On Fri, Oct 17, 2008 at 2:50 AM, DarkLord (:= <[EMAIL PROTECTED]>wrote:

> এইটা পরছেন কেউ?
> http://www.ittefaq.com/content/2008/10/17/news0190.htm
>

সবার সুবিধার জন্য কনভার্ট করে দিচ্ছি।
ওপেন সোর্স সফটওয়্যার 'জেকুয়েরী' নিজের করে নিল মাইক্রোসফট


জনপ্রিয় ওপেন সোর্স সফটওয়্যার 'জেকুয়েরী' নিজের করে নিল মাইক্রোসফট। মাইক্রোসফট
হল পৃথিবীর সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানির নাম; যাদের সব প্রোডাক্টই
ব্যবহারকারীকে টাকার বিনিময়ে কিনে নিতে হয় এপ্লিকেশন স্যুইট বা প্যাকেজ হিসেবে।
অন্যদিকে ওপেনসোর্স হল সারাবিশ্বের সফটওয়্যার ডেভেলপার ও ব্যবহারকারীদের একটি
প্ল্যাটফর্ম যার মাধ্যমে কোডসহ যেকোন সফটওয়্যারটি একদম বিনামূল্যে ব্যবহার করা
যায়। এ থেকে সহজেই বুঝা যায় মাইক্রোসফট আর ওপেনসোর্স হল সম্পূর্ণ বিপরীত মেরুতে
অবস্থানরত দু'টি বিপরীত ধ্যান-ধারণার প্রতিষ্ঠান। বাস্তবেও মাইক্রোসফট
ওপেনসোর্স আন্দোলনের ঘোর বিরোধী। আর এখন যদি খবর পাওয়া যায় মাইক্রোসফটই একটি
ওপেনসোর্স সফটওয়্যারকে নিজের করে নিয়েছে তাহলে আশ্চর্য হওয়ার মতোই খবর!
জেকুয়েরী হল এজাক্স ফ্রেমওয়ার্কে রিচ ওয়েব এপ্লিকেশন ডেভেলপ করার একটি
ফ্রিওয়্যার। মাইক্রোসফট জেকুয়েরী ওপেনসোর্স সফটওয়্যারটিকে এখন ভিজ্যুয়াল
স্টুডিও ডেভেলপমেন্ট স্যুইটের লাইব্রেরি হিসেবে গ্রহণ করেছে।

অন্যদিকে একই সময়ে বিশ্বখ্যাত মোবাইল ফোন নির্মাতা কোম্পানি নোকিয়া ঘোষণা করেছে
নোকিয়া'র মোবাইল ওয়েব ডেভেলপমেন্টের জন্য জেকুয়েরী ব্যবহার করবে। জেকুয়েরী'র
জন্য এটা একসাথে বিশাল দু'টি বড় খবর যে বিশ্বখ্যাত দু'টি কোম্পানি মাইক্রোসফট ও
নোকিয়া একই সাথে জেকুয়েরী নিজেদের সাথে জড়িয়ে ফেলায় গুগল বা অ্যামাজনের মত
ওয়েবসাইটগুলোও একে একে জেকুয়েরীকে ওয়েব এপ্লিকেশন হিসেবে ব্যবহার করা শুরু
করবে। মাইক্রোসফট কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট, স্কট গাথির বলেন, 'জেকুয়েরীর
সবচেয়ে বড় আবেদনটি হল খুব দক্ষতার সাথে জেকুয়েরী ব্যবহার করে যেকোন এইচটিএমএল
ইলিমেন্ট অল্পকিছু প্রোগ্রাম কোড লিখেই ইচ্ছামত সাজিয়ে নেওয়া যায়।' এনিমেশন ও
সিলেকশনের কাজগুলো ওয়েবে সহজে করার জন্য অনেক সফটওয়্যার ডেভেলপারই মাইক্রোসফট
কর্পোরেশনকে অনুরোধ জানিয়েছিল এএসপি ডট নেট এজাক্স সাপোর্ট তৈরি করার জন্য। এর
পরিপ্রেক্ষিতে দুই মাস আগে মাইক্রোসফট ঠিক করে এএসপি ডট নেট এজাক্স ফিচার তৈরি
করবে। আর এই এএসপি ডট নেট এজাক্স ফিচার তৈরি করতে গিয়েই মাইক্রোসফটের
ডেভেলপাররা বুঝতে পারে জেকুয়েরী সাপোর্ট বর্তমানে এই চাহিদাটাই আলাদাভাবে পূরণ
করে যাচ্ছে। তাই আর নতুন করে এএসপি ডট নেট এজাক্স ফিচার তৈরি করার প্রয়োজন নেই।
পরবর্তিতে জেকুয়েরীকেই ভিজ্যুয়াল স্টুডিও ডেভেলপমেন্ট স্যুইটটি অন্তর্ভূক্ত করে
নেয় মাইক্রোসফট।

মাইক্রোসফট পরিবর্তনের ইঙ্গিত

জেকুরেয়ী'কে মাইক্রোসফট ভিজ্যুয়াল স্টুডিও ডেভেলপমেন্ট স্যুইটে অন্তর্ভূক্ত
করেছে। এতে হয়েছেটা কি? কেনইবা এ প্রসঙ্গটি এত গুরুত্বপূর্ণ? আগেই আপনাদের
বলেছি ওপেনসোর্স সফটওয়্যার আর মাইক্রোসফট হল বিপরীত দুই মেরুতে অবস্থানকারী
প্রতিষ্ঠান। যারা আরো বেশি জানেন এ বিষয়টি তারা বেশ উপলব্ধি করতে পারছেন
মাইক্রোসফট বদলে যাচ্ছে। মাইক্রোসফটের আসছে অনেক পরিবর্তন। মাইক্রোসফট যখন
এজাক্সের সাথে একীভূত হয়ে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করার সিদ্ধান্ত নিয়েছিল
তা ছিল আসলে এজাক্সকে বিলুপ্ত করে ফেলারই একটি উদ্যোগ। এজাক্সকে বিলুপ্ত করে
এজাক্সের মতই নতুন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলত মাইক্রোসফট। এখন জেকুয়েরীকে
নিজেদের করে নিয়ে মাইক্রোসফট কোন পরিবর্তন আনেনি। তার মানে এবার মাইক্রোসফটই
জেকুয়েরীর একটি সাপোর্ট নিচ্ছে তা প্রতিষ্ঠিত হল। আর মাইক্রোসফটের এ উদ্যোগের
ফলে প্রযুক্তি সংশ্লিষ্টরা মনে করছে ওপেনসোর্সের সাথে মাইক্রোসফটের যে বিরোধ তা
মিটতে শুরু করল। মাইক্রোসফটের তরফ থেকে সত্যিই এটি একটি বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ
যে তারা নিজেরাই জেকুয়েরী ফ্রেমওয়ার্ক তৈরি করে নেয়নি বরং ওপেনসোর্সকে
অপরিবর্তিত রেখেই করেছে। মাইক্রোসফটের বিরুদ্ধে প্রযুক্তি আত্মসাতের যে অভিযোগ
রয়েছে এই ঘটনার ফলে তার কিছুটা ঘুচবে বলেও অনেকে আশা প্রকাশ করছে।

০ তথ্যপ্রযুক্তি ডেস্ক


ব্যক্তিগত মন্তব্য,
যতোদিন জেকুয়েরী ওপেনসোর্স থাকবে ততোদিন কোন সমস্যা নেই, বরং ভালো উদ্যোগ। তবে
যদি এই ফ্রেমওয়ার্কের উপর কোন ক্লোস্ড সোর্স কিছু বানায় অথবা জেকুয়েরী বন্ধ করে
দেয় তা খুবই দুঃখজনক হবে।

-- 
Thanking you
Shahriar
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to