero
http://banglahacks.blogspot.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] OT: Projukti Kothon 2 now released

2009-09-20 Thread Aero River
ভালো খবর। এই পত্রিকাটি যদি অন্তত দুমাস পরপর বের হতো, তাহলে ভালো হতো।
তবে ভালো লেখা পাওয়াটাও একটা সমস্যা। যা হোক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট
সবাইকে ধন্যবাদ।

একটি রিভিউ লিখেছি। ইচ্ছে হলে একবার দেখে নিতে পারেন। ঠিকানা:
http://banglahacks.blogspot.com/2009/09/blog-post_20.html

On 9/19/09, Shahriar Tariq  wrote:
> I'm proud to convey a message from our Partner আমাদের প্রযুক্তি (
> http://forum.amaderprojukti.com/ ) that they have released second edition of
> "প্রযুক্তি কথন" e-magazine. Details:
>
> দীর্ঘ বিরতি শেষে বের হলো ‘প্রযুক্তি কথন’ এর দ্বিতীয় সংখ্যা। এ সংখ্যার মূল
>> বিষয় 'পরিবেশ এবং জ্বালানী'।
>>
>> পাশাপাশি রয়েছে মেধাস্বত্ব, সফটওয়্যার পরিচিতি, সায়েন্স ফিকশন, ইন্টারনেট
>> এবং কম্পিউটিং এর বিভিন্ন কলাকৌশল নিয়ে লেখা। ৯০ পৃষ্টার এই ই-সাময়িকীটির
>> সাইজ মাত্র ১.২৩ মেগাবাইট।
>>
>> ই-সাময়িকীটি সম্পর্কে সকলের গঠনমূলক মতামত কাম্য। ধন্যবাদ।
>>
>> প্রযুক্তি কথন ২ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন:
>> http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=7&t=4347
>>
>> বিকল্প ডাউনলোড লিঙ্ক :
>>
>> http://blog.manchumahara.com/?dl_id=12
>>
>> http://forum.amaderprojukti.com/magazine/Projukti_Kothon_2_1st%20edition.pdf
>>
>> যারা প্রযুক্তি কথন এর প্রথম ই-সাময়িকীর খবর জানেন না তারা
>> http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=7&t=2235 দেখতে পারেন।
>>
>
>
> --
> Thanking you
> Shahriar
>
> Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
> http://forum.linux.org.bd
>
> Marketing & Contents Officer, Ubuntu Bangladesh
> http://www.ubuntu.linux.org.bd
>
> Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
> মুক্ত.অর্গ http://mukto.org
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Aero
http://banglahacks.blogspot.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] ঈদের শুভেচ ্ছা সবাইকে

2009-09-20 Thread Aero River
কাকে যে বলে 'অফটপিক' তা এখনও বুঝলাম না।

On 9/20/09, Bokhari, Saif Imam  wrote:
> I wish you ALL a very happy and peaceful Eid. May Allah accept your good
> deeds, forgive your transgressions and ease the suffering of all peoples
> around the globe. Eid Mubarak!!
>
> Regards,
>
> Saif Imam Bokhari
>
> @ saifi...@gmail.com
> //saifimam.blogspot.com
> //facebook.com/saifimam
> //twitter.com/saifimam
>
>
> 2009/9/20 Azim Charles 
>
>> ঈদ এর শুভেচ্ছা রইল সবার জন্য।
>> সবাই আবার ভাল ভাবে ফিরে আসবে ঈদ শেষে..এই কামনা রইল।
>>
>>
>> 2009/9/20 Shahriar Tariq 
>>
>> > ঈদের শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই বেশ মজা করে ঈদ পালন করবেন।
>> >
>> > --
>> > Thanking you
>> > Shahriar
>> >
>> > Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
>> > http://forum.linux.org.bd
>> >
>> > Marketing & Contents Officer, Ubuntu Bangladesh
>> > http://www.ubuntu.linux.org.bd
>> >
>> > Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
>> > মুক্ত.অর্গ http://mukto.org
>> > --
>> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> > ubuntu-bd@lists.ubuntu.com
>> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>>
>>
>>
>> --
>> Azim Charles
>> 
>> System Support Engineer
>> Divine IT Ltd
>> www.divine-it.net
>> 
>> Freelancer System Engineer(Network & OS)
>> Open source Consultant (Ubuntu,Open solaris,vyatta router,ipcop)
>> ~~Be Linux, Be Open Source,
>>~~Get Freedom~~
>> 
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> ubuntu-bd@lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Aero
http://banglahacks.blogspot.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] প্রকাশিত হ য়েছে অভ্র ফোনেট িকের লিনাক্স ভা র্সন

2009-09-03 Thread Aero River
তা তো জানিই। আমি ভেবেছিলাম অভ্র সম্পূর্ণ সুবিধা নিয়েই লিনাক্সের জন্য
প্রকাশিত হল। উইন্ডোজে যেমন অভ্র দিয়ে যে কোন কিবোর্ড পছন্দমতো সিলেক্ট
বা তৈরি করা যায়, তেমন।

On 9/3/09, Shabab Mustafa  wrote:
> লিনাক্সে ইউনিজয় দিয়ে অনেক আগে থেকেই লেখা যায়। এজন্য অভ্র প্রয়োজন নাই।
> লিনাক্সে আগে অভ্র ফনেটিক ছিল না যা আজকে প্রকাশিত হয়েছে।
>
> --
> Shabab Mustafa
> Chief Administrative Officer
> Admin Office
> CapsLock Corporates
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Aero
http://banglahacks.blogspot.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] প্রকাশিত হ য়েছে অভ্র ফোনেট িকের লিনাক্স ভা র্সন

2009-09-03 Thread Aero River
খুব ভাল, খুব ভাল। আনন্দের সংবাদ। সকালে নেটে বসতে পারিনি। এইমাত্র বসেই
দারুণ একটা সুসংবাদ পেলাম। এক্ষুনি আমার ব্লগে খবরটা প্রকাশ করছি।
কিন্তু নতুন অভ্রতে ইউনিজয় লেখা যাবে কিনা তা ভাবছি।

ধন্যবাদ মেহদী হাসান ভাই। ধন্যবাদ ওমিক্রণল্যব। এখন আমি বন্ধুদেরকে
উবুন্টুতে নিয়ে আসতে পারবো।

On 9/3/09, maSnun  wrote:
> চমৎকার ঃ-)  খুব ভাল লাগছে । এখন আর লিনাক্স ব্যবহারে আর কোন সমস্যা ই রইলো না
> আমার জন্য । অভ্র ব্যবহার করার লোভ সামলাতে না পেরে 8.10 থেকে জলদি করে ই 9.04
> এ Upgrade করে নিলাম ।
>
> 2009/9/2 Shabab Mustafa 
>
>> অভ্র ফোনেটিকে লিখে অভ্যস্থ যারা উবুন্টতে বাংলা লেকা নিয়ে বিরাট সমস্যা আছেন
>> তাদের জন্য দারুণ সুসংবাদ!
>>
>> মাত্র কিছুক্ষণ আগে অভ্র ফোনেটিক লিনাক্সের জন্য প্রকাশিত হয়েছে। এটি Scim
>> এর
>> সাথে কাজ করবে এবং আপাতত এটি শুধুমাত্র ডেবিয়ান বেসড ডিস্টোগুলোর জন্য
>> পাওয়া
>> যাবে। পর্যায়ক্রমে এর সোর্সকোড পাওয়া যাবে যা থেকে অন্য ডিস্ট্রোগুলোতেও
>> ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে এটি উবুন্টু ৯.০৪ ডেক্সটপ এডিশন এবং লিনাক্স
>> মিন্ট ৭ -এ পরীক্ষা করে দেখা হয়েছে।
>>
>> এটি ডাউনলোড করার জন্য লিংক এবং কিভাবে ইন্সটল করতে হবে তা জানতে দেখুন
>> এইখানে:
>> 
>> http://omicronlab.com/forum/index.php?showtopic=2029
>>
>> এই মুহুর্তে অভ্র ফোনেটিকের লিনাক্স ভার্সনটি বেটা পর্যায়ে আছে। সমস্যার
>> কথাগুলো জানিয়ে পোস্ট করে ডেভলপারদের সাহায্য করার অনুরোধ রইল।
>>
>> --
>> Shabab Mustafa
>> Chief Administrative Officer
>> Admin Office
>> CapsLock Corporates
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> ubuntu-bd@lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
>
> --
> Abu Ashraf Masnun
> Grad Student, BBA,
> Khulna University.
> http://masnun.com
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Aero
http://banglahacks.blogspot.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] কোনো সমস্য া নিয়ে কিভাবে প্ রশ্ন করবেন?

2009-08-28 Thread Aero River
গুগলে সার্চ করতে হলে সমস্যাটা আগে নিজে বুঝতে হয়। কিন্তু নিজেই যদি না
বুঝি তাহলে কিভাবে গুগলের দ্বারস্ত হওয়া যায়।

আমার কথা বলি। আমি উবুন্টুতে নতুন। আমাদের প্রযুক্তি এবং এই মেইলিং
লিস্টের সাহায্য নিয়ে এপ্রিল মাসের পর থেকে এখন পর্যন্ত উবুন্টু ব্যবহার
করছি। কিন্তু আমি তো ভাই কোন এক্সপার্ট নই। টেকনোলজির ছাত্র নই।
লিনাক্সের উপর কোন প্রশিক্ষণ নেইনি। লিনাক্স ব্যবহারকারী কোন বন্ধুও নেই।
আমি তো কোন নতুন সমস্যা বুঝতেই পারবোনা। সেটাই তো স্বাভাবিক। যেমন এর
আগের সমস্যাটার কথা আবার বলি?
হঠাৎ করে আমার ডেস্কটপ সেটিংস, ওয়ালপেপার তালিকা, মেনুবারের লাঞ্চার,
ডাউনলোড তালিকা মুছে গেছে। কোন বিদ্যুৎ বিভ্রাট হয়নি। কম্পিউটার
স্বাভাবিকভাবেই বন্ধ করেছিলাম। সিস্টেম স্টার্ট করে দেখি অনেককিছু পাল্টে
গেছে। আবার সব সেটিংস নতুন করে সাজাতে হয়েছে।

এই সমস্যাটার 'কীওয়ার্ড কি হতে পারে' সেটা আমি কিভাবে বুঝবো। আমাকে বোকা
বলে বকা দেবেন তো দিন। কিন্তু আমার সমস্যাটার তো সমাধান হয়নি। ইংরেজির
সঠিক শব্দ না জানাটা কি আমার অপরাধ? বাংলাভাষায় এমন সমস্যার কথা খুঁজে
পাইনি।

তার আগে একবার মনিটরের রেজুলেশন নতুন কার্ণেল ইনস্টল করলেই নষ্ট হয়ে যায়।
১০২৪×৭৬৮ দেখায় না। ৮০০×৬০০ তে চলে যায়। বারবার রিস্টার্ট বাটন টিপলে
তারপর ঠিক হয়। এবারও কার্ণেল ×××১৫ ইনস্টল করার পর একই অবস্থা হল। কেন
এমন হয় তা বুঝতে পারলাম না। একজন জিজ্ঞাসা করেছিলেন আমার ভিজিএ কার্ড কি?
আমার কার্ড বিল্টইন। এটার মডেল কিভাবে দেখে বুঝবো কি করে। কোন হার্ডওয়ার
মেইলিং লিস্ট তো বাংলাতে নেই। তাহলে?

পুরনো কার্ণেল সিনাপ্টিক থেকে আনইনস্টল করলাম। তবুও বুটিং এর সময় ×××১১,
১৩, ১৪ দেখাচ্ছে। আমি কি আবারও জিজ্ঞাসা করবো?

আপনাদের আলোচনার যে ভঙ্গী তা আসলে এটা কারও ব্যক্তিগত ব্যর্থতা নয়।
আমাদের জাতিগত ব্যর্থতা। আমাদের মধ্য থেকে গ্রাম্যতা দূর হতে এখনএ কয়েক
শতাব্দী লাগবে। এতে মনে করার কিছু নেই। এটাই স্বাভাবিক।
গুলশান, বনানী, ধানমন্ডীটাই তো যে আর সম্পূর্ণ বাংলাদেশ নয় এটা অনেকেই জানে না।

(আমি কোন অভিযোগ করিনি। শুধু বিদেশী নীতির প্রেক্ষিতে আমাদের দেশীয়
অভিজ্ঞতার সারাংশ ও অনুভূতিটাই তুলে ধরলাম।)

On 8/29/09, dark lord  wrote:
> গুগলের কথা বললে আমি বলব প্রায় অনেক সমাধান ই গুগলে খুজে পাওয়া যায়, তবে
> একটা টপিক ডিসকাশনের মাধ্যমে নানা জনের নানা মত উঠে আসে। আর আলোচনা এমন
> একটা জিনিষ যেটার মাধ্যমে লিস্টের নতুন রা আমাদের সাথে পরিচিত হতে পারে
> এবং বন্ধুত্ব পূর্ন সম্পর্ক সৃষ্টি হয়।
>
> "আর লেট মি গুগল ফর ইউ" জাতীয় লিন্ক দেয়া হতে বিরত থাকার চেষ্টা করুন
>
> আশাকরি বোঝাতে পেরেছি
>
> On 8/28/09, Shahriar Tariq  wrote:
>> ২৮ আগস্ট, ২০০৯ ৯:২৬ pm এ তে, shiplu  লিখেছে:
>>
>>>  we can not expect people to read rfc. If anyone is capable of reading
>>> it.
>>> He wont be in  this mailing list. I mean if someone can read a whole rfc
>>> he
>>> can read  a manpage, FAQ, documentation, manual, etc. Those who read
>>> these,
>>> need  not come here. Most people we see here are non-technical. So its
>>> confirmed that no one will read such document.
>>>
>>
>> OT
>> Well I have read it still I come over to mailing list for help :P
>>
>> Sometimes I feel man page/documentation are poorly put up or missing
>> critical details which man page won't point out automatically while human
>> being can point out by asking "Did you try this out? If not then do it
>> this
>> way..."
>>
>> --
>> Thanking you
>> Shahriar
>>
>> Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
>> http://forum.linux.org.bd
>>
>> Marketing & Contents Officer, Ubuntu Bangladesh
>> http://www.ubuntu.linux.org.bd
>>
>> Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
>> মুক্ত.অর্গ http://mukto.org
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> ubuntu-bd@lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
> --
> DARKLORD (:=
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Aero
http://banglahacks.blogspot.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] কোনো সমস্য া নিয়ে কিভাবে প্ রশ্ন করবেন?

2009-08-28 Thread Aero River
লেখাটা ভাল লাগলো। কিন্তু প্রজন্ম ফোরামে আবার সম্পূর্ণ পড়তে যেতে হবে
কেন? এখানেই কি সম্পূর্ণটি দেয়া যায় না?

On 8/28/09, saeed ahmed  wrote:
> লেখাটা অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
>
>
> --
> Regards,
> Saeed Ahmed
> Rajshahi, Bangladesh
> Blog: http://saeed05.wordpress.com
> --
> Follow Me Linkedin
> Twitter
>
>
> 2009/8/28 Shabab Mustafa 
>
>> লেখাটা ভাল হয়েছে। অনেক অনেক ধন্যবাদ।
>>
>> --
>> Shabab Mustafa
>> Chief Administrative Officer
>> Admin Office
>> CapsLock Corporates
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> ubuntu-bd@lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Aero
http://banglahacks.blogspot.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

[Ubuntu-BD] karnel unistal করতে চাই

2009-08-24 Thread Aero River
২.৬.২৮.১৫ কার্ণেল এখন ডাউনলোডের জন্য আপডেট হিসেবে এসে গেছে। কম্পিউটারে
ইতিমধ্যে এর পূর্বের ভার্সনগুলো ইনস্টল করা আছে। আপডেট যেহেতু এসেছে আমি
এটাই ইনস্টল করতে চাই। এবং পূর্বের কার্ণেল আনইনস্টল করতে চাই। পদ্ধতিটি
কেউ জানাবেন কি?

ধন্যবাদ
-- 
Aero
http://banglahacks.blogspot.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] Good bye

2009-08-21 Thread Aero River
উবুন্টু মেইলিং লিস্টে cent os এর গুণগান? ভাবতে অবাক লাগছে। আপনাদের এটা
যদি এতই ভালো লাগে, তাহলে Cent os এর একটা মেইলিং লিস্ট খুলে ফেলুন না
কেন? আমরাও ব্যবহার করে দেখি কেমন লাগে?

On 8/22/09, dark lord  wrote:
> for those who prefer stablity then cutting edge
>
> On 8/21/09, dark lord  wrote:
>> its free enterprise linux distro
>>
>> On 8/21/09, Ashiqur Rahman Angel  wrote:
>>> I have 32 bit but 5.2.
>>>
>>> On Fri, Aug 21, 2009 at 11:48 PM, dark lord 
>>> wrote:
>>>
 তো কি কইতাছি আর। ডাউনলোড প্লেলিস্ট ভরা ডিভিডিটা ডাউনলোড সম্ভব না

>>>
>>>
>>>
>>> --
>>> Angel
>>> http://fedoraproject.org/wiki/User:Angel
>>> 0DF8 3CD4 AFE3 68C6 2CDA 9F17 14B8 1A15 E5F7 73C2
>>>
>>> Fedora -- Freedom² and rapid innovation
>>>
>>> Joan
>>> Crawford
>>> - "I, Joan Crawford, I believe in the dollar. Everything I earn, I
>>> spend."
>>> --
>>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>>> ubuntu-bd@lists.ubuntu.com
>>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>>
>> --
>> DARKLORD (:=
>>
>
>
> --
> DARKLORD (:=
>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Aero
http://banglahacks.blogspot.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

[Ubuntu-BD] সব সেটিংস ম ুছে গেছে

2009-08-21 Thread Aero River
উইন্ডোজে ভাইরাস আক্রমণ হলে যেমন হয়, তেমন মনে হচ্ছে। এখন অন করে দেখি
আমার সব সেটিংস, বুকমার্ক, wget এ ডাউনলোড লিস্ট, ডেস্কটপ চেঞ্জ করার
জায়গায় থাকা ব্যাকগ্রাউন্ড লিস্ট সব মুছে গেছে। কেন এমন হলো? কি কারণ?
কেউ জানাবেন কি?

(শেষবার বন্ধ করার সময় স্বাভাবিকভাবেই বন্ধ করেছিলাম।)

ধন্যবাদ
-- 
Aero
http://banglahacks.blogspot.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] Good bye

2009-08-21 Thread Aero River
যাক, ভালোই হলো, আমারও হার্ডডিস্কের একটা পার্টিশনে ফিডোরা ইনস্টল
করেছিলাম। কিন্তু ফিডোরা'র সমস্যাগুলোর সমাধান কেউ দিচ্ছিলনা বলে
ব্যবহার করা বন্ধ রেখেছি। এবার আপনার কাছ থেকে বিভিন্ন অভিজ্ঞতাগুলো জানা
যাবে।

On 8/21/09, samir  wrote:
> its good. you should actually try all of them out, and know why ubuntu is
> rated so high. and it doesn't mean that you stop writing here. i used a lot
> of versions, and always came back to ubuntu, just for its ease with software
> management, amongst other features. find your own reasons.
> good luck.
>
> On Fri, Aug 21, 2009 at 11:17 AM, Junayeed Ahnaf
> wrote:
>
>> I'm switching to Fedora. I'm bored with Ubuntu and LINUX mint and want
>> some change. So i made the switch. I won't be active in this group
>> again. It was a nice time with you. Hope you all be well. See you all
>> soon (if Fedora does not suit me)
>>
>> --
>> Yours ever-
>> Junayeed Ahnaf Nirjhor
>> Mobile number-01673911916
>> Website-Nirjhor.wordress.com
>>
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> ubuntu-bd@lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>
>
> --
> samir
> [ http://bitsnbytes.pcriot.com ]
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


-- 
Aero
http://banglahacks.blogspot.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] Leafpad সমস্যা

2009-08-15 Thread Aero River
fixed by removing the leafpad configuration folder,
thanks a lot

On 8/15/09, shiplu  wrote:
> May be downgrading to previous version of leafpad or upgrading to next
> version will solve this issue.
>
> --
> A K M Mokaddim
> http://talk.cmyweb.net
> http://twitter.com/shiplu
> Stop Top Posting !!
> বাংলিশ লেখার চাইতে বাংলা লেখা অনেক ভাল
> Sent from Dhaka, Bangladesh
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Aero
http://banglahacks.blogspot.com

-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] Leafpad সমস্যা

2009-08-15 Thread Aero River
yes, only this line

On 8/15/09, shiplu  wrote:
> 2009/8/15 Aero River :
>> Thanks,
>> try to run form terminal. it says:
>> 'Segmentation fault'
>>
>
> Everyone knows segfaults will happen. But dont know when.
> Tell us more about it. does it only say "Segmentation fault" ? or
> anything else??
>
>
> --
> A K M Mokaddim
> http://talk.cmyweb.net
> http://twitter.com/shiplu
> Stop Top Posting !!
> বাংলিশ লেখার চাইতে বাংলা লেখা অনেক ভাল
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Aero
http://banglahacks.blogspot.com

-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] Leafpad সমস্যা

2009-08-15 Thread Aero River
Thanks,
try to run form terminal. it says:
'Segmentation fault'

On 8/15/09, Tarin Mahmood  wrote:
> try to run it from terminal, it might provide you some information after
> crushing
>
> Mahmood
>
>
>
> 2009/8/15 Aero River 
>
>> টেক্সট এডিটর হিসেবে Leafpad ব্যবহার করি প্রথম থেকেই। কয়েকদিন হল এটা
>> রান হচ্ছে না। সিনাপ্টিক থেকে রিমুভ করে, আবারও ইনস্টল করলাম। কিন্তু
>> তবুও রান হচ্ছে না। এর কারণ এবং সমাধান কেউ কি বলবেন?
>>
>> ধন্যবাদ
>>
>> --
>> Aero
>> http://banglahacks.blogspot.com
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> ubuntu-bd@lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Aero
http://banglahacks.blogspot.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

[Ubuntu-BD] Leafpad সমস্যা

2009-08-15 Thread Aero River
টেক্সট এডিটর হিসেবে Leafpad ব্যবহার করি প্রথম থেকেই। কয়েকদিন হল এটা
রান হচ্ছে না। সিনাপ্টিক থেকে রিমুভ করে, আবারও ইনস্টল করলাম। কিন্তু
তবুও রান হচ্ছে না। এর কারণ এবং সমাধান কেউ কি বলবেন?

ধন্যবাদ

-- 
Aero
http://banglahacks.blogspot.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] connect via bluetooth

2009-08-13 Thread Aero River
প্রথমে উইন্ডোজে ডিটেক্ট করে, তারপর উবুন্টুতে ডিটেক্ট করার বিষয়টি
কোনক্রমেই সম্ভব নয়। উইন্ডোজ ফোনকে ডিটেক্ট করল কি করল না, তা উবুন্টু
জানতেও পারবে না। উবুন্টুতে আপনার কোথাও নিশ্চয় কোনরকম সমস্যা হচ্ছিল।

On 8/13/09, Lenin  wrote:
> 2009/8/13 saeed ahmed 
>
>> আমি ubuntu তে internet সংযোগ করেছি bluetooth এর সাহাজ্যে। কিন্তু সমস্যা
>> হচ্ছে আমাকে আগে windows এ mobile এর modem টাকে detect করাতে হচ্ছে। pc
>> suite
>> দিয়ে আগে detect না করালে ubuntu তে modem টা পাচ্ছে না। যদি আমি প্রথমে pc
>> suite দিয়ে detect না করি, তাহলে ubuntu তে এই ধরনের error দেখাচ্ছে
>
> দেখুন wvdial নিয়ে বেশকিছু টিউটোরিয়াল আছে আপনি সেগুলো ঠিকভাবে ফলো করেননি।
>
> যদি মোডেম ডিটেক্ট না করে তবে sudo wvdialconf চালাতে পারেন। আরো সহজ হচ্ছে
> gnome-ppp প্যাকেজটা ইনস্টল করে নেয়া। ওটা দিয়ে গ্রাফিক্যালি কানেক্ট করা যায়।
> ব্যাকএন্ডে এই ডব্লিউভিডায়ালই থাকে।
>
>>
>>
>> > sudo wvdial
>> > –> WvDial: Internet dialer version 1.60
>> > –> Cannot open /dev/rfcomm0: Connection refused
>> > –> Cannot open /dev/rfcomm0: Connection refused
>> > –> Cannot open /dev/rfcomm0: Connection refused
>> >
>>
>> কিন্তু যদি আগে থেকেই modem টা detect  করা থাকে pc suite এর মাধ্যমে তা হলে
>> sudo wvdial command দিলে connect হয়ে যাচ্ছে। আমাকে প্রতিবার detect করাতে
>> হছে
>> না। একবার machine modem টা detect করলেই আর বাব্রবার করতে হচ্ছে না।
>
>
> আপনি বারবার ইংরেজিতে একথাটা বোঝাতে ব্যর্থ হয়েছেন তবে আমি আন্দাজ করেছিলাম এমন
> কিছুই বলতে চাচ্ছেন। কাচা ইংরেজির দোহাই না দিয়ে দয়া করে গুরুত্ব সহকারে ইংরেজি
> শিখবেন। মনে করুন এক ভাইয়ের উপদেশ। :)
>
>>
>>
>> আমি চাচ্ছি pc suite এর সাহাজ্যে ছাড়াই modem টাকে detect করাতে। যেমন যদি
>> কোনো
>> machine এ windows না থাকে শুধু ubuntu আছে। সেক্ষেত্রে তো pc suite পাওয়া
>> যাচ্ছে না। তখন কিভাবে mobile এর bluetooth modem detect করাবো।
>>
>> আমি nokia 3110c use করছি। pc suite নকিয়ার একটা software. যার শুধু windows
>> ভার্সন আছে।
>
> উবুন্তুর সাথে উইন্ডোজের কোনো সম্পর্ক নেই। এটি একটি স্বয়ংস্বম্পূর্ণ অপারেটিং
> সিস্টেম এমনকি উইন্ডোজের চেয়েও অনেক শক্তিশালি।
> আপনি এই থ্রেডে দেয়া ধাপগুলো ঠিকভাবে অনুসরণ করলেই ব্লুটুথ এ কানেক্ট করতে
> পারতেন। আপনি প্রোগ্রামিং করেন সুতরাং আপনি যদি কোনো একটি ধাপে ভুল করেন বা
> এড়িয়ে যান তা কতোটা সমস্যা করতে পারে তা নিশ্চয়ই বুঝতে পারছেন?
>
> আশাকরি এবার সমস্যা আরো সমাধানের কাছাকাছি আসবে। শুভেচ্ছা রইলো।
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Aero
http://banglahacks.blogspot.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

[Ubuntu-BD] OT. ভিডিও এডি টিং এর জন্য কোন উবুন্টু প্রযোজ ্য?

2009-08-09 Thread Aero River
বন্ধু  বিয়ে, জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানের ভিডিও করে এনে তা এডিট করার
ব্যবসা করে। সে ব্যবহার করে Ulead Video Edit সফটওয়ার সহ আরো কিচু
সফটওয়ার।

তাকে উবুন্টুতে নিয়ে আসা যাবে কি? তার ভিডিও এবং অডিও এডিটিং এর জন্য কোন
কোন সফটওয়ার ব্যবহার করতে হবে তা যদি কেউ জানাতেন, তাহলে তাকেও উবুন্টুতে
নিয়ে আসার জন্য চেষ্টা করা যেত।

ধন্যবাদ

-- 
Aero
http://banglahacks.blogspot.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] ডিপেন্ডেনস িসহ VLC player ডাউনলোড করতে গিয়ে সমস্য া

2009-08-05 Thread Aero River
Sorry, I tried several times but megashare bring me in this page
http://www.megashare.com/premium.php
there are no any download link.

why don't you use box.net or mediafire? is there any problem?



On 8/6/09, Shabab Mustafa  wrote:
> OK. It seems like you are having Download problem. Let's try a different
> way.
>
> This is a mirror for VLC Player 0.9.9a : http://www.MegaShare.com/1308664
> Password: ubuntu-bd
>
> Megashare is currently having a promotional offer titled 'Free Premium'. You
> can use this option and download it via Download Manager and see what
> happens.
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


-- 
Aero
http://banglahacks.blogspot.com

-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


Re: [Ubuntu-BD] ডিপেন্ডেনস িসহ VLC player ডাউনলোড করতে গিয়ে সমস্য া

2009-08-05 Thread Aero River
bad luck. after downloading by firefox downloader it says '
gzip: stdin: unexpected end of file
tar: Unexpected EOF in archive
tar: Error is not recoverable: exiting now
'

On 8/5/09, shiplu  wrote:
> 2009/8/5 Aero River :
>> Thanks. But this file
>> (http://files.getdropbox.com/u/1534238/Ubuntu%20Advanced%20Home%20Users%27%20Pack/Ubuntu%20Advanced%20Home%20Users%27%20Pack%201.0%20%28i386%29.tar.gz)
>> doesn't download by Webdownloader for X 2.5.7.1
>
> আমি বেশ ভালমতই ডাউনলোড করলাম।
>
> wget -c \
> 'http://files.getdropbox.com/u/1534238/Ubuntu%20Advanced%20Home%20Users%27%20Pack/Ubuntu%20Advanced%20Home%20Users%27%20Pack%201.0%20%28i386%29.tar.gz'
>
> --
> A K M Mokaddim
> http://talk.cmyweb.net
> http://twitter.com/shiplu
> Stop Top Posting !!
> বাংলিশ লেখার চাইতে বাংলা লেখা অনেক ভাল
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Aero
http://banglahacks.blogspot.com

-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] ডিপেন্ডেনস িসহ VLC player ডাউনলোড করতে গিয়ে সমস্য া

2009-08-05 Thread Aero River
Thanks. But this file
(http://files.getdropbox.com/u/1534238/Ubuntu%20Advanced%20Home%20Users%27%20Pack/Ubuntu%20Advanced%20Home%20Users%27%20Pack%201.0%20%28i386%29.tar.gz)
doesn't download by Webdownloader for X 2.5.7.1

On 8/5/09, Shabab Mustafa  wrote:
>> UEC pack is specifically designed for Ubuntu 8.10
>>
>>
> The Question was about the latest VLC player with dependencies, from the
> UEC-pack site, not 'UEC-pack' itself.
>
> --
> Shabab Mustafa
> Chief Administrative Officer
> Admin Office
> CapsLock Corporates
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


-- 
Aero
http://banglahacks.blogspot.com

-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


[Ubuntu-BD] ডিপেন্ডেনস িসহ VLC player ডাউনলোড করতে গিয়ে সমস্য া

2009-08-05 Thread Aero River
বন্ধুর কম্পিউটারে উবুন্টু গতকাল ইনস্টল করে দিয়েছি। এবার তাকে গান
শোনাতে হবে। তাই নিচের লিংক থেকে vlc ডাউনলোড করতে গেলাম। আজ সারাদিনে ৩
বার ডাউনলোড করলাম। কিন্তু তিনবারই করাপ্টেড ফাইল পেলাম। প্রথমবার জিপ
ফাইলটিই ওপেন হল না। পরের দুইবার tar.gz ফাইলটি জিপের ভিতর থেকে বের করতে
পারলাম না।

এটা কি আমার সমস্যা নাকি..?

(প্রশ্নটি অফটপিক হয়ে যায়নিতো?)

http://uec-pack.googlecode.com///files/VLC-Player-0.9.9a_%28with_all_%20dependencies%29.tar.gz


ধন্যবাদ
-- 
Aero
http://banglahacks.blogspot.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] অদ্ভুত সমস ্যা: বিদ্যুত চলে যাওয়ার পর

2009-08-04 Thread Aero River
এত তাড়াতাড়ি সমাধান দেয়ার জন্য ধন্যবাদ।

তবে আমি এখনও কিছুই করিনি। আর সমস্যাটাও নেই। নিজে থেকেই ঠিক হয়ে গেছে।

On 8/4/09, Lenin  wrote:
> After such power failures you might fall into some other problems as well.
>
> Let me get you into the failsafe procedures you can follow:
>
> 1. Scan the HDD with BIOS's scanner(I have in my laptop).
> 2. Scan the HDD with the failsafe recovery mode at your grub option
> 3. at failsafe recovery attempt to fix x-server if damaged
> 4. make /tmp as writable sometimes it gets locked
> 5. make the X11 folder as unlocked it should be writable
>
> Also follow Angel's instructions for specifically your problem. These are
> the steps which will make your life easy with Linux.
>
> Thanks
>
> Lenin
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


-- 
Aero
http://banglahacks.blogspot.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

[Ubuntu-BD] অদ্ভুত সমস ্যা: বিদ্যুত চলে যাওয়ার পর

2009-08-04 Thread Aero River
হঠাৎ করে বিদ্যুত চলে গিয়েছিল। ups এর ব্যাটারিতে চার্জ ছিল না। shut
down হওয়ার আগেই কম্পিউটার বন্ধ হয়ে গিয়েছিল। পরের বার রিস্টার্ট করার
সময় নিচের মেসেজটি দেখিয়েছিল।

"Could not update ICEauthority file/home/aero/.ICEauthority"

একটাই অপশন ছিল:- Close

close করে দিলাম। ২ মিনিটের মতো অপেক্ষা করলাম। ডেস্কটপ এলো না।
রিস্টার্ট বাটন চাপলা। এবারও একই মেসেজ। Close করার পরডেস্কটপ আসতে ৩০-৪০
সেকেন্ডের মতো নিল। আগে এমন সময় নিত না।

এটা কি কারণে হল? কোন ধরণের সমস্যা? আমার এখন কি করা উচিত।

ধন্যবাদ
ভালো থাকুন

-- 
Aero
http://banglahacks.blogspot.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd