>
> সাইটেশন কি জিনিস
>

সাইটেশন হচ্ছে তথ্যসূত্র। উইকিপিডিয়া দেওয়া তথ্য আপনি কোথায় পেলেন সেটির সূত্র
দিতে হয়। ইংরেজি উইকিপিডিয়ায় নিবন্ধ পড়ার সময় বাক্যের শেষে নিশ্চয়ই [1], [10]..
এরকম লিংক দেখেছেন? ঐগুলোতে ক্লিক করলেই ঐ লাইনের তথ্যেই সূত্রটি পাওয়া যাবে।
ইংরেজি থেকে অনুবাদের ক্ষেত্রে সূত্রটি জাস্ট কপি-পেস্ট করে দিলেই চলে। অনুবাদও
প্রয়োজনীয় নয়। উইকিতে তথ্যসূত্র থাকে এভাবে: <ref>তথ্যসূত্র</ref>, অর্থাৎ,
<ref></ref> ট্যাগের ভেতরে।

-- 
Tanvir Rahman
http://bit.ly/wikitanvir
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to