Roobon bro,
আপনার নতুন যোগ করা হার্ডডিস্ক ও দেখাবে যদি ওটা NTFS হয় তাহলে sudo apt-get
ntfs-config জাতীয় command ব্যবহার করতে হবে।

লেনিন

2008/8/18 রুবন <[EMAIL PROTECTED]>

> >
> > রুবন ভাই আপনার প্রশ্ন এখনও পরিস্কার নয়।
> >
> > আপনার হার্ডডিস্ক দুইটা কম্পিউটারে লাগানো আছে ঠিক? ১ নং হার্ডডিস্কে আপনার
> > উইন্ডোজ ছিলো আপনি ২ নং হার্ডডিস্কে উবুন্টু ইনস্টল দিয়েছেন।
> > যেকোন হার্ডডিস্কের যেকোন পার্টিশন (সাপোর্টেড- এবং NTFS সাপোর্টেড) দেখতে
> > পারবেন
> >
> > তবে যদি ইনস্টলের সময় একটা হার্ডডিস্ক লাগানো থাকতো তাহলে আপনাকে গ্রাব মনে
> হয়
> > আবারও আপডেট দিতে হবে। কারন পার্টিশন টেবিল আপনার পরিবর্তন হচ্ছে।
> >
> > আরও বিস্তারিত বলুন বুঝতে সুবিধা হবে,
> >
> > কিভাবে ইনস্টল করেছেন? হার্ডডিস্ক দুইটাই লাগানো ছিলো নাকি একটা???
> > --
> >
> ধন্যবাদ তারিক ভাই।
>
> ১টা হার্ডডিস্ক লাগিয়ে লিনাক্স ইন্সটল করেছি। পরবর্তীতে উইন্ডোজের ফাইল
> ফরমেটসহ
> হার্ডডিস্কটা যুক্ত করেছি। এই হার্ডডিস্কের ফাইলগুলো দেখতে চাই, সেখানে কাজ
> করতে চাই।
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to