Re: [Ubuntu-BD] ৩য় প্যানেল ডানপাশে থাকে না Ubuntu 10.04

2011-07-05 Thread maya2...@gmail.com
কার্যকরী পরামর্শের জন্য ধন্যবাদ। ফোরাম পোস্টটি পাঠ করে সমাধান হল। Auto Hide করা ছোট আকারের প্যানেলটিকে যদি ঠিক মাঝামাঝি না রেখে একটু উপরে তুলে দেই, তাহলে রিস্টার্টের পরে ডানপাশে থেকে যাচ্ছে।কয়েকবার রিস্টার্ট দিলাম কোনরকম সমস্যা ছাড়াই অটোহাইড হয়ে ছোট প্যানেলটি ডানপাশে একটু উপরে লুকেয়ে থাকছে। ঠিক যা

Re: [Ubuntu-BD] ৩য় প্যানেল ডানপাশে থাকে না Ubuntu 10.04

2011-07-04 Thread maya2...@gmail.com
ভাই গৌতম এবং মাসনুন আপনাদের দুজনকেই ধন্যবাদ। মাসনুন ভাইয়ের হাতুড়ে পদ্ধতি প্রয়োগ করলাম। কিন্তু সমাধান পেলাম না। উবুন্টু ফোরামে লেখার মত ইংরেজি জ্ঞান নেইরে ভাই। কি লিখতে কি লিখে ফেলি যে, সেই ভয়ে আর সেপথ মাড়াচ্ছি না। বাঙালি মেধাবীদের সুদৃষ্টির প্রত্যাশায় থাকছি। On 04/07/2011, maSnun

Re: [Ubuntu-BD] ৩য় প্যানেল ডানপাশে থাকে না Ubuntu 10.04

2011-07-04 Thread Md. Enzam Hossain
এই লিঙ্ক (http://ubuntuforums.org/showthread.php?t=1320295) থেকে পড়ে যা বুঝলাম Auto Hide থাকলে এই সমস্যাটা হচ্ছে। যদি আপনার Auto Hide দরকার না হয় তাহলে Auto Hide বন্ধ করে দেখুন সমস্যার সমাধান হয় কি না। যদি Auto Hide লাগেই, তাহলে আপাতত একটা সমাধান হতে পারে প্রতিবার কম্পিউটার চালু হওয়ার সাথে একটা

Re: [Ubuntu-BD] ৩য় প্যানেল ডানপাশে থাকে না Ubuntu 10.04

2011-07-03 Thread maya2...@gmail.com
আমি কি এতই অপ্রয়োজনীয় একটা টপিকের প্রসঙ্গ তুলেছি, যে কেউ গা করছে না, ঠিক বুঝলাম না। আমি উবুন্টুতে তৃতীয় একটা প্যানেল তৈরি করে তাতে প্রয়োজনীয় টেক্সটকাজের এপ্লিকেশনগুলোর লিংক রেখেছি। এটা তো উইন্ডোজে কোনক্রমেই সম্ভব না (থার্ডপার্টি ছাড়া)। সেই প্যনেলটিকে অটোহাইড করে- expand তুলে দিয়েছি (অর্থাৎ আকারে

Re: [Ubuntu-BD] ৩য় প্যানেল ডানপাশে থাকে না Ubuntu 10.04

2011-07-03 Thread Goutam Roy
আপনার মতো আমারও একসময় এই সমস্যাটা হয়েছিল। সবকিছু ঠিক আছে, কিন্তু প্যানেল অটোহাইড করে এক্সপান্ড তুলে দিলে পরে রিস্টার্ট হওয়ার পর সাইজ আবার পুরোপুরি চলে আসতো। একসময় বিরক্ত হয়ে এটা নিয়ে চিন্তাভাবনা ছেড়ে দিয়েছিলাম। কিছুদিন আগে দেখি এটা ঠিক হয়ে গেছে। আমি অ্যাডভান্স ইউজার না। ফলে কোত্থেকে কী হয়েছে তাও

Re: [Ubuntu-BD] ৩য় প্যানেল ডানপাশে থাকে না Ubuntu 10.04

2011-07-03 Thread maSnun
আপনি বাম পাশে একটা এড করে দেখুন না কি হয় । আমার যতদূর মনে পড়ে আমারো এরকম হত । আগে বাম পাশে এড করে নিলে হয়ত ওটা ডান পাশে থাকতে পারে । এর সঠিক কারণ বা সমাধান জানা নেই তাই হাতুড়ে সলিউশন দিলাম । আপনি উবুন্টু ফোরামে (ubuntuforums.org) এ পোস্ট করে দেখতে পারেন । 2011/7/4 Goutam Roy gtm...@gmail.com

Re: [Ubuntu-BD] ৩য় প্যানেল ডানপাশে থাকে না Ubuntu 10.04

2011-07-01 Thread maya2...@gmail.com
ভাইসকলগণ, আমি আমার সমস্যাটি কি কাউকে বোঝাতে পারছিনা নাকি এই অতিরিক্ত প্যানেল তৈরি করা ঠিক হয়নি, তা বুঝতে পারছি না। আমি আরও একটা প্যানেল তৈরি করে বামপাশে রাখতে চাচ্ছি (ওয়েব এপ্লিকেশনের জন্য)। মোট চারটা প্যনেলের মধ্যে একটাতো আমাকে ডেস্কটপের ডানেই রাখতে হবে। তাই না? কিন্তু তা তো থাকছে না। কেউ কি একটু

Re: [Ubuntu-BD] ৩য় প্যানেল ডানপাশে থাকে না Ubuntu 10.04

2011-07-01 Thread সাজেদুর রহিম জোয়ারদার
ভাই মায়া গতকাল রাত্রে আমি আপনার সমস্যাটা শোনার পর থেকে এটাকে পরীক্ষা করে দেখার মতো সুযোগ পাচ্ছিলাম না। আপনার সমস্যার কথা জানবার পরেও উত্তর দিতে দেরী হওয়ার জন্যে কিছু মনে করবেন না। যাই হোক একটু আগেই পরীক্ষাটা করে ফেললাম। আমার ক্ষেত্রে এহেন সমস্যা হলো না যে প্যানেল যেখানে রাখছি সেখান থেকে নড়ে

Re: [Ubuntu-BD] ৩য় প্যানেল ডানপাশে থাকে না Ubuntu 10.04

2011-07-01 Thread maya2...@gmail.com
ভাই রিং, শুভ সকাল। পরীক্ষা করে দেখে উত্তর দেয়ার জন্য ধন্যবাদ। আমি উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম যে প্যানেল Expand করা থাকলে ঠিকমতোই ডানপাশে থাকে কিন্তু Expand এর টিক চিহ্ন উঠিয়ে দিলে আর থাকে না (প্যানেলকে ছোট আকারে রাখলে)। ড্রপডাউন মেনুতে Right সিলেক্ট করলেও তাৎক্ষণিকভাবে Left লেখা হয়ে যায়। এটার

[Ubuntu-BD] ৩য় প্যানেল ডানপাশে থাকে না Ubuntu 10.04

2011-06-30 Thread maya2...@gmail.com
শুভেচ্ছা নেবেন। Ubuntu 10.04 ব্যবহার করছি। নতুন একটি প্যানেল তৈরি করে ডেস্কটপের ডানপাশে রেখেছিলাম। Expand তুলে দিয়ে Auto Hide করেছি । এটাতে শুধু টেক্সট বিষয়ক এপ্লিকেশনগুলো রেখেছি। রিস্টার্ট করার পর দেখা গেল প্যানেলটি আর ডানপাশে নেই। স্বয়ংক্রিয়ভাবে বামপাশে চলে এসেছে। Panel Properties General (tab)